![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
আমি একদিন গ্রামে ফিরে যেতে চাই,
আমি চাই শহরের যাতাকল থেকে বাঁচতে,
আমি চাই শীতের সকালে ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে,
আমি চাই আবার বিকেল হলেই ক্রিকেট কিংবা ফুটবল খেলার জন্য হুড়োহুড়ি করতে,
আমি চাই লাটিম, মার্বেল, ঘুড়ির জন্য বাবার কাছে একটু বায়না ধরতে,
আমি চাই চৈত্র সংক্রান্তিতে চড়ক গাছে ঠাকুর ঝুলানো দেখার জন্য গ্রাম্য ছেলে, মেয়ে, জোয়ান,বুড়ো সকলের সাথে অপেক্ষা করতে,
আমি চাই নতুন বছরের নতুন ধানের গন্ধে বিমোহিত হতে,
আমি চাই মেঠো পথদিয়ে এখনো হেটে চলা শিক্ষার্থীদের ভুবন ভুলানো হাঁসি দেখে নিজের অতীতে ফিরে যেতে,
আমি চাই সেই ক্লাস, সেই স্কুল, সেই কলেজ আর সেই সহজ সরল জীবনটাকে দেখতে,
আমি আমার স্কুলগুলোর বারান্দায় আবার দাড়াতে চাই,
বসতে চাই মাঠের সবুজ ঘাসে, স্যারেরা অনেকেই বেঁচে নেই, তবে আমি সেই ডাস্টারের আওয়াজ শুনতে চাই,
চকের সাদা দাগগুলো দেখতে চাই, দেখতে চাই সাদা জামাটায় কি পরম পবিত্রতা আছে,
আমি সাইকেলের কিরিং কিরিং শব্দে নিজের অতীতে ফিরে যেতে চাই,
আমি সাইকেল চালিয়ে আগের মত আবার আমার গ্রাম ঘুরতে চাই,
ইচ্ছে হলেই ছুটতে চাই- নদী বা সাগরের পানে,
আমি খুব ভোরে বাবার হাত ধরে আবার হাঁটতে চাই রেললাইনের উপর দিয়ে অনেকটা পথ,
আমি চাই স্কুলের এসেম্বলিতে দাঁড়িয়ে আরেকটি বার নিতে সেই শপথ,
আমি হারিকেনের আলোয় আবার পড়তে বসতে চাই,
আমি চাই নতুন বইয়ের প্রতিটি পাতা উলটে পালটে দেখতে,
আমি একটি ইন্টারনেট বিহীন গ্রামে ফিরে যেতে চাই,
স্টার জলসা বিহীন একটি সহজ সরল সমাজে ফিরে যেতে চাই,
ফেসবুকে বসে, ইন্টারনেট চালাতে চালাতে আমি আমার জেগে জেগে দেখা স্বপ্নগুলো বিসর্জন দিয়ে, আমি গ্রামে ফিরে যেতে চাই,
আমি চাই আরেকটি বার সেই ছোটবেলার বন্ধুদের সাথে মন খুলে একটু হাসতে!
আমি আবার রঙ্গিন হতে চাই, আমি চাই ছোটবেলার মত বাঁচতে!.
©somewhere in net ltd.