নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

নীল বিদ্রোহের ইতিহাস

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২


নীল বিদ্রোহ মূলত কৃষক আন্দোলন যা নীল চাষিরা শুরু করেন এবং ১৮৫৯ সালে সমগ্র বাংলায় তা ছড়িয়ে ছিটিয়ে পরে । আর এই বিদ্রোহের পিছনে কাজ করে অর্ধ শতাব্দী পূর্বে নীল চাষ আইন প্রণয়ন । ১৮৫৯ সালে নীলচাষীরা নীল গাছের একটি চারা বপন করতে অস্বীকৃতি জানান । অর্ধ শতাব্দী ধরে নৃশংসতার শিকার জনগোষ্ঠীর কাছে কৃষকদের দাবি নাটকীয়ভাবে শক্তিশালী রুপ ধারন করে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই বিদ্রোহ বাংলার প্রধান ধর্মীয় গোষ্ঠীদের সমর্থন লাভে করে । বিশেষত চাঁদপুরের হাজি মোল্লা যিনি ঘোষণা দেন নীলচাষ থেকে ভিক্ষা উত্তম । কৃষকদের এই আন্দোলন সম্পূর্ণই একটি অহিংস প্রতিরোধ ছিল।

১৭৭৭ সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়েছিল এবং লুইস বোনার্ডকে প্রথম নীলকর মনে করা হতো । উনিশ শতকের প্রথম ভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে সেখানকার বস্ত্র শিল্পে নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় । বাংলায় ব্রিটিশ ক্ষমতা সম্প্রসারণের সাথে সাথে নীল চাষের এলাকা বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এলাকায় বিস্তৃত করে । নীলকররা কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল বুনতে বাধ্য করতো । নীল ছাড়া অন্য কোনো শস্য উৎপাদন করতে দিতেন না । দাদনের টাকা নেওয়ার সময় শর্তসাপেক্ষে চুক্তিপত্রে টিপ সই দিতে হতো আর চুক্তি অনুযায়ী কাজ না করলে চাষির ওপর চালানো হতো অকথ্য অত্যাচার । ১৮৩০ খ্রিস্টাব্দে সরকার এক আইন জারি করেছিল যাতে নীলকররা আরও শক্তিশালী এবং আরও বেপরোয়া হয়ে ওঠেন । নীল চাষ করতে না চাইলে কৃষকদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো । যেসব কৃষক অত্যাচারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন তাদের ভিটেমাটিতে নীল চাষ করা হতো । কারও কারও গৃহ বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হতো । প্রতিটি নীলকুঠিতে ছিল কয়েদখানা । অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় নীল চাষের বিরুদ্ধে চাষীরা ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং চারদিকে দেখা দিয়েছিল বিদ্রোহের সুত্রপাত ঘটে।[৩] মধ্যবিত্ত সমাজ কৃষকদের আকুন্ঠ সমর্থন দিয়েছিল। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তার সংবাদপত্র দি হিন্দু প্যাট্রিয়ট-এ গরীব কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। এরপর, দীনবন্ধু মিত্র নিবন্ধ পাঠ করেন এবং নীল দর্পণ নাটকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন । নাটকটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করে ।

তৎকালীন নদীয়া বর্তমানে বাংলাদেশের যশোর জেলায় চৌগাছায় সর্বপ্রথম বিদ্রোহ দেখা দেয় বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্ভর বিশ্বাসের নেতৃত্বে । বিদ্রোহ দ্রুত বর্ধমান বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদ পাবনা ও খুলনায় ছড়িয়ে পড়ে । কিছু নীলকরের বিচার করা হয় এবং ফাঁসি দেওয়া হয় । কৃষকরা বহু নীলকুঠি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেন । নীলকরদের মাল বহনের যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যায় । সশস্ত্র কৃষকরা সরকারি অফিস স্থানীয় ম্যাজিস্ট্রেটের কোট কাচারি প্রভৃতির ওপর আক্রমণ চালায় । এই বিদ্রোহে হিন্দু মুসলমান কৃষকরা ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যোগ দিয়েছিলেন । নীল বিদ্রোহ কঠোরভাবে দমন করা হয় । ব্রিটিশ সরকারের ও কিছু জমিদারের সমর্থন নিয়ে পুলিশ এবং সামরিক বাহিনীর দিয়ে কিছু কৃষকের উপর অত্যাচার করা হয় । যদিও এই বিদ্রোহ ব্যাপক জনপ্রিয়তা পায় যাতে প্রায় পুরা বাংলা জড়িয়ে পড়ে । নদীয়ার বিশ্বাস ভাতৃদ্বয়, পাবনার কাদের মোল্লা, মালদার রফিক মণ্ডল জনপ্রিয় নেতা ছিলেন ।

ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগলএর বর্ণনা মতে কৃষকদের নীল বিদ্রোহের অহিংস আন্দোলন সিপাহী বিদ্রোহের চেয়ে বেশী সফল হয়েছিল । বিদ্রোহের ঘটনার খবর ইংল্যান্ডে পৌঁছে যায় । এবং এটি নিয়ে পার্লামেন্টে প্রকাশিত হওয়ার দরুন চাঞ্চল্য সৃষ্টি করে । ব্রিরিশ পার্লামেন্ট কৃষকদের দুরবস্থার বিষয় নিয়ে ইংরেজ শাসকদের কাছে কৈফিয়ত তলব করে এবং বিদ্রোহ ও অসন্তোষের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেন । কমিটি সবকিছু তদন্ত করে নীল গাছের দাম বাড়িয়ে দেয় আর তাতে লাভের পরিমান কমে গেলে নীলকররা কারখানাগুলো বিক্রয় করতে বাধ্য হন । ১৮৯৫ খ্রিস্টাব্দে নীলের উৎপাদন কমে যাওয়ায় নীলকররা এই বাবস্যা বন্ধ করে দেন ।

