নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

১৯৬৪ সালের পূর্ব-পাকিস্তানের দাঙ্গা এর সংক্ষিপ্ত ইতিহাস

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১


তৎকালীন পূর্ব-পাকিস্তান বা পূর্ববাংলার যা বর্তমান আমাদের বাংলাদেশ বাঙ্গালী হিন্দুদেরকে জাতিগতভাবে নির্মূল করার জন্য তাদের উপর চালানো এক নিষ্ঠুর অমানবিক গনহত্যাকে ১৯৬৪ সালের পূর্ব-পাকিস্তানের দাঙ্গা নাম দেয়া হয়েছে।ভারতের জম্মু এবং কাশ্মীরে অবস্থিত হজরতবাল নামক তীর্থক্ষেত্রে নবী হজরত মুহাম্মদের(সঃ) সংরক্ষিত মাথার চুল চুরি করা হয়েছে এই সংবাদ ছড়ানোর মাধ্যমে পূর্ব-বাংলায় বাঙ্গালীহিন্দু হত্যার সূচনা করা হয়।সেই গনহত্যার একটি বিশেষ লক্ষণীয় দিক হল-ঢাকার এবং পূর্ব-বাংলার অন্যান্য শহরাঞ্চলের যে সব নির্দিষ্ট এলাকাতে হিন্দু জনগোষ্ঠী বসবাস করে সেখানে হত্যাযজ্ঞ চালানো এবং হিন্দু মালিকানাধীন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা।ফলশ্রুতিতে আরও একবার বাঙ্গালীহিন্দু শরণার্থীদের ঢেউ আছড়ে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের উপর।এই আশ্রয়প্রার্থী পীড়িত-নির্যাতিত হিন্দু শরণার্থীরা ভারতের জাতীয় সমস্যা হিসেবে আবির্ভূত হয়।ভারত সরকার পূর্ববাংলার এই নিপীড়িত হিন্দুদেরকে মধ্যপ্রদেশের দণ্ডকারণ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে।

১৯৬৩ সালের ২৭শে ডিসেম্বরে ভারতের শ্রীনগরে অবস্থিত হজরতবাল দরগাশরীফে সংরক্ষিত নবী হজরত মুহাম্মদের(সঃ) মাথার চুল চুরি হয়ে যায়।সেজন্য ভারতের জম্মু ও কাশ্মীরে ব্যপক বিক্ষোভ সংগঠিত হয়।আব্দুল হাই নামে ইসলামিক বোর্ডের উপদেষ্টা কমিটির একজন সদস্য পূর্ব-পাকিস্তানের সকল হিন্দু এবং অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের ডাক দেয়।ইসলামাবাদে ফেরার প্রাক্বালে ঢাকা বিমানবন্দরে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ঘোষণা করেন যে হজরতবাল ঘটনার কারণে পাকিস্তানের মুসলিমরা কোন ধরনের প্রতিক্রিয়া দেখালে তার কোন দায় নেই।পাকিস্তান কনভেনশন মুসলিম লীগ ১৯৬৪ সালের ৩ জানুয়ারী কে ‘কাশ্মীর দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৬৪ সালের ৪ জানুয়ারিতে হারিয়ে যাওয়া চুল খুঁজে পাওয়া গেলেও পরেরদিনই পাকিস্তান রেডিও থেকে ওই ঘটনাকে মিথ্যা বলে প্রচার করা হয়। সে ঘটনার সূত্র ধরে খুলনা,ঢাকা,নারায়ণগঞ্জ,ঢাকা জেলা,রাজশাহী,সিলেট ও ময়মনসিংহ হত্যাযজ্ঞ চালানো হয়।হিন্দুজনগোষ্ঠীর উপর দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেন পাকিস্তান ততকালিন সরকার।বাঙ্গালী হিন্দুদের পূর্ববঙ্গ ত্যাগ,আদিবাসীদের উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

মামুন ইসলাম বলেছেন: |-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। শুভ সকাল।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

শামছুল ইসলাম বলেছেন: দুঃখজনক !!!

ভাল থাকুন । সবসময় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.