![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অল্প বয়সে বাবাকে হারানোর পর অন্যের বাসায় কাজ করতে হয় তাকে। সেই গৃহকর্মীজীবন কেটেছে নির্মম নির্যাতনে। চুন থেকে পান খসলেই গৃহকর্ত্রী নওরীন জাহান নদী ও তার পরিবারের সদস্যরা চুলের মুঠি ধরে নির্যাতন চালাত। দেওয়া হত গরম খুন্তি-চামচের ছেঁকা। এমন সব ভয়াবহ নির্যাতনের কথা বলেছে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া ৯ বছরের শিশু গৃহকর্মী আদুরী। নওরীন শিশু আদুরীকে হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে নির্যাতন করে। গরম খুন্তি দিয়ে শিশুটির শরীর পুড়িয়ে দেয়া হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের ফুটপাতের একটি ডাস্টবিন থেকে অর্ধমরা ও হাড্ডিসার আদুরীকে উদ্ধার করে পুলিশ। সে পল্লবীর সাগুপ্ততা হাউজিংয়ের ২৯/১ সুলতানা প্যালেসে নদীর বাসায় কাজ করত।
ব্লগে নানান বিষয়ে অনেককে কতই না লেখা লেখি করতে দেখেছি দেখেছি ব্লগের পাতায় একই ঘটনার উপর একাধিক লেখা , কিন্তু আদুরী এক কাজের মেয়ে বলে কি কেও তার পাশে নেই ???
কোন নারী যখন ধর্ষিত হয় তার রঙ্গীন ছবিতে পেপার পত্রিকা ছেয়ে যায় অথচ যে গৃহকত্রি এ জঘন্ন কাজ করেছে তার ছবি কোথাও নেই। নেই কোন আন্দোলনের ডাক নেই কোন কর্মসূচী । কারন একটাই দারিদ্রতা ... . আর একারনেই আদুরীরা সব স্থানে উপেক্ষিত । তারা যেমন উপেক্ষিত এ সমাজে তেমনই ব্লগের পাতায় ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৬
এ্যরন বলেছেন: বিচার হওয়া জরুরী
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯
ছাসা ডোনার বলেছেন: এখানেই তো আমাদের মানুষিকতার পার্থক্য! আমরা মুখে বলি একটা আর কাজের বেলায় অন্য। আমাদের কোন অভিভাবক নেই। আমরা এই সমাজের অখাদ্য। হায়রে নিষ্ঠুর সমাজ, কোথায় আছে মায়া, মমতা, আদর সোহাগ, মনুষ্যতা।কোথায় গেলে পাব তোমায়?????????????
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
মাহিরাহি বলেছেন: বিকৃত রুচীর মানুষদের হাত থেকে আল্লাহ এসব অবুঝ শিশুদের হেফাজত করুন।