দীনবন্ধু মিত্র ১৮৫৯ সালে নীল বিদ্রোহ নিয়ে নীল দর্পণ নাটক রচনা করেন । মাইকেল মধুসূদন দত্ত এটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন এবং এটি প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং । এটা ইংল্যান্ডে অনেক মনোযোগ আকৃষ্ট করে যেখানে তাদের দেশের মানুষের বর্বরতার তারা স্তব্ধ হয়ে যায় । ব্রিটিশ সরকার পরিহাসের বিচারের মাধ্যমে রেভারেন্ড লং- কে কারাদন্ড ও জরিমানার শাস্তি দেওয়া হয় । কালীপ্রসন্ন সিংহ তার জরিমানার টাকা পরিশোধ করেন ।

তথ্য ইন্টারনেট ।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন পর আবার ইতিহাস মনে করিয়ে দিলেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

লেখোয়াড়. বলেছেন:
ইতিহাস কথা বলে। শেয়ারিং এর জন্য ধন্যবাদ।
এগুলো নিয়ে বেশি বেশি লেখার দরকার।

অাজকের প্রজন্মের জন্য।

ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
দোআ করবেন যাতে এরকম লেখা লেখতে পারি তা সমাজের কাজে লাগে ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার বর্ননা ভাল লেগেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

আহলান বলেছেন: পরিহাসের বিচারই বটে ...

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: হুম হয়ত ঠিকি ধরছেন ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঐতিহাসিক বিষয়ের সংক্ষিপ্ত উপস্থাপন , তবে প্রায় সব কিছুই চলে এসেছে ।
ব্রিটিশ সরকার পরিহাসের বিচারের মাধ্যমে রেভারেন্ড লং- কে কারাদন্ড ও জরিমানার শাস্তি দেওয়া হয় । কালীপ্রসন্ন সিংহ তার জরিমানার টাকা পরিশোধ করেন ।
এই অংশ টুকু আগে জানা ছিল না ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো এবং গোছানো পোস্ট। ++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই । শুভকামনা রইলো ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
শুভকামনা থাকলো ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

রাতুল_শাহ বলেছেন: নীল দর্পণ নাটক পড়তে গিয়ে আর পড়া হয় নি।

সুন্দর পোষ্ট , অনেক কিছু জানলাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই শুভকামনা থকলো ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

গেম চেঞ্জার বলেছেন: নীল দর্পন ক্লাস সিক্স সেভেনে থাকতে পড়া হয়েছিল। ঐখানে নালায়েক (নতুন হিসেবে) শব্দটা শিখেছিলাম। আপনার লেখাটা ভালো লাগলো। গোছানো লিখা।

তবে এতোটা সংক্ষিপ্ত আশা করিনি........

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই হুম একটু সংক্ষিপ্তয়ই দিলাম ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ইতিহাস । শেয়ারে অনেক ধন্যবাদ ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । শুভেচ্ছা নিবেন ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারণ ইতিহাসের অনেক কিছু জানা হল । পোস্টের জন্য অনেক ধন্যবাদ ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

সুপান্থ সুরাহী বলেছেন: তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ পোস্ট।
শুভেচ্ছা। ভাল লাগা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫

প্রামানিক বলেছেন: ব্রিটিশ সরকার পরিহাসের বিচারের মাধ্যমে রেভারেন্ড লং- কে কারাদন্ড ও জরিমানার শাস্তি দেওয়া হয় । কালীপ্রসন্ন সিংহ তার জরিমানার টাকা পরিশোধ করেন ।

নীল সম্পর্কে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

রমিত বলেছেন: '৪৭ পূর্ব ইতিহাস আমাদের ভুলিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ ইতিহাসের ইতিহাসের ঐ পার্টটাও অনেক গুরুত্বপূর্ণ।
সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রমিত ভাই ।
ইতিহাস আপনাদের কাছেও কিন্তু ভাই আমাদের অনেক শিখার আছে । শুভকামনা থাকলো ।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

মাকড়সাঁ বলেছেন: অসাধারন শেয়ারিং এর জন্য ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্ট পাঠ ও মন্তব্যে অনুপেরনা দেয়াতে অনেক ধন্যবাদ ভাই ।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পোস্টে ঢুকে হতাশ হইছি। আরো বিস্তারিত আশা করছিলাম।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আসলে আন্তরিক ভাবে দুঃখীত ভাই । খুব সংক্ষিপ্ত সময়ে পোস্ট টা লিখেছি তাই একটু ছোট হয়ে গেছে । আশা করছি এর পর থেকে
এমন ভুল হবে না ।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

অগ্নি সারথি বলেছেন: বেশ সুন্দর, সংক্ষিপ্ত এবং সহজবোধ্য নীল ইতিহাস। ভাললাগা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: খুবই অনুপারিত হোলাম অগ্নি সারথি ভাই আপনাদের সকলের কমেন্ট পেয়ে ।অশেষ শুভকামনা রইলো ।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

মুর্দা ফকির বলেছেন: পুরানা ইতিহাস নতুন করে জানলাম ।।। ধন্যবাদ ।।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

কবির ইয়াহু বলেছেন: তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ পোস্ট।
ভালো লাগলো।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.