নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অভিশুভ কম্পিউটার সায়েন্স নিয়ে ঢাকায় একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি আর সেই সাথে টুকটাক প্রযুক্তি,বাংলাদেশের ইতিহাস ও সাম্প্রতিক বিষয় সমুহ নিয়ে লিখছি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি

অভিশুভ

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

অভিশুভ › বিস্তারিত পোস্টঃ

মানুষ নাকি ধর্ম

১৮ ই মে, ২০১৯ রাত ১০:০৪

কোথাও সে হিন্দু, কোথাও সে মুসলমান
দুইজনেই নির্যাতিত যেখানে নেই অবস্থান।
সংখ্যাগুরুরা তাদের সংখ্যালঘু বলে,
ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ গড়ে তোলে

যে শিশুটি আজ জন্ম নিল, ধর্ম ছোয়নি তারে
সেই শিশুটিই পৃষ্ঠ হচ্ছে ধর্মীয় জাঁতাকলে

মানুষ এইখানে মানুষ মারে কি?
নাকি ধর্ম মারে মানুষ?
ধর্মই এখানে জয়ী হয়েছে,
বিবেক হয়েছে বেহুশ!

মনুষ্যত্ব আজ বিলুপ্ত হয়েছে,
কল্পলোকের ভিড়ে
স্বর্গের আশায়, উন্মাদ হয়ে
মানুষই মানুষ মারে।

ফিলিস্তিনে মুসলিম মরে, হিন্দু পাকিস্তানে
ক্রুশবিদ্ধ হয়ে ঈশ্বরপুত্র মারা গেল, বুদ্ধ লোকান্তরে.
চারদিকে শুধু বিশ্বাসী আর বিশ্বাসী,
তবুও পৃথিবীটা হল না সুন্দর, দুঃখটা অন্তরে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ রাত ১০:৩০

পথিক প্রত্যয় বলেছেন: মানুষ আগে। ধর্ম এখন অপরাধীদের আশ্রয়স্থল

২৩ শে মে, ২০১৯ রাত ৮:০৯

অভিশুভ বলেছেন: ধন্যবাদ, সুস্পষ্ঠ মতামত প্রদানের জন্য

২| ১৮ ই মে, ২০১৯ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


অদক্ষ মানুষদের সৃষ্টি হচ্ছে ধর্ম

২৩ শে মে, ২০১৯ রাত ৮:১০

অভিশুভ বলেছেন: ধন্যবাদ, সুস্পষ্ঠ মতামত প্রদানের জন্য

৩| ১৯ শে মে, ২০১৯ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আগে মানুষ। তারপর মানবতা। এর পর আর কিচ্ছু নেই।

২৩ শে মে, ২০১৯ রাত ৮:১০

অভিশুভ বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: পাকিস্তানে হিন্দুদের নির্যাতন করা হয় এমন খবর আজও শুনিনি।তবে ভারতে মুসলমানদের প্রচুর অত্যাচার করা হয়,হত্যা করা হয় এটা প্রায়ই পত্রিকায় পড়ি।

আর ধর্ম সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান নেই।ধর্ম সম্পর্কে জানতে হলে আগে ধর্মীয় কিতাব পড়তে হবে।মানুষের অমানবিক কাজ দেখে ধর্মকে দোষারপ করা মূর্খতা কিংবা ধূর্ততা।

২৩ শে মে, ২০১৯ রাত ৮:০৯

অভিশুভ বলেছেন: ধন্যবাদ.
চারদিকে শুধু বিশ্বাসী আর বিশ্বাসী,
তবুও পৃথিবীটা হল না সুন্দর, দুঃখটা অন্তরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.