নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

অভ্র নীল ১

প্রতিবাদ অবিরাম

অভ্র নীল ১ › বিস্তারিত পোস্টঃ

বাংলার হিজাব পড়া মালেকা হামিরা

২৩ শে জুন, ২০১৫ রাত ১০:৪৮

বর্তমান সময়ে দেশে "হিজাব" পড়া নামে নতুন এক ফ্যাশন ট্রেন্ড আসছে। শরীরের যে যে অংশ ঢাকা দরকার সেগুলা উন্মুক্ত থাকবে,যত পাপ যেন ওই চুলের মধ্যে!! এইসব ভন্ডামির মানে কি?? হিজাবধারী মহিলাদের মেক আপও যথারিতি এরাবিয়ান নাইটস এর মালিকা হামিরার মত হয় !!

দুয়েকজন হিজাবধারীকে গল্প করতেও শুনেছি,হিজাব এর সাথে হেভি আই মেক আপ হলে নাকি দারুন হট লাগে!! কেও আমারে মাইরালাস না ক্যারে??

হট লাগাই যদি ইস্যু হয়,নায়লা আপার কাছ থেকে দুইটা হাপ্পেন ধার কইরা আনলেই তো হয়!! ধর্ম নিয়া রসিকতা করার কি দরকার?? দিন কয়েক আগে দেখি ফ্যাশন শো তেও হিজাব প্রদর্শন হচ্ছে!! মডেলরা নাম মাত্র কাপড় পড়া,মাথায় হিজাব!! ভাইয়েরা, আমি খুব লিবারেল মানুষিকতার মানুষ!!কেও উলঙ্গ হয়ে ঘুরলেও আমার কিছু যায় আসে না,কিন্তু ধর্মীয় একটা জিনিস নিয়ে এরকম বেহাইয়াপনা দেখে অনেক অপমানিত লাগে!! মানুষ এতটা স্থুল হয় কেমনে যে,পর্দা করা নিয়েও মশকারী করে??

শুনো হে হিজাবধারী মালেকা হামিরাগণ,হিজাব এর অর্থ পর্দা দ্বারা নিজেকে আবৃত করা,যাতে জনগনের কুদৃষ্টি তোমাদিগের উপরে না পরে!!তোমরা যদি ইহাকে অধিকতর দৃষ্টি আকর্ষণ এর বস্তু হিসেবে ব্যবহার কর তাইলে,ক্যামনে কি..........?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:৫৩

ভয়ংকর বিশু বলেছেন: দুপুর বেলা পার্কে, সিনেমা হলে প্রচুর হিজাবী নারী দেখা যায় ডেটিং করতে।

২৩ শে জুন, ২০১৫ রাত ১১:১৪

অভ্র নীল ১ বলেছেন: সহমত।।।

২| ২৩ শে জুন, ২০১৫ রাত ১১:০৫

সিরাজুলইসলাম বলেছেন: কি আর কইবাম রে ভাই দুন্নাইডা কিমুন যানি বানাইয়া ফালাইছি আমরা। আর দোষ দেই খোদাতালারে!

২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:২২

অভ্র নীল ১ বলেছেন: হুম।।ঠিক বলছেন।।

৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ৩:৪৭

অগ্নিবীণা! বলেছেন: কাকে বুঝাবেন এই কথা!

২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:২২

অভ্র নীল ১ বলেছেন: ঐ যে মালেকা হামিরা যারা তাদের।।।আসলে তারা এসব জিনিস জেনেও না জানার ভান করবে।।।

৪| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার গা জ্বলে এইসব ভন্ডামী দেখলে। যত্তসব। X((

২৫ শে জুন, ২০১৫ ভোর ৪:১৭

অভ্র নীল ১ বলেছেন: হুম।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.