নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার গান গাই...

হাজার বছরের ধারাবাহিক আলোয় আলোকিত আমি, হাজার বছরের সেই হাজার আলোদাতার কাছে প্রতিশ্রুতি বদ্ধ এ আলো ছড়িয়ে দিব।

জুম্মন বেপারি

হিমালয়ের পাদদেশ থেকে আমার পথ চলা শুরু পুরো পৃথিবী চড়াব বলে। আমি তিমির রাত্রির মাঝে হেঁটে চলেছি ঘোর কাল অমানিশাকে আলোকিত করবে বলে। আমার হাতে আছে চন্দ্রদ্বীপের একখণ্ড আলোকবর্তিকা। আমি চির উন্মাদ এই বসুন্ধারার সুন্দর কে ভালবেসে। আর তাই আমি চির সংগ্রামী এই সুন্দরকে সাজিয়ে রাখার নিমিত্তে। আমি তাই হাঁটিতেছি দুর্গম অরন্নের মাঝে। আমি স্বপ্নবাজ। শরতের আকাশে চারদিকে শুনশান শব্দে শুভ্র মেঘের খেলা মানুষের মনকে যেমন উদ্বেলিত করে, তেমন সুন্দর কোন পৃথিবীর খোজে আমি চলিতেছি শতাব্দীর পথে। আমি চাইনি আবু গারিবের কারাগার, আমি চাইনি পার্ল হারবার কিংবা হিরোশিমা নাগাসাকি। আমি চাই এই পৃথিবী নামক মহা অরণ্যকে হিংস্র পশুর হাত থেকে মুক্ত করে, আগাছা আর জঞ্জাল পরিস্কার করে সুশোভিত বিমোহিত উদ্যান বনাতে। আমি এই পৃথিবীকে স্বপ্ন দেখিয়েছি, আমিই এই স্বপ্ন পৃথিবীর বুকে রংধনুর সাত রঙ দিয়ে আকব। আমি ছিলাম, আছি, থাকব। মানব থেকে মানবের মাঝে। আমার শুরু ছিল না, শেষও নেই। আমার শুধু রূপান্তর ঘটে মানবের মাঝে। আমি এসেছি চে’র মাঝে, আমি এসেছি সুকান্তের মাঝে, আমি এসেছি তিতুমিরের মাঝে। আমিই চির যৌবনা।

জুম্মন বেপারি › বিস্তারিত পোস্টঃ

ব্লগে প্রথম কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

অথর্ব ভালবাসা



ফিরে পাবার আশায় যা হারিয়ে ফেলিছি,

তা কি কখনও হারিয়ে গিয়েছে?

নাকি তামাশার রঙে বোনা এক ঝলক মিথ্যা প্রয়াস।

ফিরে তাকাবার আগে ফিরে ফিরে দেখা

এ আর নতুন কি?

জীবনের মানে যেখানে কাশবনের হাওয়া,

সেখানে তোমার বহুরূপতা বহুরূপে রুপায়ন।

আমার ব্যাথার আকাশে তোমার শো শো করে উড়ে যাওয়া,

অনিদ্রায় রাত্রিযাপনের পরে সুপ্রভাত।

মননের মাঝে মনের কারুকাজ

আর ভালবাসার মাঝে ভাললাগা,

দুটোই আজ তোমার পরিধির বাইরে।

তোমার ভালবাসার রংতুলিতে আঁকা ছবি,

পুরনো দিনের কোন এক ক্ষণের ফটোকপি।

তিক্ত সত্যের আড়ালে মধুর মিথ্যা,

কখনও হয়েছিলাম মুগ্ধ, এখন নয়।

মন আজ প্রবসিত কোন এক মনহীন হেলেনার মাঝে।

মন ও মনের খেলায় যেখানে মনের পরাজয়,

ভালবাসার মৃত্যু উল্লাস সেখানেই মানায়।

প্রাঞ্জল নয়, ক্ষণিকের ভালবাসা প্রহেলিকাময়,

পরিশিষ্ট ভালবাসার হবে কি বিজয়?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল ।
শুভ কামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

জুম্মন বেপারি বলেছেন: ধন্যবাদ শোভন ভাই
ভাল থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.