![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অবিশ্বাস্য থিম পার্কটি রোমানিয়ার লবণ খনিতে ১৩৭ ফুট মাটির নিচে তৈরি করা হয়েছে।
আকর্ষণীয় এ পার্কে প্রতি বছর প্রায় ৬ লক্ষ থেকে ৮লক্ষ পযন্ত দর্শক ভিড় করেন। রোমানিয়া রুডলফ খনিতে আরো আছে বোলিং খেলার ব্যবস্থা এবং ১৮০ আসনের একটি অ্যাম্পিথিয়েটার হোম। এলিভেটর ও সিঁড়ি ব্যবহার করে এই গোলকধাঁধার মধ্যে নামতে হয়।
মাটির নিচের থিম পার্কটির নাম সেলিনা টুরডা। পার্কটি সম্পূর্ণ মাটির নিচে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থিত।
আগে এটা একটি লবন খনি ছিলো। এখন এটি বৃক্ষহীন রাতের আলোয় উজ্জ্বল এক অন্যরকম পার্ক।
থিম পার্কে একটি বড় নাগরদোলা মিনি গলফ এবং নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর জন্য সুব্যবস্থা রয়েছে।
বিশ্ব বিখ্যাত ডিজনি থিম পার্কের নাম নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে। সেখানেও আছে কিছু অবিশ্বাস্য রাইড। কিন্তু এখানেও আছে সব বিশ্বাস্য রাইড তবে ওগুলো অবিশ্বাস্য এক জায়গায়।
এটি মূলত ছিল একটি লবন খনি ।আর এ লবন খনিটিকে ডাকা হয় রুডলফ খনি হিসেবে। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে সেলিনা টুরডা রাখা হয়। এখন অবশ্য উভয় নামেই লবন খনিটি পরিচিত। লবন খনিটি ১৯৯২ সালে পর্যটক কেন্দ্রে রুপান্তরিত করা হয়।
লবণ খনির গভীরতম অংশটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ ফুট নিচে। সেখানে একটি নাগরদোলা স্থাপন করা হয়েছে। রুডলফ খনি এখন প্রাণবন্ত পর্যটক হটস্পট যেখানে বছরে ৬ লক্ষ দর্শক থেকে প্রায় ৮ লক্ষ দর্শক ঘুরতে আসছেন।
এখম রোমানিয়ার রুডলফ খনিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার এক দারুণ জায়গা হয়েছে এই খনিটি। খনির গোলকধাঁধার মতো সুড়ঙ্গ রোমাঞ্চপ্রিয় ব্যক্তিদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে এখানে থাকা মাইক্রো জলবায়ু বিশেষত শ্বাসযন্ত্রের সমস্যা আছে এমন ব্যক্তিদের জন্য ঔষধ হিসেবে কাজ করবে। এখানে ১২ ডিগ্রী ধ্রুবক তাপমাত্রা বজায় থাকে সবসময়।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
রেইড ইন স্কাই বলেছেন: দারুণ ব্যাপার।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০
ব্লগ সার্চম্যান বলেছেন: শুভকামনা থাকল ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
আমি এ আর বলছি বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: শুধু লেখিই নাই ভাই দু একটির ছবিও দিয়েছি । ধন্যবাদ ভালো থাকবেন ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইউনিক আইডয়া
দারুন জিনিষ দেখালেন। ধন্যবাদ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই । শুভকামনা রইল ।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন..........
ধন্যবাদ,ভাল থাকুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই শুভকামনা রইল ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
অরূপ সরকার বলেছেন: দারুণ জিনিস দেখলাম জানলাম। ভাললাগলো।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ অরূপ সরকার ভাই শুভকামনা থাকল ।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
জিমার পেঙ্গুইন বলেছেন: দারুণ তো!
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।ভালো থাকবেন ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
সুমন কর বলেছেন: চমৎকার বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
নাজিম মাহফুজ বলেছেন: দারুন কিছু দেখলাম ও জানলাম। ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
রাবার বলেছেন: কি দেখাইলেন ভাই
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই। সামনে আরো অনেক কিছু দেখার আছে ।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
বিজন রয় বলেছেন: দারুন।
+++
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
ঝালমুড়ি আলা বলেছেন: দারুন। +++
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭
কালের সময় বলেছেন: অসাধারণ ভালো ।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অজানা একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র'র সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। +++
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
আমি মিন্টু বলেছেন: দারুন। +++
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুন জিনিস দেখালেন ভাই!