![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অল্প বয়সে বাবাকে হারানোর পর অন্যের বাসায় কাজ করতে হয় তাকে। সেই গৃহকর্মীজীবন কেটেছে নির্মম নির্যাতনে। চুন থেকে পান খসলেই গৃহকর্ত্রী নওরীন জাহান নদী ও তার পরিবারের সদস্যরা চুলের মুঠি ধরে নির্যাতন চালাত। দেওয়া হত গরম খুন্তি-চামচের ছেঁকা। এমন সব ভয়াবহ নির্যাতনের কথা বলেছে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া ৯ বছরের শিশু গৃহকর্মী আদুরী। নওরীন শিশু আদুরীকে হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে নির্যাতন করে। গরম খুন্তি দিয়ে শিশুটির শরীর পুড়িয়ে দেয়া হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের ফুটপাতের একটি ডাস্টবিন থেকে অর্ধমরা ও হাড্ডিসার আদুরীকে উদ্ধার করে পুলিশ। সে পল্লবীর সাগুপ্ততা হাউজিংয়ের ২৯/১ সুলতানা প্যালেসে নদীর বাসায় কাজ করত।
ব্লগে নানান বিষয়ে অনেককে কতই না লেখা লেখি করতে দেখেছি দেখেছি ব্লগের পাতায় একই ঘটনার উপর একাধিক লেখা , কিন্তু আদুরী এক কাজের মেয়ে বলে কি কেও তার পাশে নেই ???
কোন নারী যখন ধর্ষিত হয় তার রঙ্গীন ছবিতে পেপার পত্রিকা ছেয়ে যায় অথচ যে গৃহকত্রি এ জঘন্ন কাজ করেছে তার ছবি কোথাও নেই। নেই কোন আন্দোলনের ডাক নেই কোন কর্মসূচী । কারন একটাই দারিদ্রতা ... . আর একারনেই আদুরীরা সব স্থানে উপেক্ষিত । তারা যেমন উপেক্ষিত এ সমাজে তেমনই ব্লগের পাতায় ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
এ্যরন বলেছেন: অন্তত নদীর ছবি প্রচার করা হোক , আর সামাজিক ভাবে বয়কট করা হোক এ ধরনের মানষিকতাকে
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
এ্যরন বলেছেন: অন্তত নদীর ছবি প্রচার করা হোক , আর সামাজিক ভাবে বয়কট করা হোক এ ধরনের মানষিকতাকে
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
বোকা সোকা বলেছেন: আমার মনে হয় বিষয়টি ঠিক সেরকম না। আমার দিক থেকে বলতে পারি কিই বা করার আছে আমার মত আম পাব্লিকের? যাদের করার কথা তারাও হয়ত যথাযথ করছে না!! তবে অপরাধীকে দিস্টান্ত মুলক শাস্তিই অপরাধ প্রবনতা থামিয়ে দেয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
এ্যরন বলেছেন: আমি এখন পর্যন্ত দেখলামনা কোন সংবাদ মাধ্যমকে গৃহকর্ত্রী নওরীন জাহান নদীর ছবি প্রকাশ করতে ।।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
বাধা মানিনা বলেছেন: নদীর ছবি প্রচার করে লাভ নেই। দেশে বহু মানুষ আছে যারা ন্যায় সংগত কারণে আক্রমনাক্তক ভুমিকা নিতে পারেন। আদুরির যে পরিনতী, নদীকেও ঠিক ঠিক তেমনি ভাবেই নির্যাতন করে রাস্তার পাশে ময়লা রাখার বক্স এ ফেলে তার পর ছবি তুলে পেপার-পত্রিকা-মিডিয়া-ফেইসবুকে প্রকাশ করে দেওয়া উচিত। এতে শুধু নদীর বিচারই হবে না, নদীর মত আরে যারা আছে তারাও সতর্ক হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
এ্যরন বলেছেন: আমার মূল চাওয়া হল নদীর মত আরো যারা আছে তারা সতর্ক করা হোক আর দৃষ্টান্ত মূলক শাস্তি হলেই শুধুমাত্র এটি সম্ভব । আর তার ছবি পেপার-পত্রিকা-মিডিয়া-ফেইসবুকে প্রকাশ করে দেওয়া উচিত এতে অপরাধী সামাজিক ভাবে হেয় হবে ।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
খুবি দুঃখ জনক এবং হতাশা জনক ঘটনা।
এধরণের বিকৃত মস্তিষ্কের (মানব দানব) মানুষের কঠিন শাস্তি চাই।
আদুরীর দ্রুত সুস্থতা কামনা করছি।
ব্লগের কেউকে দোষ দিয়ে লাভ কি? এই যে দেখেন আপনার পোষ্টের মাধ্যমে কত জন পাশে এসে দাঁড়িয়েছে।
আশাকরি আর অনেকেই আসবেন।
মানব দানবদের কঠিন বিচার চাই!!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এ্যরন বলেছেন: মানব রুপী দানবদের কঠিন বিচার চাই!!!!
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
খাটাস বলেছেন: সত্যি ই লজ্জা জনক।
লেখক বলেছেন: অন্তত নদীর ছবি প্রচার করা হোক , আর সামাজিক ভাবে বয়কট করা হোক এ ধরনের মানষিকতাকে ।
স্নিগ্ধ শোভন বলেছেন:
মানব দানবদের কঠিন বিচার চাই!!!!
সহমত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এ্যরন বলেছেন: গরম খুন্তি দিয়ে শিশুটির শরীর পুড়িয়ে দেয়া হয়েছে .. ভাবতে খারাপ লাগে বাংলাদেশে কি আইন বলে কিছুই নেই
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সামাজিকভাবে বয়কটের পাশাপাশি শাস্তি ও নিশ্চিত করতে হবে ! শাস্তিটা হওয়া উচিৎ লজ্জাজনক ! আশা করি কেউ না কেউ আদুরীর পাশে এসে দাঁড়াবে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪
এ্যরন বলেছেন:
সামাজিকভাবে বয়কটের পাশাপাশি শাস্তি ও নিশ্চিত করতে হবে এটাই আসল কথা
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
এম আর ইকবাল বলেছেন: যে পরিবারে তাকে নির্যাতন করা হয়েছে, সে পরিবারের কর্ত্তি একলা কেন দায়ী হবে । পরিবার প্রধান সম্পক্কে কিছু জনলাম না । তিনি যদি পরিবারের সঙ্গে থাকেন (প্রবাসী না হলে) তিনিও দায়ী ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫
এ্যরন বলেছেন:
গৃহকর্ত্রী ও গৃহকর্তা সবার বিচার চায়
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬
এডওয়ার্ড মায়া বলেছেন:
এ ধরণের বিকৃত মস্তিষ্কের (মানব দানব) মানুষের কঠিন শাস্তি চাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
রবিউল ফকির বলেছেন: বিষয়টি আসলে ঠিক তা নয়। আমি হতবম্ভ হয়ে গিয়েছিলাম আধুরীর বিষয়ে কি লিখব ভেবে পাচ্ছিলাম না। এতবএব মন্তব্যে এর বেশী কিছুও লিখতে পারছি না।