![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসুল হলেন আল্লাহু প্রেরিত বার্তাবাহক ব্যক্তিত্ব। রাসূল বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা আল্লাহুর কাছ থেকে কিতাব বা পুস্তক প্রাপ্ত হয়েছেন। হাদিস সহ অন্যান্য ইসলামী বইয়ে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথাও বলা হয়েছে। তবে তাদের মাঝে সকলে কিতাব প্রাপ্ত হননি। যারা কিতাব প্রাপ্ত হয়েছেন তারাই শুধু রাসূলের খেতাব পেয়েছেন।এক কথায় আমাদের মনে রাখতে হবে সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নয়। কোরআন অনুযায়ী আল্লাহু পৃথিবীতে মানবজাতির আগমন শুরু অর্থাৎ হযরত আদম (আঃ) থেকে শুরু করে মানবজাতির নিকট বহু নবী রাসুল,’আনবিয়া, একবচন নাবী প্রেরণ করেছেন।
তাদের মধ্যে পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে ।আর পবিত্র কুরআনে তাদের মধ্যে চার জনকে রাসূল হিসাবে উল্লেখ করা হয়েছে ।
হযরত দাউদ (আঃ),
হযরত মুসা (আঃ) ,
হযরত ঈসা (আঃ),
হযরত মুহাম্মাদ (সঃ)।
আর সকল নবী ও রাসূলের মাঝে শ্রেষ্ঠ রাসূল এবং শেষ নবী হলেন হযরত মুহাম্মদ (সাঃ) ।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ ভাই। আগে বিষয়টি মাথায় আসে নাই । পরে এ নিয়ে পোস্ট দেয়ার চেষ্টা করবো ।
২| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার জানা হল ।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
জেকলেট বলেছেন: @নাবিক সিন্দাবাদ: যারা ছোট কিতাব বা সহিফা পেয়েছেন তারাও রাসূল।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ কিন্ত সেটা কিভাবে ?
৪| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮
আমি চির-দুরন্ত বলেছেন: নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হ’ল, আল্লাহ তা‘আলা যাকে নতুন শরী‘আত দিয়ে তাঁর সম্প্রদায়ের নিকট পাঠান তাঁকে রাসূল বলা হয়। আর যাকে নতুন শরী‘আত না দিয়ে পূর্বের রাসূলের শরী‘আতই প্রচারের দায়িত্ব দিয়ে পাঠান তাঁকে নবী বলা হয়(আলোচনা দ্রঃ সিলসিলা ছহীহাহ হা/২৬৬৮, ৬/১৬৭ পৃঃ)। প্রত্যেক নবী রাসূল নন। তবে প্রত্যেক রাসূলই নবী।
নবী ও রাসূলের সংখ্যা বিষয়ে আল্লাহ তা‘আলা বলেন, আমি আপনার নিকট ইতিপূর্বে বহু রাসূলের কথা বর্ণনা করেছি এবং অনেক রাসূলের কথা আপনাকে বলিনি (নিসা ১৬৪)। তবে একটি প্রশ্নের জবাবে রাসূল (ছাঃ) বলেন, নবীগণের সংখ্যা হল, ১,২৪,০০০। তার মধ্যে ৩১৩ জন, অন্য বর্ণনায় ৩১৫ জন রাসূল (আহমাদ, সনদ হাসান, আলোচনা দ্রঃ সিলসিলা ছহীহাহ হা/২৬৬৮; ফাৎহুলবারী ১০/১০৪; মিশকাত হা/৫৭৩৭)। চারজন রাসূলের উপর চারটি প্রধান কিতাব নাযিল হয়েছে। মূসা (আঃ)-এর উপরে ‘তাওরাত’, দাঊদ (আঃ)-এর উপরে ‘যাবূর’, ঈসা (আঃ)-এর উপরে ‘ইনজীল’ এবং মুহাম্মাদ (ছাঃ)-এর উপরে ‘কুরআন’। কোন কোন নবী ও রাসূলের উপর ছহীফা (পুস্তিকা) আকারে কিতাব নাযিল হয়েছে (আ‘লা ১৯)।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর একটা মন্তব্য করেছেন ।ধন্যবাদ আপনাকে ।
৫| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৭
নতুন বিচারক বলেছেন: পোস্টে ভালো লাগা থাকল ।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
৬| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২২
জেকলেট বলেছেন: আমি চির দুরন্ত সুন্দর আনছার দিয়েছেন। আশা করি উত্তর পেয়েছেন
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: যারা ছোট কিতাব বা ছহিফা প্রাপ্ত হয়েছিলেন, তাঁরা কেন রাসূল নন? বলতে পারেন?