নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী!!

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০১

সবাইকে একটু সহনশীল হবার অনুরোধ জানাচ্ছি।

আমাদের রাজনৈতিক কালচারে সব দলের সবারই চরিত্র কিন্তু প্রায় একই রকম। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মুদ্রার এপিঠ - ওপিঠ। আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে একমত ছিলাম ও থাকব। কিন্তু এই থেকে কেউ যেন কোন রকম সুযোগ না নিতে পারে তা লক্ষ রাখা বিশেষ ভাবে প্রয়োজন।

প্রধান মন্ত্রী ১৭ জুলাইতে জাতীর উদ্দেশ্যে যে ভাষন দিয়েছিলেন তা যদি সঠিক ভাবে অনুসরন করতেন তা হলে এই অবস্থার উদ্ভব হতো না। কিন্তু আমরা কি দেখলাম, নেট বন্ধ করে ঢাবি সহ প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্রাক ডাউন হল। পরের দিন আবু সাঈদকে প্রকাশ্যে ঠান্ডা মাথায় পয়েন্ট ব্যাঙ্কে শ্যূট করা হলো। কিন্ত বলা হয়েছিল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হবে । ক্ষমতাশীল দলের প্রায় সবাই প্রতিষ্টা করার চেষ্টা করল যে, আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যায়নি। পরিস্থিতি আরো ঘোলা করে এখন বলা হচ্ছে যে পুলিশ সদস্য দ্বায়ী তার বিরুদ্ধ ব্যাবস্থা নিচ্ছে সরকার।

১৪ জন শিশু নিহত হয়েছে কেউ বাড়ির ছাদে, কেউ বারান্দায় ও নিজ ঘরের ভিতর থাকা অবস্থায়। এই মাত্র স্বরাষ্ট্র মন্ত্রী র বক্তব্য সুনলাম যে তিনি বলছেন যে, "শিশু বলতে আমরা যাদের বুঝি সেই রকম কোন শিশু মারা যায়নি" হাউ ফানি।

এই ধরনের পরিস্থিতিতে বিএনপি বা অন্যদলও এই একই কাজগুলো করত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
বিএনপি এখন বলছে যে তারা এখন থেকে এই আন্দোলনে সরাসরি সার্পোট দিবে। খেলা শুরু হয়ে গেল গদির দখল নেবার।

রাজনৈতিক নেতার আমাদের সবসময়ে তাদের স্বার্থে আমদের মত সাধারন প্রজাদের ব্যাবহার করেছে। অতিতেও করেছে ভবিষ্যতেও করবে। যেমন একদম টাটকা উদাহারন খেলা হবে খেলা হবে বলে সবাইকে মাঠে রেখে ক্যাপ্টেনই নিরাপদে দেশ ত্যাগ করেছেন। এখানেও অনেক কট্টর সার্পোটার গুজব বলে আমাকে হেয় করার চেষ্টা করবেন। সময় হলে আরও অনেকেই পালাবে। থাকবে শুধু ঐ অনুসারিরা, মাঠে মরল না বাচলো তাতে কার কি আসে যায়। পরিস্থিতি বুঝে আবার আসবে মধু খেতে। একজনত গোফে তা দিচ্ছেন এই আসবেন বলে।

এই মূহুর্তে বিএনপি মরিয়া ক্ষমতায় যাবার জন্যে আর সরকার মরিয়া গদি রক্ষার জন্যে। তাই সবাইকে বিনীত অনুরোধ করছি আগামী কাল থেকে যে যেই স্থানেই থাকুন এবং যে রাজনৈতিক মতাদর্শের অনুসারী হন না কেন প্লিজ নিজেদের সংযত রাখুন। কারন জানেন ত "রাজায় রাজায় যুদ্ধ করে শিপাহীরা প্রানে মরে" ।

আপনি বা আমি প্রানে মরলে তাদের কিছু আসবে যাবে না, কিন্ত সাফার করবে আপনার বা আমার পরিবার ও আমদের উপর যারা নির্ভরশীল।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:১৫

ঋষি ভৃগু বলেছেন: আমাদের দেশে এখন চরম রাজনৈতিক সংকট চলছে, আওয়ামী লীগ যেমন বিগত এক দশেকের বেশি সময় ধরে স্বৈরতন্ত্র চালু করেছে অন্যদিকে বিএনপির একটি ব্যর্থ দল। তবে এই ব্যর্থ দল ক্ষমতায় এলে শুধুমাত্র রেজিমের পরিবর্তন হবে সিস্টেমের পরিবর্তন হবে না। আপনার সাথে আমি একমত জনগণকে সাবধান হতে হবে।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:২৪

জটিল ভাই বলেছেন:
এই সহজ কথাগুলো বুঝার মতো জ্ঞাণী কি আমাদের জাতির আছে? :(
আর যদি বিম্পি, জামাত, আওমী না আসে, তবে ক্ষমতায় কে আসবে? সেই বিকল্পটা কি?

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:২৮

কামাল১৮ বলেছেন: সরকারের পতন হলে বিএনপি কি ভাবে ক্ষমতায় আসবে? ক্ষমতায় আসবে অন্য কেউ।আর্মির হবার সম্ভাবনা বেশি।অথবা কোন বিচার পতি যদি আর্মি চায়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: এসেছে মহেন্দ্র ক্ষণ। আর বেশি দেরি নেই।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ২:৩২

নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। জামাত শিবিরের কোনো মুদ্রা নেই, এরা ব্লেডের এপিঠ ওপিঠ!

৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ২:৩৮

আঁধারের যুবরাজ বলেছেন: শেখ হাসিনার গণহত্যা দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। দেশের তরুণ প্রজন্মের প্রতিবাদী রূপ সারা বিশ্ব দেখেছে। আগামীকাল যারাই নতুন করে ক্ষমতায় আসবে ,একটা অন্যায় করার পূর্বে ১০ বার ভাববে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.