নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

বাইজেন্টাইন সাম্রাজ্যের আংশিক ইতিহাস

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি উনবিংশ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয় এবং এখন তাই প্রচালিত । আর এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে । এই সাম্রাজ্যের অপর নাম হল পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সম্রাজ্যের পতনের পরের যুগকে বিবেচনা করলে কেবল এই নামটিই কার্যকারিতা লাভ করে । যখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল তখন অনেকেই একে গ্রিকদের সাম্রাজ্য নামে অভিহিত করতেন কারণ এই অঞ্চলে গ্রিক আধিপত্যই সবচেয়ে প্রকট রূপ ধারণ লাভ করেছিল । একই সাথে সেখানে গ্রিক সংস্কৃতি ঐতিযহ্য জনগোষ্ঠী ও মধ্যযুগীয় গ্রিক প্রথার বিস্তার ঘটে ।

মোট কথা এই সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোমান সম্রাজ্য নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায় । ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য প্রাথমিকভাবে রূম নামেই বেশি পরিচিত ছিল । আর মুসলিম ধর্মীয় গ্রন্থ কুরআনেও একে এই নামেই উল্লেখ করা আছে । ঠিক কবে এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয় তার সঠিক কোন প্রমান পাওয়া যায়নি । কারণ বিশেষজ্ঞদের মধ্যেও এ নিয়ে দ্বিমত আছে । আর অনেকের মতেই রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন রাজত্বকাল ৩০৬ থেকে ৩৩৭ খ্রিস্টাব্দে ছিল প্রথম বাইজেন্টাইন সম্রাট । সম্রাট কনস্টান্টিনই ৩৩০ খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজান্টিয়ামে সরিয়ে আনেন ও এই শহরকে কন্সটান্টিনোপল নামে পুনর্গঠিত করেন যার সাথে অনেকে নতুন রোম নামেই বেশি পরিচিত বা অনেকে একে নতুন রোম নামেই অভিহিত করেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


জানা থাকলে ভালো; তবে, এনালাইসিস ক্ষমতা থাকতে হবে, পৃথীবীর রাজনীতি বুঝতে সহজ হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভায়া পাঠ করার জন্য । দোআ করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.