নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে নয় আলোতে ভয় ।

অ তে অয়ন

i am the easiest puzzle which gonna take longest time to solve....

অ তে অয়ন › বিস্তারিত পোস্টঃ

ছেলে ও মেয়ে মেডিক্যাল স্টুডেন্টদের মধ্যে পার্থক্য

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

দুই ফিমেল মেডিক্যাল স্টূডেন্টের মধ্যে কথা হচ্ছে...।

মেয়ে ১: আচ্ছা গতকাল স্যার আর্থরাইটিসের ঐটা এইএইএই বলছিল না?

মেয়ে ২: না তো,স্যার ঐঐওই বলছিল।

মেয়ে ১: কিন্তু ডেভিডসনে তো এটা আছে

মেয়ে ২: কি বলিস?হাচিসনে তো নাই,তুই ভুল দেখছিস।

মেয়ে ১: হতেই পারে না,আমি আজ নিজের চোখে পড়েছি।

মেয়ে ২: হতেই পারে না,আমজাদ স্যার নিজের মুখে ঐটা বলছে।

মেয়ে ১: হেহ,তুই ভুল।

মেয়ে ২: তুই নিজে ভুল,চশমার পাওয়ার বাড়া।

মেয়ে ১: তুই নিজে আগে চশ মা পড়।

মেয়ে ২: তুই স্যাএর লেকচার শুন,কাজে দিবে,

মেয়ে ১: ডেভিডসন কি বানের জলে ভাইসা আসছে।আমি রাইট।তুই ভুল পড়ছিস।

মেয়ে ২: এএহ,আমার দাদার আর্থরাইটিস ছিল,আমি নিজে দেখছি কেমনে ট্রিটমেন্ট করে।

মেয়ে ১: আমার নিজের আর্থরাইটিস আছে,আমারে শিখাস,আমি নিজে ডেভিডসন হাচিসন মিলাইয়া নিজের সাইন সিমটম বাইর করছি একদম মিলে যায়।

মেয়ে ২: ঘোড়ার ডিম...

মেয়ে ১: কচুর লতি...

মেয়ে ২: ভাগ তুই।।

মেয়ে ১: মর তুই।

দুই মেল মেডিক্যাল স্টূডেন্টের মধ্যে কথা হচ্ছে...।

ছেলে ১: দোস্ত আর্থ্রাইটিস পড়ছিস?

ছেলে ২: না,এইডা আবার কি?

ছেলে ১: জয়েন্টের প্রবলেম।

ছেলে ২: আইচ্ছা।আর কিছু?

ছেলে ১: আরো আছে,বেশী জানি না,তইয় কচত কচত কচত বুঝছিস?

ছেলে ২: হালকা পাতলা।অকে পরে পইরা নিমুনে।

ছেলে ১: দূর,এইডা পড়ার কিছু নাই,দোস্ত মুভি আছে রে???

আশা করছি পার্থক্যটা ধরতে পেরেছেন।একান্তই নিজের ৫ বছর মেডিক্যাল লাইফের অভিজ্ঞতা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমাদের যে কি চিকিত্সা হবে ভেবে দুর্বল বোধ করছি। আপনাদের সাথে কলিকাতা হারবালের কোন তফাৎ নাই।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

অ তে অয়ন বলেছেন: আপনি বোধহয় কলিকাতা হারবালের নিয়মিত কাস্টমার।

২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:২৫

পাজল্‌ড ডক বলেছেন: =p~ =p~ Perfect! (কিছু ছেলেও আছে মেয়েদের মতো :P )

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

অ তে অয়ন বলেছেন: আছেনা আবার.।

৩| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৬

পথহারা সৈকত বলেছেন: আপনাদের সাথে কলিকাতা হারবালের কোন তফাৎ নাই। :P :P

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

অ তে অয়ন বলেছেন: কলিকাটা হারবাল কইথেকে আসলো সেটাই তো বুঝলাম না।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

মুদ্‌দাকির বলেছেন: অনেকটা এই রকমই =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.