নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সেই গণতন্ত্র কোথায় ?

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯


গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের অথবা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা ও প্রণয়ন এবং তৈরীর ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহনের সমান সু্যোগ থাকে বা আছে, যা সরাসরি অথবা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। যদিও শব্দটি সাধারণভাবে একটি রাজনৈতিক রাষ্ট্রের ক্ষেত্রেই প্রয়োগ করা হয় তবে অন্যান্য সংস্থা বা সংগঠনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যেমনঃ বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন,রাষ্ট্র,মালিকানাধীন প্রতিষ্ঠান ইত্যাদি।গণতন্ত্র অথবা ডেমোক্রেসী শব্দটি এসেছে গ্রীক শব্দ δημοκρατία ডেমোক্রেসিয়া থেকে যার অর্থ জনগণের শাসন শব্দটির উৎপত্তি δῆμος ডেমোস জনগণ এবং κράτος ক্রাটোস ক্ষমতা থেকে। খ্রিষ্টপূর্ব ৫ম শতকে এথেন্স এবং অন্যান্য নগর রাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাতে শব্দটির প্রথম ব্যবহার হয়। প্রায় আড়াই হাজার বছর আগে ক্লিসথেনিসের নতুন ধরনের সরকার চালু হয় এবং সেই সংগে বিশ্বের প্রথম গণতন্ত্র সৃষ্টি হয় গ্রিসের ছোট একটি শহর রাষ্ট্র এথেন্সে। সেই শহর রাষ্ট্রটি ছিলো এথেন্স শহর এবং তার আশপাশের গ্রামাঞ্চল নিয়ে গঠিত। রাষ্ট্রব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন উপজাতির মধ্য থেকে নেতাদের বেছে নেয়ার যে সনাতনী রীতি চালু ছিলো ক্লিসথেনিস তার অবসান ঘটান। তার বদলে তিনি মানুষের নতুন জোট তৈরি করেন এবং প্রতিটি জোটকে ডিময় Demoi অথবা প্যারিশ Parish এ বিভক্ত করেন। প্রতিটি মুক্ত নাগরিককে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার সময়ে শহর রাষ্ট্রের সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণের অধিকার দেওয়া হয়। সাধারণভাবে সেই ঘটনাকেই গণতন্ত্রের প্রথম উন্মেষরূপে গণ্য করা হয় যার পরে নাম হয় ডেমক্রেশিয়া Democratia যার অর্থ হচ্ছে জনগণের demos শক্তি Kratos।বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে। খ্রিস্টপূর্ব ৪২২ সালে Clean ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে That shall be the democratic which shall be the people, for the people. অনেক পরে আব্রাহাম লিঙ্কনও প্রায় একই রকম কথা বলেছেন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সে গণতন্ত্র এখন হারিয়ে গেছে রাজনৈতিক দলগুলোর একচেটিয়া মনোভাবের ফলে।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: সে গণতন্ত্র এখন হারিয়ে গেছে রাজনৈতিক দলগুলোর একচেটিয়া মনোভাবের ফলে।
হারিয়ে যায়নি ফয়েজ ভাই । হারিয়ে ফেলেছি।

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬

আবু মুছা আল আজাদ বলেছেন: আমাদের প্রকৃত রোগ যা তা হল গণতন্ত্র। Alexander Hamilton

স্বরণ করুন গনতন্ত্র বেশীদিন স্থায়ী হয় না। অতি শীঘ্রই এটি নষ্ট ও শেষ হয়ে যায় এবং নিজেই নিজেকে মার্ডার করে। এমন গনতন্ত্র কখনো ছিল না সুইসাইড করেনি। John Adams

গণতন্ত্র অচিরেই নৈরাজ্যবাদ পরিণত হবে। এমন নৈরাজ্য্ তৈরী হবে যে যেখানে প্রতিটি মানুষই দৃষ্টিতে যা রাইট মনে হবে তাই করবে এবং কোন মানুষের সম্পদ, সুনাম, স্বাধীনতা কোন কিছুই নিরাপদ থাকবে না ( no man's life or property or reputation or liberty will be secure)। এবং এ দৃষ্টিভঙ্গি অচিরেই এমন পর্যায়ে পৌছবে যে, তা মানুষে নৈতিক গুনাবলি ও বুদ্ধিবৃত্তির স্থানে জায়গা করে নিবে। সম্পদ, সৌন্দর্য,প্রজ্ঞা এবং বিজ্ঞান এর সকল শক্তিই অযাচিত ও খেয়ালী উদ্দেশ্য আনন্দের জন্য হবে। John Adams

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি যা বললেন সেটা সত্য হলে,আর তাহলে গণতন্ত্র নামক শব্দটি কারই প্রয়োজন নেই ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই আমি তো কিছুই বলিনি বরং বিভিন্ন বিখ্যাতদের উক্তি লেখেছি মাত্র

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।আবার এসে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা গণতন্ত্রা রক্ষা করি কোন রকমে কিন্তু চর্চা করি না...

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা কিন্তু যুক্তিসংঘ কথা বলছেন।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কি লাভ?
গনতন্ত্র সফল হবেনা।
কারন দুর্ভাগ্যজনক ভাবে দেশের প্রধান বিরোধী দল (বিএনপি-জামাত) সমর্থকরা ৭১’ ইস্যুকে ধারন করে না, বরং বিরোধীতা করে। জাতীয় পতাকা জাতীয় সংগিত পছন্দ করে না, বলে হিন্দুয়ানি, একাত্তরে নিহতের সংখা ৮০% কমিয়ে বলে। ক্ষমতায় গেলে ১০০% কমবে।

২০০৮ এ একটা নির্বাচন হয়েছিল।
স্মরন কালের সবচেয়ে সবচেয়ে সচ্ছ, উৎসবমুখর, সফল একটি নির্বাচন।
একমাত্র এই সাধারন নির্বাচনে একটি সঠিক ভোটার তালিকায় সবাই নিজ ইচ্ছায় ভোট দিতে পেরেছিল।
সেই নির্বাচনেই আধিকাংশ তরুন ’৭১’ চেতনা ধারন করে রায় দিয়েছিল, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছিল ’৭১’ ইস্যু ধারনকারি স্বাধীনতা পক্ষ।
সেটাই বাংলার ইতিহাসে একমাত্র ভেরিফাইড জনমত বলা যায়।
আর কখনো এত চমৎকার নির্বাচন আপনার জীবদ্যসায় এরুপ নির্বাচন দেখে যেতে পারবেন বলে মনে হয় না।

এই সুন্দর নির্বাচনের পরও বিএনপি-জামাত বিরোধী দল একদিনের জন্যও সংসদে যায় নি (ভাতাপ্রাপ্তি টিকিয়ে রাখার জন্য বছরে ২-১ দিন হাজিরা বাদে)
এখন গনতন্ত্রের জন্য কেঁদে কি লাভ।

গনতন্ত্র সফল হবে যখন সকল ভোটার মুক্তিযুদ্ধ বিজয়ী স্বাধীনতা পক্ষের ৭১’ চেতনা ধারন করবে।
বাকি দেশ বিরোধীদের ভোটাধিকার হরন করতে হবে।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: দেশের যে অবস্থা আপনি একবার শুধু রাস্তায় নেমে সরকার বিরোধী কিছু বলে দেখেন আপনার কি হয় অবস্থা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.