![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা আর আমার মধ্যে কখনই ঐরকম কোন বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিল না এখনও নেই।যদিও বাবার সাথে বেশীরভাগ ব্যাপারই শেয়ার করতে পারি না তবু কেমন করে জানি বাবা সব বুঝে যায়।ছোটবেলায় অনেকবার বাবার মার খেয়ে বাসা থেকে পালিয়েছি।একবার তো ঈদের রাতে বের হলাম,বাসায় ফিরেছি তিনদিন পর।এখন আমি অনেক বড়,বাবাও আগের তেজে নেই,তবু কেন জানি বেশীরভাগ ব্যাপারগুলোই আগের মত রয়ে গেছে।এখনও বাবা বাসায় ফেরার সাথে সাথে টিভি বন্ধ হয়ে যায় আর আমি ঘুমের ভান করি যেন টিভি সারাদিনেও ছাড়িইনি।এখনও বাবা জোর করে কাঁঠাল খাওয়াবে,এখনও আমার শার্টটা নিজের হাতে ধুয়ে দিবে,এখনও আমি রাত ৮ টার পর বাসায় ফিরলে ঝাড়ি দিবে,পরীক্ষার আগে মাঝরাতে উঠে তাহাজ্জুদ পরে আমার ঘুমন্ত মুখে ফুঁ দিয়ে দিবে।আসলে বাবার ভালবাসা গুলা অপরবর্তনশীল।আমার মধ্যবিত্ত বাবা তাঁর তিনটা সন্তানকে মানুষ করতে যে পরিমান কষ্ট করেছে তা ছেলে হয়েও বর্ননা করার ভাষা আমার নেই।আমাদের দুই ভাইবোনকে অলমোষ্ট ডাক্তার বানিয়ে ফেলেছে,ছোট বোনকে তার ইচ্ছেমত ব্র্যাকের মত এক্সপেনসিভ ভার্সিটিতে পড়াচ্ছে,যা চেয়েছি সব দিয়েছে,কখনও জিজ্ঞেসও করা হয়নি কিভাবে ম্যানেজ করল।আমি এখনও বাবার কষ্টভরা মুখটা দেখি,তার ঘামের গন্ধ পাই। আমি শুধু দিনগুনছি কবে ডাক্তার হবো আর বাবাকে বলতে পারব বাবা তোমার আর কষ্ট নাই।
আমি জানি আমি কখনই বাবাকে বলতে পারব না,আমার রাগী বাবা আমি তোমাকে ভালবাসি অনেক অনেক।আমার বাবাকে আমি স্যালুট জানাই। MY FATHER IS MY SUPERMAN ♥
©somewhere in net ltd.