নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অভিশুভ কম্পিউটার সায়েন্স নিয়ে ঢাকায় একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি আর সেই সাথে টুকটাক প্রযুক্তি,বাংলাদেশের ইতিহাস ও সাম্প্রতিক বিষয় সমুহ নিয়ে লিখছি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি

অভিশুভ

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

অভিশুভ › বিস্তারিত পোস্টঃ

অপ্রকাশিত

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

শত বিপদেও ডাকিনি তোমায়, ভাবিনি তোমায় কভু
ক্ষমাও আমি চাচ্ছিনা, তোমারি নিকটে প্রভু।

আজকে আমি ডাকছি তোমায় মন থেকে এসে
চাঁদনী পসর রাইতে আমায় মরন দিও ডেকে!

যখনি আমার ডাক পড়িবে, জ্যোৎস্না দিও ঢেলে,
চাঁদের আলো থাকবে আমার শেষ যাত্রাপথে।

আলোর পুলক গায়ে দিয়ে ছাড়ব ধরনী
চাইনা আমি স্বর্গে যেতে, স্বর্গ আমার পৃথিবী।

চাইনা আমি পেতে, স্বর্গের সেই সুখ!
আমার মায়ের আঁচলটি দিও, মুছতে আমার মুখ!

দুঃখ পেলে হাতটি দিও, মাথায় আমার দিতে
ছোট্ট বেলার দিনটি দিও, আমার বাবার সাথে!

দুঃখ দিও ভারী ভারী, সুখটা দিও অল্প,
তারই মাঝেই খুজব আমি, স্বর্গ সুখের গল্প!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

অভিশুভ বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাধু চলিত মিশ্রন কেন জানি ভালো লাগে না

সুন্দর লেখা

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

অভিশুভ বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

অভিশুভ বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এসে
ডেকে!

ঢেলে,
পথে।

ধরনী
পৃথিবী।

কেমন যেন ছন্ন ছাড়া মিল !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫০

অভিশুভ বলেছেন: ধন্যবাদ, আপনার সুচিন্তিত মতামতের জন্য। পরবর্তীতে আমি আরো ভাল করার চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.