![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৯ সালে সরকার কর্তৃক ইস্যু করা সরকারী ডকুমেন্টস এটি।
২| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
এস এ কোরাইশী বলেছেন: কি বুঝালেন?!
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২
তোমোদাচি বলেছেন: এটা কি পাবলিকলি বিলি করে বেড়ানোর মত কোন জিনিস !!!
৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
আখিলিস বলেছেন: উনি ১৫-ই আগষ্ট জন্মদিন পালন করা শুরু করেছে ২০০০-০১ সালের দিক থেকে, আর এই পাসপোর্ট তো ২০০৯ সালে ইস্যু করা । অবাক হবার কোনও কারণ নাই যে এতে উনার 'লেটেষ্ট আবিষ্কৃত' জন্মদিন দেয়া আছে !
তবে ম্যাডামের ২০০০ সালের আগের করা পাসপোর্টগুলা দেখতে মুন্চায়
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫
এভাটার বলেছেন: তাহলে আপনার ধারণা আওয়ামী লীগের আমলে ইস্যু করা এই পাসপোর্ট আপানার বাবার চেহারা দেখে সরকার ইস্যু করেছে?
৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫
লেখাজোকা শামীম বলেছেন: এটা যদি সত্য হয় তবে ১৯৯১ সালে উনি ভুয়া তথ্য দিয়েছিলেন। প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর পত্রিকায় পাঠানো জীবনীতে তিনি জন্ম তারিখ দিয়েছিলেন ১৯ আগস্ট।
Click This Link
৬| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২
রাহুল বলেছেন: হেডম থাকলে ৯০ দশকের আগের পার্সপোর্ট পোস্ট করেন দেখি ওখানে কি লেখা।১৯৯৬ সাল থেকে ভিমরতির খবর আপনি না জানলেও জাতি যানে।
৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪
সবখানে সবাই আছে বলেছেন: এইটা ভুয়া একটা পাসপোর্ট। খালেদার যে ছবি ব্যাবহার করা হয়েছে সেই ছবি দিয়ে পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। ছবি তোলার নিয়মাবলী ভাল করে পড়ে দেখেন । এরপরে এইসব ফটোশপ নিয়ে ব্লগে পোস্ট দিয়েন।
৮| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬
সবখানে সবাই আছে বলেছেন: আর দয়া করে এই যুক্তি নিয়ে আসবেন না যে উনি বিরোধী দলীয় নেত্রী এই কারনে যেমনে ইচ্ছা তেমনে ছবি তুল্লেও পাস্পোর্ট হবে। মনে রাখবেন পাসপোর্ট এর ৯০ ভাগ ব্যবহার হয় বিদেশে যাদের কাছে খালেদা হাসিনার ৫ পয়সার দাম নাই। আর পেশা রাজনীতি না হয়ে, বিরোধী দলীয় নেত্রী কেন হল সেইটাও বুঝলাম না। ২০১৩ তে ক্ষমতায় আসলে কি পেশা পরিবর্তন হবে!!!!!
৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮
ইজীটক বলেছেন: একমত @ সবখানে সবাই আছে
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬
রাহুল বলেছেন: @সবখানে সবাই আছে
ভাই আপনের কথায়তো টাস্কি খাইলাম।লেখক মনে লয় বাথরুমে গেছে ,হেরে আর পাইবেন না।
১১| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
দখিনা বাতাস বলেছেন: ভুয়া মাল। ছবির মাথা থাকবে পাসপোর্ট মালিকের স্বাক্করের উল্টা দিকে। ছবির ব্যাকগ্রাউন্ড কালো কোনদিনই নেয়না। একবারে সাধা শাড়ী বা সার্ট পরে ছবি নেওয়া বন্দ করে দিছে ২০০৭ থেকেই। এত কিছু দরকার নাই, যে কেউ নিজের পাসপোর্টের ছবিটা কিভাবে বসানো আছে নিজের পাসপোর্টে আর খালেদারটা কিভাবে লাগানো-- চেক করলেই সব বুঝতে পারবেন।
১২| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
দখিনা বাতাস বলেছেন: DG, sultana laila hossain এর সাইন ৩টা চেক করেন। খালেদার ছবিতে ২টা মিলে না। যে কেউ তার নিজের পাসপোর্টে সাইন চেক করে দেখতে পারেন।
১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: আসলেই তো এটা ভুয়া !!! @সবখানে সবাই আছে - কে ধন্যবাদ !
আমি পুড়াই টাস্কি !!!
১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
চায়না০০৭ বলেছেন:
১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২
আ.র.জা বলেছেন: অত্যন্ত আশ্চাযজনক। এটি একটি ভুয়া পাসপোট।
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। কিন্তু লেখক ধরা খেয়েছেন।
shame on you.
