![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতক্ষণ তুমি আমাকে নিয়ে না যাচ্ছ আমি যাব না বলছি যাব না ভালবাসার উষ্ণতায় হৃদয় শান্ত করতে
ডাক্তার সাহেবরা হেল্পান Chronic laryngitis কি নিরাময় যোগ্য?? নিচের ছবি দেখুন
বড় করে দেখুন
২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:০১
আজাদ আল্-আমীন বলেছেন: ভাই সিরিয়াস পোস্ট। আপনি তো দেখলাম website developer, আপনি এই বিষয়ে যদি জেনে থাকুন তাহলে একটু বিস্তারিত বলবেন??
২| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:১৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ল্যারিংক্সের ইনফেকশনকেই ল্যারিনজাইটিস বলে। এটা ভোকাল কর্ডে সহ এর কাছাকাছি অংশে অবস্থিত। ক্রনিক ল্যারিনজাইটিস ল্যারিংক্সের মিউকাস মেমব্রেনের পার্মানেন্ট বা ইরিভারসিবল টাইপের ক্ষতি করতে পারে। তবে নিরাময় যোগ্য নয় এমনটি নয়। আসলে এটা অনেকটা আন্ডারলাইং কজের উপর নির্ভরশীল। যেমন আপনি যদি এমন কোন পেশায় থাকেন যেখানে আপনাকে খুব বেশি ভোকাল কর্ডের ব্যবহার করতে হয় তবে তা এক ধরণের সময় নিতে পারে আবার যদি ভাইরাল/ব্যাকটেরিয়াল/ফাংগাল ইনফেকশনের কারণে হয় তবে অন্য ধরণের হবে।
ক্রনিক ল্যারিনজাইটিসের চিকিৎসা সময়সাপেক্ষ। অনেক সময়ই রুগী অধৈর্য হয়ে পরতে পারে, লাগাতার কাশি ও কফ সমস্যার সৃষ্টি করে থাকে।
এসময়ে সিগেরেট খাবার অভ্যাস থাকলে ত্যাগ করা উচিত। চা-কফি যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। গ্যাস্ট্রিক এসিডিটি-র সৃষ্টি করে এমন খাবারও এভয়েড করা উচিত।
রোগটি যার হয়েছে তার আশু সুস্থ্যতা কামনা করছি।
নোটঃ আমি কোন ডাক্তার নই। যেকোন রোগের ব্যাপারে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত এবং ডাক্তারের প্রেশক্রিপশন ছাড়া কোন ঔষধ গ্রহন করা উচিত নয়।
২৫ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৯
আজাদ আল্-আমীন বলেছেন: মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। এটার সার্জারী করা হয়েছে। সম্ভবত নাকের হাড় বাকার কারনে হয়েছে।
৩| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:৩০
কর্ণেল সামুরাই বলেছেন: আপনার ল্যারিনজাইটিসেরন কারণ রিপোর্টে উল্লেখ নেই। এটা ভাইরাল, ব্যাকটেরিয়াল নাকি অন্য কারণে তার ডায়াগনোসিস দরকার।
অবশ্য রিপোর্ট দেখে ইনফেকশনের কিছু মনে হল না। ল্যারিনজাইটিস নিরাময়যোগ্য তবে সময়সাপেক্ষ। নিয়মিত ইএনটি স্পেশালিস্টের তত্বাবধানে থাকুন।
২৫ শে জুলাই, ২০১১ সকাল ১১:১৪
আজাদ আল্-আমীন বলেছেন: সম্ভবত এটা নাকের হাড় বাকার কারনে হয়েছে। দুটোরই সার্জারী করা হয়েছে। রোগী ইএনটি স্পেশালিস্টের তত্বাধানে আছেন।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৮
িশহাব১১ বলেছেন: হা