![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
দুই পয়সার কেরানী তুই
ধরিস সৎএর ভাব?
আমার বাবা এই এলাকার মস্ত বড় লাট
দেখছ না তুই? তার পিছনে কত মানুষ ঘুরে
ভালো মানুষ বইলা সবাই শ্লোগানটা ধরে,
তোদের মত সত্যবাদীর পৃথিবীতে নাই কাম
খাইতে পাস না সত্য মারাছ, বাড়াইতে চাস দাম?
আজ থেইকা চোখ বাইন্দা চলবি
অন্যায় দেখবিনা...
বাড়াবাড়ি করলে তোর ভালো হইবোনা
এইসব শুনে কাদছে আমাদের সেই কেরানী চাচা
যুদ্ধের সময় হয়নি যিনি রাজাকারদের হাতা
আজকে তিনি পরাজিত স্বাধীন এই দেশে
আজকে তিনি লাঞ্ছিত, দেশকে ভালবেসে
সত্য সব হারিয়ে যাচ্ছে বাড়ছে মিথ্যার মান,
সত্যবাদী মানুষরা সব কাদছে অবিরাম।
পৃথিবীতে ধেয়ে আসছে অন্ধকার এক শাপ
আল্লাহ তুমি অধম বান্দার করে দাও দোষ মাফ...
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
অভিশুভ বলেছেন: জি খুবই কষ্টকর.।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
ৈতয়ব খান বলেছেন: কষ্টকর অনুভব।
যদিও সত্য।