![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিলাষ মাহমুদ / এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর/ বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম।
জেবা...
এখন গভীর রাত।
চাঁদ, জোছনা, মেঘ আকাশে খেলছে লুকোচুরি খেলা।
সন্ধ্যার আবহাওয়া বার্তায় বলা হয়েছিলো
মাঝ রাতে তুমুল বৃষ্টি হবার সম্ভাবনা-
আচ্ছা জেবা,
বৃষ্টি হলে কি তুমি ছাদে উঠবে?
ভিজবে বৃষ্টিতে?
আচ্ছা জেবা,
বৃষ্টিতে ভিজে অসুখ হবার ভয় আছে নাকি তোমার?
চাঁদ, জোছনা ও মেঘের মতো লুকোচুরি খেলবে আমার সাথে?
আমার কল্পনা রাজ্যে এখন চাঁদ জোছনা ছড়াচ্ছে।
একটু পর হবে তুমুল বৃষ্টি-
তোমার রাঙ্গা অধর ছুঁয়ে বৃষ্টির পানি মাটিতে পড়ার আগেই নিয়ে নেবো আমার দুহাতের মুঠোয়-
রিমঝিম এই বৃষ্টির সুরে তোমাকে নিয়ে ভিজবো, গাইবো আর নাচবো আনন্দে।
সব ছাড়িয়ে আজ আমার কবিতার প্রধান চরিত্র হবে তুমি।