১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এটা অবশ্যই আসল পাসপোর্ট।
১৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
আখিলিস বলেছেন: গাধা কোথাকার - পাসপোর্ট নকল করছ কিন্তু ছবি দিছ সরকারী দপ্তরে টাংগানোর টা যেইটা পাসপোর্টের জন্য ভ্যালিড না । আরে আবাল, বাশের কেল্লার ফটোশপের কাম এইখানে চালায়ো না - এইটা সামু, এইখানে তোমার বাশের কেল্লার ছাগলরা ঘাস খায় না ।
আর আমার কমেন্টের জবাবে তো আমার বাপ তুইলা গালি দিলা, কিন্তু নিজের বাপ কে তা তোমার জানা আছে তো ? মনে হয় না - কারন তোমার আব্বাজান তো জন্মের আগেই ফাকিস্তানে গেসে গা ।
১৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: @আখিলিস - ভাই গালাগাল করছেন ভালো কথা, তবে পাসপোর্টটা কিন্ত আসলেই আসল । বিরোধী দলীয় নেত্রীর জন্য পাসপোর্টের ছবি কোন সমস্যা না, ন্যুড না হলেই চলবে। কখনো পাসপোর্ট অফিসে এটা নিয়ে কথা বলার সুযোগ হলে জানবেন, এটা আসল কি না।
১৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০১
আখিলিস বলেছেন: @ নক্শী কাঁথার মাঠ : ছবির মাথা থাকবে পাসপোর্ট মালিকের স্বাক্করের উল্টা দিকে। ছবির ব্যাকগ্রাউন্ড কালো কোনদিনই নেয়না। একবারে সাধা শাড়ী বা সার্ট পরে ছবি নেওয়া বন্দ করে দিছে ২০০৭ থেকেই। এত কিছু দরকার নাই, যে কেউ নিজের পাসপোর্টের ছবিটা কিভাবে বসানো আছে নিজের পাসপোর্টে আর খালেদারটা কিভাবে লাগানো-- চেক করলেই সব বুঝতে পারবেন।
আর দয়া করে এই যুক্তি নিয়ে আসবেন না যে উনি বিরোধী দলীয় নেত্রী এই কারনে যেমনে ইচ্ছা তেমনে ছবি তুল্লেও পাস্পোর্ট হবে। মনে রাখবেন পাসপোর্ট এর ৯০ ভাগ ব্যবহার হয় বিদেশে যাদের কাছে খালেদা হাসিনার ৫ পয়সার দাম নাই। আর পেশা রাজনীতি না হয়ে, বিরোধী দলীয় নেত্রী কেন হল সেইটাও বুঝলাম না। ২০১৩ তে ক্ষমতায় আসলে কি পেশা পরিবর্তন হবে!!!!!
২০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:১০
প্রত্যাবর্তন@ বলেছেন: পেশা এইভাবে লেখা যায় কিনা খটকা লাগল ।
আর চোখের রঙ তো ব্রাউনিশ জানতাম
২১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪
আমি ভূমিপুত্র বলেছেন: @ সুশীল বেশধারী সকল আম্বাআবাল,
১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারীর বিদেশী পত্রিকার রিপোর্টেও বেগম জিয়ার জন্মদিন ১৫ ই আগস্ট/আম্বারা ১৯৯৬ এর ১২ ই জুন ইলেকশনে জিতে পাওয়ারে আইসা ১৫ ই আগস্ট ছুটি চালু করে
@ লেখাজোকা শামীম,
ফটুশপ(দৈনিক বাংলা) ভালা হইছে।।
২২| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৭
শিপন মোল্লা বলেছেন: এতো কথা আর শুনতে চাই না। ১৫ আগস্ট ম্যাডামের জন্মদিন পালন করুম। যা করবার করিশ যা , যা পারিশ ছিরিশ যা ।
২৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৭
wrongbaaz বলেছেন: যারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী টাস্কি খেলেন তারা #আমি ভুমিপুত্রের লিংক গুলো চেক করেন, কাজে দিবে।
২৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯
আকাশ চুরি বলেছেন: @দখিনা বাতাস: ছবির টেকনিকালিটির জন্য দেশের বিরোধি দলের নেত্রীর পাসপোর্ট আবেদন বাতিল করে দিবে? কোন জগতে বাস করেন?
পাসপোর্টে পেশা পরিবর্তন করা যায়।
২৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: @আখিলিস - আপনি বোধহয় পুরানো হাতে লেখা পাসপোর্ট খুব বেশি দ্যাখেননি। দেখলে চোখে পড়তো কিছু পাসপোর্টে ছবি এরকম উপর-নীচ করেই লাগানো থাকতো, এর কোন বাধাধরা নিয়ম ছিলোনা, আমার আম্মার পাসপোর্টই এরকম।
আরেকটা ব্যাপার খেয়াল করুন, ছবির জন্য যে ঘরটা আঁকা, সেটা কিন্তু এভাবেই দেয়া রয়েছে, অর্থাৎ ছবি বসানোর প্রেস্ক্রাইবড্ নিয়ম এটাই। আর ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে কোন আপত্তি ছিলনোনা সে সময়, এমনকি মুখ বন্ধ রেখে হাসি মুখে তোলা ছবিও পাসপোর্ট লাগানো হতো। ছবি তোলার নিয়ম এমআরপি আসার পর থেকে মানা হচ্ছে। আপনার কি ধারনা বিরোধী-দলীও নেত্রীর জন্য ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ আপত্তি করবে?
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: !!