![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত দাউদ (আঃ) ছিলেন একজন ইসিরায়েল রাজতন্ত্রের দ্বিতীয় রাজা এবং তিনি যীশুর পুর্বপুরুষ ইয়াকুব (আঃ) এর পুত্র, ইয়াহুদার বংশধর । তার পিতার নাম ইশি। অনেক পুত্র সন্তানের মধ্যে দাউদ ছিলেন পিতার কনিষ্ঠ সন্তান।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন
আল্লাহ দাউদকে বাদশাহী এবং নবুয়ত দান করলেন এবং তিনি যা চেয়েছেন তা শিক্ষা দিয়েছেন। (সূরা বাকারা)
হে দাউদ ! আমি আপনাকে পৃথিবীর বুকে খলীফা নির্ধারণ করেছি। (সূরা ছোয়াদ)
আমি দাউদ ও সুলায়মান প্রত্যেককে রাজত্ব ও জ্ঞান দান করেছি। (সূরা আম্বিয়া)
বিশেষ গুণাবলী
বোখারী শরীফে আছে যাবুর কিতাব জনাব দাউদ ( আঃ) অতিদ্রুত তেলাওয়াত বা আবৃত্তি করতে পারতেন। এমনকি তিনি ঘোড়ার পিঠের গদী বাঁধতে যতটুকু সময় লাগতো, সেসময়ের মধ্যেই যাবুর আবৃত্তি করে শেষ করতে পারতেন।
সূরা আম্বিয়া ৭১ নম্বর আয়াতে আল্লাহ এই বর্ণনা দিয়েছেন
আল্লাহপাক পাহাড়-পর্বত ও পশু-পাখিকে দাউদের (আঃ) অনুগত করে দিয়েছিলেন। তারা তার সাথে তসবিহ পাঠ করতো বা ঈশ্বরের স্মরণসূচক আবৃত্তি করতো। বৃক্ষ, পাথর এবং শিলাখন্ড থেকেও তাসবিহ ধ্বনিত হতো।
সূরা সাবায় বর্ণনা করা হয়
এবং আমি দাউদকে আমার তরফ থেকে মর্যাদা দিয়েছি। আর আমি আদেশ করেছি যে, হে পাহাড় ও পক্ষীকূল! তোমরা দাউদের সাথে মিলে তাসবিহ পাঠ ও পবিত্রতা বর্ণনা কর।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহু দয়াময় আমাদের সহায় হবেন ।
২| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬
বাকোশপোলের কালাম বলেছেন: অজানা জানা হল।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
বারিধারা বলেছেন: যাবুর কিতাব জনাব দাউদ ( আঃ) অতিদ্রুত তেলাওয়াত বা আবৃত্তি করতে পারতেন। এমনকি তিনি ঘোড়ার পিঠের গদী বাঁধতে যতটুকু সময় লাগতো, সেসময়ের মধ্যেই যাবুর আবৃত্তি করে শেষ করতে পারতে
মনে মনে পড়লে এক মিনিটে পুরা কুরআন খতম করা যায়। দাউদ (আ) এর বিশেষত্ব কি?
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ! এখানে কি কোথাও মনে মনে পড়ার কথা বলা হয়েছে ?
৪| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর লিখেছেন।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
৫| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩
নাবিক সিনবাদ বলেছেন: ভালো পোস্ট
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সিনবাদ ভাই । অনেকদিন পরে আপনাকে দেখলাম ।
৬| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
পাখী ও পাহাড়ের তসবীগুলো কি ধরণের, কিসের থেকে তৈরি? কোন কোন পাহাড় ও পাখী তসবিহ তৈরি করতে পারতেন?
২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি কি দেখেন নাই মসজিদে শত শত লোকের জিকির ।
৭| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " আপনি কি দেখেন নাই মসজিদে শত শত লোকের জিকির ।"
-তুরাগ নদীর তীরে আমি লাখ লাখ মানুষের জিকির দেখেছি; কিন্তু পাখী ও পাহাড়ের তসবিহটা কি রকম, আপনার কোন ধারণা?
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: চাঁদগাজী ভাই আপনার বিশ্বাসে গড়মিল আছে এবং নয়ত লেগেছে ।
৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর পোস্ট ।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
৯| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৩:১১
ব্লগ মাস্টার বলেছেন: এবারও ভালো পোস্ট দিয়েছেন ভাই ।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মাস্টার ভাই ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮
রিএ্যাক্ট বিডি বলেছেন: আমিন