![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Anika Anindita Alamgir বুয়েটের ১১ ব্যাচের ছাত্রী। বাবার যোগ্য মেয়ে।
মেয়ে তুমি নিজেও জানো না তুমি কত্ত সুন্দর...
এটা শুধু আমিই বুঝেছি যখন তোমায় পলাশীর সোডিয়াম লাইটের নিচে চা খেতে দেখি... হয়তোবা তোমাকে এভাবে আর কেউ বুঝতে পারবে না।
ভেবেছিলাম তুমি আমার হবে... কিন্তু কেমনে কি???
এখন দেখি আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াও... তুমি কিভাবে ওর সাথে থাকো??
আমি কি খুবই খারাপ ছিলাম???
ওই ৩ ইঞ্চি ছেলেটার মধ্যে কি এমন দেখলে???
ভাত আর বিরিয়ানীর মধ্যে পার্থক্য করতে শেখো ...
তোমাকে নিয়ে কত স্বপ্ন ছিল... কত কিছু বলার ছিল...
কিন্তু কি করার? সব স্বপ্ন কি সফল হয়??? যাই হোক... ডুয়েট হয়ত বাজাতে পারব না... তবে সারা জীবন তোমার জন্য সলো বাজিয়ে যাবো...
কি হয় কিছু স্বপ্ন অপূর্ণ থাকলে??
থাক না......
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭
ধাতবগোলক বলেছেন: ডোন্ট ইভেন গুগল হার নেম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৯:০৪
রাফা বলেছেন: কেমনে কি !!