নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে নয় আলোতে ভয় ।

অ তে অয়ন

i am the easiest puzzle which gonna take longest time to solve....

অ তে অয়ন › বিস্তারিত পোস্টঃ

সার্জারী পরীক্ষার আগের রাত

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২

রাত ১১ টা

আব্বা+আম্মা

আব্বাঃ বাবা ঘুমাও নাকি?

আমিঃ না আব্বা,একটু শুইছি।এইতো পড়তে বসব একটু পর।

আব্বাঃ কই,মনে হইতেসে ঘুমাইতেস।ভাত খাইসো?

আমিঃজ্বী আব্বা।

আব্বাঃ তোমার আম্মু একটু কথা বলবে।

আম্মুঃ কিরে ঘুমাস?

আমিঃআম্মা দিনে ফোন করতে পারো না?রাখো ফোন,ঘুমাইতেসি।

আম্মাঃওও ঘুমাও।

আব্বা পাশ থেকে...কি ঘুমায় নাকি,এত সকালে।

আব্বাঃকিরে ঘুমাস?

আমিঃ না আব্বা,কই...রাখো,আমি পড়তে বসব।পরীক্ষা আছে।

রাত ১২ টা

মাহা (গার্লফ্রেন্ড)

মাহাঃ জান,ঘুমাই পরছ?

আমিঃ নাহ,তোমার ফোনের জন্য ওয়েট করতেছিলাম।জানো না?

মাহাঃ সরি জান।শুনো না।ফারিয়ার সাথে না বাজি লাগছি,যে আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সারা রাত গল্প করবো।ওর কাল এক্সাম তাও আমার সাথে গল্প করবে।ওকে বুঝাই দিব যে আমার জান এক্সামের থেকে আমাকে বেশী কেয়ার করে।

... হ্যালো ,! হ্যালো জান! হ্যালো ঘুমাই গেলা,হ্যালো জান উঠো না।আমি বাজিতে হেরে যাবো তো।

রাত ২ টা

সামি (ক্লাসমেট)

সামিঃ কিরে ঘুমাস?

আমিঃ হু

সামিঃ উঠ ব্যাটা,বার্সার খেলা শুরু হইসে,আমি টিভি রুমে।

আমিঃ দোস্ত জানোস আমি চেলসি করি। তার উপর কাল সার্জারী পরীক্ষা।

সামিঃ ওহ ভুইলা গেসিলাম।তাইলে ব্যাটা ঘুমাস কে?খেলা দেখবি না ঊইঠা পড়তে বস।

রাত ৩ টা

তুহিন ভাই (কাজিন,যুক্তরাষ্ট্র)

তুহিন ভাইঃ হাই ডুড,ঘুমাস নাকিরে?

আমিঃ না ভাই,বারান্দায়,আকাশের তারা গুনতাসি।

তুহিন ভাইঃ কি কস,মজা নেস কেন,ঘুমে মারা যাচ্ছস।আর এত সকালে কেউ ঘুমায়?আমেরিকায় মাত্র দুপুর।

আমিঃ রাত ৩ টা,সকাল হইতে ৩ ঘন্টা বাকি।আর আমি বাংলাদেশে থাকি।

তুহিন ভাইঃ কামন বাডি,উঠ,কথা কমু,কি হইসে জানিস নাতো।

আমিঃ হু।

তুহিন ভাইঃ জানিস??

আমিঃ হু।

তুহিন ভাইঃ জানিস???

আমিঃ হু।

তুহিন ভাইঃ কি জানিস বলতো,ঘুম থেকে উঠ।বল।

আমিঃ হু।

তুহিন ভাইঃ হু না ব্যাটা হুসনা।হুসনা ওর নাম,নিউইয়র্কে আসছে গত উইকে।হেব্বি,সেক্সি বাংলাদেশী।

আমিঃ হু।

তুহিন ভাইঃ আরে হুসনা,হুস না।কি হু হু করতেসস। হইসে কি শোন আমার ইউনিতে এডমিশন নিসে...তারপর টুট টুট ..................

ভোর ৫ টা

আব্বা

আব্বাঃ বাবা উঠসো?

আমিঃ বাবা আধ ঘণ্টা আগে উঠসি,পড়তেসি।

আব্বাঃ বাবা মুখ ধুইয়া আসো।ঘুম ভাঙ্গে নাই এখনো।আমি ৫ মিনিট পরে ফোন দিতেসি।

ভোর ৬ টা

রোমানা (বড় বোন,মেডিক্যাল শেষ বর্ষ)

রোমানাঃ হ্যালো শোন,খাতা কলম নে,আমি সাজেসন দিচ্ছি,২ ঘণ্টা টানা পড়।কমন পরবে,লেখ,ডিফাইন হার্নিয়া......।! %৳& ।।@***#@৳ঁ৳!...।

সকাল ৭ টা

মাহা (গার্লফ্রেন্ড)

মাহাঃ গুড মর্নিং সোনা,ঘুম ভাংসে,আমি কিন্তু রাগ করছি।তোমার সাথে কথা বলবো না।

আমিঃ তাইলে সকাল ৭ টা বাজে ফোন দিয়া এইগুলান কি শুরু করস।সকাল না হইতেই জ্বালানি শুরু করস।

মাহাঃ এই তুমি চিল্লাইলা কেন?তুমি।।।।। তুই , ,তুই চিল্লাইলি কেন?তোরে যদি আর ফোন দিসি।খবরদার আমারে যদি ফোন দিসস।কান্না...টুট টুট...

সকাল ৭ টা ৩০

অপরপ্রান্তঃ হ্যালো শোন

আমিঃ ভাইরে আপনের আল্লার দোহাই লাগে আমারে শান্তিমত ১ টা ঘন্টা ঘুমাইতে দেন,ভাই আল্লার দোহাই লাগে।

অপরপ্রান্তঃ এই আমি তোমার মাহাবুব স্যার,সার্জারী।

আমিঃ ???????????????????????????????????????????????????????? ডূম

সকাল ৮ টা ২০

পরীক্ষার হল

ইনভিজিলেটরঃ আরে এই ছেলে।ঘুমিয়ে পড়েছ নাকি।

আমি চোখ ডলায় ব্যাস্ত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

মাহফুজা সুলতানা বলেছেন: এইটা কি সত্য ঘটনা ?তবে এই যুগে এটাই বাস্তব ঘটনা !! ভাল লাগলো ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০

মুদ্‌দাকির বলেছেন: পুরাই সাপ্লি ঘটনা !!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

কিন্তু প্রশ্ন হইল মাহা এত সহযে কথা না বলতে মানল কেমনে ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.