নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার গান গাই...

হাজার বছরের ধারাবাহিক আলোয় আলোকিত আমি, হাজার বছরের সেই হাজার আলোদাতার কাছে প্রতিশ্রুতি বদ্ধ এ আলো ছড়িয়ে দিব।

জুম্মন বেপারি

হিমালয়ের পাদদেশ থেকে আমার পথ চলা শুরু পুরো পৃথিবী চড়াব বলে। আমি তিমির রাত্রির মাঝে হেঁটে চলেছি ঘোর কাল অমানিশাকে আলোকিত করবে বলে। আমার হাতে আছে চন্দ্রদ্বীপের একখণ্ড আলোকবর্তিকা। আমি চির উন্মাদ এই বসুন্ধারার সুন্দর কে ভালবেসে। আর তাই আমি চির সংগ্রামী এই সুন্দরকে সাজিয়ে রাখার নিমিত্তে। আমি তাই হাঁটিতেছি দুর্গম অরন্নের মাঝে। আমি স্বপ্নবাজ। শরতের আকাশে চারদিকে শুনশান শব্দে শুভ্র মেঘের খেলা মানুষের মনকে যেমন উদ্বেলিত করে, তেমন সুন্দর কোন পৃথিবীর খোজে আমি চলিতেছি শতাব্দীর পথে। আমি চাইনি আবু গারিবের কারাগার, আমি চাইনি পার্ল হারবার কিংবা হিরোশিমা নাগাসাকি। আমি চাই এই পৃথিবী নামক মহা অরণ্যকে হিংস্র পশুর হাত থেকে মুক্ত করে, আগাছা আর জঞ্জাল পরিস্কার করে সুশোভিত বিমোহিত উদ্যান বনাতে। আমি এই পৃথিবীকে স্বপ্ন দেখিয়েছি, আমিই এই স্বপ্ন পৃথিবীর বুকে রংধনুর সাত রঙ দিয়ে আকব। আমি ছিলাম, আছি, থাকব। মানব থেকে মানবের মাঝে। আমার শুরু ছিল না, শেষও নেই। আমার শুধু রূপান্তর ঘটে মানবের মাঝে। আমি এসেছি চে’র মাঝে, আমি এসেছি সুকান্তের মাঝে, আমি এসেছি তিতুমিরের মাঝে। আমিই চির যৌবনা।

জুম্মন বেপারি › বিস্তারিত পোস্টঃ

ব্যবসায়ীর দেশপ্রেম

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির সমাধানে সরকারী দল ও বিরোধীদলকে প্রভাবিত করতে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো আজ রাজধানীতে সাদা পতাকা ধারণ করে সমাবেশ করেছে। ভাল। সুন্দর উদ্যোগ। প্রশংসনীয় উদ্যোগ। এবং আমার মত একজন আমজনতার কিছু প্রস্নঃ

আমি আজ সাদা পতাকা দেখেছি সাদা শুভ্র কেশধারী দরবেশ বাবাকে। আচ্ছা উনিই তো সেই দরবেশ যিনি প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা ছিলেন। উনিই তো সেই দরবেশ যিনি ফু দিয়ে শেয়ারবাযারকে হাওয়ায় মিলিয়ে দিলেন। উনিই তো সেই দরবেশ যিনি শেয়ারবাযারের হাজার হাজার শেয়ার হোল্ডারকে পথে বসিয়েছে। উনিই তো সেই দরবেশ যার জুলুমে কয়েকজন আত্মাহুতি দিয়েছে। উনিই তো সেই দরবেশ যিনি আওয়ামীলীগ ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে নিজের কোম্পানির সাড়ে নয় হাজার কোটি টাকার ঋণ মন্ত্র দিয়ে শোধ করে দিলেন। তাকে যখন টিভির পর্দায় সাদা পতাকা হাতে শান্তিরদূত হিসেবে দেখে তখন কি ওইসব পুজিহারানো ব্যক্তিদের কাছে তামাশা ছাড়া আর কিছু মনে হয়? হ্যা, আমি আপনাকে আজ সমর্থন করছি। কিন্তু নির্ভেজাল সমর্থন করতে পারছি না। সরকারীদল ও বিরোধীদল অপরাজনীতির খেলায় মত্ত হয়ে মানুষ খুন করছে আর আপনিও তো কত মানুষের পেটে লাথি মেরেছেন নিজের রাক্ষুসি চাহিদা মেটাতে গিয়ে তার ইয়ত্তা নেই।

সভার শেষের দিকে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর বর্তমান সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। আচ্ছা আপনিও তো প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা। এখানে এসে বড় বড় লেকচার দিচ্ছেন আর তলেতলে তো ঠিকই আওয়ামীলীগকে টাকা দিচ্ছেন। উপর দিয়ে সাধু সেজে নিচ দিয়ে নিজের স্বার্থ হাসিল করছেন। বাহ! ভালতো, ভালনা?

বিজিএমইএ এর বর্তমান সভাপতিকেও দেখলাম। হাসির কথা হচ্ছে কয়েকদিন আগেও বিরোধীদলীয় নেত্রীর পাশে আমি ওনাকে দেখেছিলাম। দল তো ঠিকই করেন তাহলে এখানে এসে লেকচার দেন কেন?

যে ব্যবসায়ীরা আজ শান্তির পতাকা উরাচ্ছেন তারাইতো পন্যের কৃত্তিম সংকট সৃষ্টি করে পন্যের দাম নাজেহাল অবস্থায় নিয়ে যায়। তখন কি জনসাধারণের কষ্ট হয় না? রানা প্লাজার মালিকতো আপনারাই নাকি? দু বেলা দু মুঠো ভাত আর শান্তিতে থাকার জন্য আমাদের দেশের অর্থনীতির ধারক পোশাক শ্রমিকরা আপনাদের প্রতি কত আন্দোলন করে যাচ্ছে কই তখন তো আপনাদের মানবপ্রেম দেখি না। বরং তাদের উপর তখন পুলিশ দিয়ে হামলা করেন। আট হাজার টাকা মজুরী কি খুব বেশি যেখানে তাদের তৈরি একটা প্যান্টের মূল্য পাঁচ হাজার টাকার উপরে। আর সরকারীদল বিরোধীদল নাশকতা সৃষ্টির টাকা কোথায় পায়? সেটার যোগানদাতাও তো আপনারা।

আসলে মূল কথা হচ্ছে এখন নিজেদের পকেটে টাকার সাপ্লাই কমে যাচ্ছে তো তাই আন্দোলনে নেমেছে। এখানে দেশপ্রেম বলতে কিছু নাই। আবার পরবর্তীতে যেন কোন অসুবিধা না হয় তার জন্য যে যার মত তোলে তোলে রাজনীতিবিদদের সাথে যোগাযোগও রাখছেন।

বুকে হাত দিয়ে সৎভাবে নিজেকে প্রশ্ন করুণ আপনি দেশপ্রেমিক কিনা। নিজে নিজের জায়গা থেকে ঠিক হন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.