![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্চ ১৯৭২ থেকে মার্চ ১৯৭৬ পর্যন্ত পাকিস্তানের সেনা বাহিনীর প্রধান ছিলেন এই টিক্কা চাক্কা খান।টিক্কা খান ভারতীয় সামরিক একাডেমি দেরাদুন থেকে ১৯৩৯ সালে কমিশন লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে বার্মা ও ভারতের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে সক্রিয় হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দুই বছরেরও অধিক সময় টিক্কা খান যুদ্ধবন্দী থাকার পর পলায়নে সক্ষম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিক্কা খান দেরাদুনে সামরিক একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। ভারত বিভাগের সময় মেজর পদে টিক্কা খান পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে। ১৯৬৯ সালে সে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়।
১৯৭০ সালে নিষ্ঠুরতার সাথে বালুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালনার জন্য বালুচিস্তানের কসাই, হিসেবে টিক্কা খান কুখ্যাতি অর্জন করে।টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বালুচিস্তানের মত নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানী সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করে, যেজন্য তাকে বাংলার কসাই বলা হয়।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:২৭
লেখা পাগলা বলেছেন: এই সে কুকুর ।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
৩| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন বিষয় জানলাম।
ধন্যবাদ
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:২০
ব্লগ সার্চম্যান বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
৪| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো শেয়ার তথ্যবহুল পোস্ট ।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:২০
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
টিক্কা খান এক হায়েনার নাম! এই নরপশুদের আমরা হারিয়েছি ভাবতেই বুক চওড়া হয়ে যায়!
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৫৪
পোটলা ভরা জল বলেছেন: কুকুর নাম দিয়ে অার সম্মানিত করবেন না
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:২৪
মামুন ইসলাম বলেছেন: এই প্রথম একে চিনলাম ।