নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষাদের শ্রেষ্ঠ প্রতিমা হব......\n\nআমি পৃথিবীর কবি/ ছদ্মবেশী সম্রাট/ জলজ প্রজাপতি/ উইকিপিডিয়ার বুড়ো/ বাংলার নব প্রভাকর/ পরিব্রাজক/ তিমির হন্তারক/আগুন পাখি / বিষাদ পাখি .../ ভালোবাসিতে এসেছি ভালোবাসা পাবার প্রত্যাশি নই ...

অভিলাষ মাহমুদ বাকলিয়া

অভিলাষ মাহমুদ / এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর/ বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম।

অভিলাষ মাহমুদ বাকলিয়া › বিস্তারিত পোস্টঃ

কষ্ট ও বিরহের তালিম /অভিলাষ মাহমুদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫



ও ষোড়ষি বালিকা,
তুমি কবিতা পড়ো।
উপমা ও অলঙ্কার বুঝো?

কতটুকুই বা বুঝো কবিতার
অন্তর্নিহিত গূঢ় রহস্য?

কবি যখন তাঁর হৃদয়ের রক্তিম
মানচিত্রে মনের তুলিতে কষ্ট ও
বিরহের ক্যালিওগ্রাফি আঁকেন
তখন তুমি বাহহা দাও।
কবিকে সারাজীবন ভালোবাসতে
পারো না।
শুধু রোমাঞ্চের মূহুর্তগুলোতেই
পাশে থাকো।
নানান বাহানা দেখিয়ে দূরে চলে যাও তাঁর দুঃসময়ে। তুমি শুধু কবিতায় রোমান্টিক মূহুর্ত খুঁজো।
কষ্ট বা বিরহ এড়িয়ে যাও।
প্রেমের কবিতা ফেসবুকে পোষ্ট করলেই তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের আলতো ছাপ বসাও লাভ ইমোতে।
বালিকা,
তুমি হয়তো জানো না।
যদ্ধ, বিগ্রহ, অবজ্ঞা , লাঞ্চনা, অপ্রেম, যাতনা প্রকৃতির বৈরিতা এসবের কাছ থেকেই কষ্ট ও বিরহের তালিম নিতে পেরেছিলেন বলেই আজ (এসব নিয়ে) কবিতা লিখতে পারেন কবি।
undefined

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার থিমটা ভাল।

শেষটায় কি তাড়াহুড়ো ছিল ভায়া?

কিপিটাপ ;)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি কিছূ মনে নেবেন না!
হঠাৎ মনে হল দারুন এই থিমটাকে আমার মতো সাজাই ;)

আপনার লেখার নতুন রুপ দেখুনতো কেমন হলো?
<<<<

বালিকা,
তুমি কবিতা পড়ো?
অনুভবে কি ছুঁয়ে যায় কবিতা
অন্তর্নিহিত রহস্য দুয়ার খুলে?

হৃদয়ের মানচিত্রে
মনের তুলিতে কষ্ট ও বিরহের
ক্যালিওগ্রাফি আঁকেন –
কবি

বাহবা দাও তুমি ।
শুভেচ্ছায়, প্রশংসায় শতমূখ-ক্ষনিকের
সারাজীবনের ভালোবাসতে পিছিয়ে পরো;
কবি নেই তালিকার শেষটাতেও।

শুধু রোমাঞ্চেই পাশে থাকো।
নানান বাহানায় দূরে রও দুঃসময়ে।
কবিতায় শুধু রোমান্টিকতা খুঁজো।
কষ্ট বা বিরহ এড়িয়ে,


বালিকা,
তুমি হয়তো জানো না।
যদ্ধ, বিগ্রহ, অবজ্ঞা , লাঞ্চনা, অপ্রেম, যাতনা
প্রকৃতির সকল বৈরিতা থেকে তালিম নিয়েই
কবিতা লিখেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.