নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে নয় আলোতে ভয় ।

অ তে অয়ন

i am the easiest puzzle which gonna take longest time to solve....

অ তে অয়ন › বিস্তারিত পোস্টঃ

বাবার নিকট টাকা চাহিয়া

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

-আব্বা টেকা দেউ,

-কি করবি?

-সাইকেল কিনব,

-বাসায় একটা আছে ওইটা চালা।

-মাউন্টেন বাইক আব্বা,

-কি বাইক?এখনো হাটতে পারস না আবার বাইক।

-আব্বা বাইক মানে সাইকেল টারেই বাইক কয়।

-কত টেকা?

-৩০ হাজার।

-ভাগ।

-আব্বা টেকা দেউ।

-কেন?

-সাইকেল কিনমু।

-ভাগ।

-আব্বা টেকা দেউ।

-কি করবি।

-ক্যামেরা কিনমু।

-বাসায় ২ টা আছে।

-আব্বা ডিএসএলআর।

-এইডা কি?

--আব্বা পটোগ্রাফার হওয়া যায় এইডা দিয়া।

মাইর চিনস,মারমার বাইর করতে পারস?লিটম্যান কিন একটা।আইসে পটোগ্রাফার আমার।

-আব্বা টেকা দেউ।

-কি করবি।

-মোবাইল কিনবাম।

-আগের টা কি হইছে?

-পুরান হইয়া গেছে।

-আমার টা দেখছস?নকিয়া ১১১০ স্টিল নতুনের মত।

-আব্বা নোট কিনমু।

-কেন তোর বইনরে ক কত নোট লাগব ও লেইখা দিব।

-আব্বা এইডা মোবাইল,গ্যালাক্সি নোট।

-কত?

-৬০ হাজার।

-মাইরালা আমারে।

-আব্বা টেকা দেউ

-নাই।

-আব্বা টেকা দেউ,বেতন পাই নাই।

-আব্বা টেকা দেউ,ভাড়াটিয়া ভাড়া দেয় নাই।

-আব্বা টেকা দেউ,টেকা কি?

-আব্বা টেকা দেউ?

-নে ২০০ টেকা,আর জালাইস না।

-আব্বা নেউ ৩০০ টেকা,আমার লাগতাছে না,হুদাই মানিব্যাগ ভারী কইরা লাভ কি।

-আব্বা টেকা দেউ

-কি করবি?

-ফকিররে দিমু।

অত পর আব্বার দেওয়া ফকিররে ২০ টাকা দিয়া লেখক একখানা পেপসি খাইবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এমন পুলা থাকলে জীবনে জ্বালা কত প্রকার সবই উদাহরণসহ বুঝা যাবে :)

পুরাই অস্থির পুষ্ট !

২| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪

আদম_ বলেছেন: এখনো স্টিকি করা হয় নাই কেনো :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৩

নীল-দর্পণ বলেছেন: এতো পোলা না জ্বলন্ত আগুনের গোল্লা ! :-* :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.