নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অভিশুভ কম্পিউটার সায়েন্স নিয়ে ঢাকায় একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি আর সেই সাথে টুকটাক প্রযুক্তি,বাংলাদেশের ইতিহাস ও সাম্প্রতিক বিষয় সমুহ নিয়ে লিখছি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি

অভিশুভ

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

অভিশুভ › বিস্তারিত পোস্টঃ

আমার খালি হাসি পায়!!! আপনার পায় তো? বিবেকের কাছে প্রশ্ন

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

"আমার খালি হাসি পায়"

আমার খালি হাসি পায়
যখন দেখি নির্বাচনের প্রার্থিরা সব
ঝাড়ু হাতে রাস্তায় দাড়ায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি ভিক্ষারত মানুষের সাথে
সেলফি তুলে ফেবুতে পাঠায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি মোস্ট ওয়ান্টেন্ড
জনপ্রতিনিধি সাজতে চায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি ধনির ছেলেরা
সেলফির লাইগা রিকশা চালায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি অনেক মানুষ
মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দিয়া চাকরি পায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি সাধারন মানুষ জ্যামে আর
ভিআইপিরা উল্টো পথে গাড়ি চালায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি বাংলার ঘরে ভারতীয় সিরিয়াল
দেখার প্রতিযোগিতা জমায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি রাজাকারেরা
ফাঁসির আগে ভি চিহ্ন দেখায়

আমার খালি হাসি পায়
যখন দেখি ফাঁসির আগে
রাজাকাররা চোদনা হইয়া যায়।
.
আমার খালি হাসি পায়
যখন দেখি রায়ের আগে
রায়ের কপি পাইয়া যায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি সাগররুনির হত্যার
২৪ ঘন্টা না পুরায়...
.
আমার খালি হাসি পায়
যখন দেখি নামের লাইগা বড় আপু
গরীবের ঘরের খাবার খায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি অস্ট্রেলিয়া আমগো দেশে
আসতে না চায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি প্রেমিক পুরুষ
প্রেমিকার বিয়েতে দাওয়াত পায়
.
আমার খালি হাসি পায়
নিজেই নিজের ডকুমেন্টারি বানাইয়া
ফেবুতে দিয়া বাহ বাহ পায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি এইসব দেইখা বাংলার মানুষ মজা পায়।।
‪#‎অভি_শুভ‬

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

ফেরদাউস দেশী বলেছেন: একই ঘটনায় কেউ হাসি পায় , কেউ দুখ পায়...আমার কিছুই পায় না।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

অভিশুভ বলেছেন: :(এই হাসি বুক ফেটে যাওয়া কস্টের হাসি

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

মাকড়সাঁ বলেছেন: "আমার খালি হাসি পায়" :D :D B-) ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

অভিশুভ বলেছেন: B-) :) :D

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

তদন্তকারী বলেছেন: পাগলাইয়াদের দেশে কত পাগলামি যে দেখি।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

অভিশুভ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কোন দেশী? বললে শুনে প্রানটা ঝুরাতাম.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.