![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
আমি গর্বিত-
আমার বাবা একজন কর্মচারী
সারাটাদিন কষ্ট করেও মুখে তাহার মিষ্টি হাসি,
সারাটা মাস কষ্ট করে বেতন পেয়ে হাতে
অর্ধেক টাকা কেটে রাখেন আমার পড়ার খরচে,
কষ্ট করে সংসার চালিয়েও মুখে থাকে তৃপ্তির হাসি
আমি গর্বিত আমার বাবা একজন কর্মচারী।
সৎ উপায়ে অল্প আয়ে আমরা অনেক হাসি খুশী
আছে আমাদের ভালোবাসা, নেই হয়তো টাকাকড়ি,
ছোট বেলা থেকে বাবা অনেক কষ্ট করে
পড়ালেখা করিয়েছেন আমার তিন বোনকে,
এখন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছি
আমি গর্বিত আমার বাবা একজন কর্মচারী।
আমার বাবার এত কষ্ট, বুঝতে দেন না তিনি
কাছে গেলে বুকের মাঝে জড়িয়ে ধরেন তিনি
মাঝে মাঝে কন্ঠটা তার হয়ে উঠে ভারী
আমি গর্বিত আমার বাবা একজন কর্মচারী।
এখন আমার সবার সামনে বলতে ইচ্ছে করে
আমি এমন বাবার ছেলে,
এত কষ্টের মাঝেও যার- মুখে হাসি মেলে
সবসময় বাবা বলেন- সুখে আছি ভারী
আমি গর্বিত আমার বাবা একজন সৎ কর্মচারী।।
............................................অভিশুভ
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
অভিশুভ বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
মাকড়সাঁ বলেছেন: Valo laglo.....
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
অভিশুভ বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার প্রেরণা
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
বাবাকে নিয়ে কবিতায় অনেক ভাল লাগা রইলো।