নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা বান্দরের ব্লগ। বান্দরের কাজ বান্দরামী করা।

সদা সত্য কথা বলিব, মিথ্যার বিরুদ্ধে রুখে দাড়াবো......।

বান_দর

আমার লেখা পোস্ট ও মন্তব্যের সকল দ্বায় দ্বায়িত্ব মডারেটর জানা আপুর। যদি আমি কোনো বেফাঁস মন্তব্য করি কিম্বা পোস্ট দেই-তাহা মডারেশনের দ্বায়িত্ব একান্তই মডুর।মডারেশন না করে আমাকে শাস্তি দেয়া হলে রোজ কেয়ামতের দিন আল্লার দরবারে জবাব দিহি করতে হইবে। বান্দর হলেও মানুষ নামের অমানুষ নই.........

বান_দর › বিস্তারিত পোস্টঃ

মৃত পেয়ারকা স্ত্রীর :P কাছে লেখা জ্যান্ত স্বামীর লাভ লেটার!

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৭

মৃত স্ত্রীর প্রতি ধনাঢ্য স্বামীর ভেল্যুএবল লভ লেটার পড়ে আমি পূলকিত, বিমোহিত সর্বপরি টাস্কিত! পাঠক, আজকের দৈনিক প্রথম আলোর ১৮ পৃষ্ঠায় বিজ্ঞাপনটি পড়ে দেখুন-“লাক্সারিয়াস লভ” কাহাকে বলে।



অফিসে খবরের কাগজ পড়া নিষিদ্ধ! তারপরেও কায়দা করে অনেকগুলো দৈনিকে চোখ বুলাই। গতকাল প্রথম আলো, ইত্তেফাকসহ অনেকগুলো দৈনিক পত্রিকার একটি ঢাউস সাইজের বিজ্ঞাপন দেখে পাঠকদের সাথে শেয়ারনাকরে পারলামনা। চেস্টা করেছিলাম বিজ্ঞাপনটার ছবি এড করেদিতে-কিন্তু আমার মুমাইলের ফুটো ঝাপ্সা হয়! বিজ্ঞাপনের লেখা আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বয়ান করিলাম-যাতে আপনারাও বৌ বিয়োগের পর:(( এমন লভ লেটার লেখার প্রেরণা পানঃ



১১তম মৃত্যুবার্ষিকী

ইসমাত ইমাম




তোমার তিরোধানের পর ১১বছর কিভাবে কেটেগেল। এই দীর্ঘ ১১ বছর একটি দিনও আমি তোমাকে ভুলে থাকতে পারিনি।সূখে-দূখে আনন্দ বেদনায় সর্বদা তুমি আমাদের মাঝে আছো।তোমার ছেলে মেয়েরা এমনকি তোমার নাতি-নাতনীরাও আজ প্রতিষ্ঠিত।খাবার টেবিলে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এখনও তোমার প্রশংসায় পঞ্চমূখ:)।তুমি যেছিলে অতূলনীয়!কিছুদিন আগে আমি মৃত্যুর মূখোমুখি হয়েছিলাম-তোমার ছেলে-মেয়েরা আমাকে যেতে দেয়নি।আমার কস্টের সময় তোমার ছেলে আমাকে যেভাবে আগলিয়ে রাখে তাতে গর্বে-আনন্দে তোমার বুক ভরেযেতো।মেয়েদের কাছে আমি শিশু সন্তান,সন্তানদেরমতো আমাকে আদরে শাসনে সেবা করছে।



তোমার নাতি আসিফের স্বপ্ন পুররণ হয়েছে-নিউ ইয়র্কের বিখ্যাত কয়াম্বিয়া বিশ্ববিদ্যাল্যে থেকে এমবিএ করে আমেরিকার অন্যতম ব্যাবসা প্রতিষ্ঠানে খুব ভালো চাকুরী করছে;)। নাবিলাও গ্রাজুয়েশনেরপর একটি সুপরিচিত প্রতিষ্ঠানে চাকুরীরত:D।প্রিয়াংকার অর্জন প্রশংসনীয়। ম্যাকগিল থেকে ইংরেজীতে ডিস্টিংশন্সহ ডিগ্রি লাভেরপর এখন লন্ডন বিজনেস স্কুলে স্কলারশীপ নিয়ে পড়ছে।ভাবতে পারো-আমাদের অতি আদরের মনিজে ১৬ বছর পূর্ণ হলো:P। পড়াশনার পাশাপাশি খেলাধূলায়ও পটু! সকলকে টেক্কা দেবে মুক্তির দুই ছেলে-নেহাল আর নুমায়ের।লেখাপড়ায় আর খেলাধূলা দুটোতেই চৌকশ। সাকিব, আলিশাও ভাল করেছে।

বিজয়ের এইমাসে তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।জাতির জনক বংগবন্ধুর ডাকে আমরা মুক্তিযূদ্ধে ঝাপিয়ে পরেছিলামB-)



মহান আল্লাহতালা, রহমানুর রহিমের কাছে দোয়া করছি-তোমার রুহের মাগফেরাতের জন্য যেন তিনি জান্নাতুল ফেরদৌসের সুশোভিত এক ফুলের বাগানেই তোমার চিরস্থায়ী আসন দেন।



হোসেন তৌফিক ইমাম,ছেলে-মেয়ে,নাতি-নাতনী এবং আপন জন

এন্ডব্লিউ(ই)#১৩,রোড#৫৫, গুলশান,ঢাকা। ফোনঃ ৯৩৩....../৯৮......

রবিবারঃ১১ই ডিসেম্বর,২০১১


মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৪

ইমুব্লগ বলেছেন: আজ কাল চিঠির যুগ শেষ, টেল্গ্রামও নাই। এচিঠি প্রাপক পাবেনা। ইমুইল করতে বলেন।

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৯

বান_দর বলেছেন: ইমুইল না করুক মুমাইল কল্লেওতো অয়।

২| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৭

দেশী পোলা বলেছেন: বউ এর স্মৃতিতে কেউ পয়সা খরচ করলে আপনার অসুবিধা কোথায়?

দুটা সাংবাদিক বেতন ভাতা পেল এই বিজ্ঞাপনের বদৌলতে সেটা খেয়াল কৈরা

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০২

বান_দর বলেছেন: দেশী ভাই, এই মাত্র আমার হবু বৌরে এই বিজ্ঞাপনের কতা কইলাম-"তুমি মল্লে এইরুম বিজ্ঞাপন দিইয়া ভালুবাসা দেহামু"-আমার কতা হুইন্না বিয়ার আগেই আমারে ডিভোর্স কর্তে চায়! কয়েন দেহি-আমি কি বিয়ার আগেই এতিম হমু!

৩| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৩

ম্যাজিক লাইট বলেছেন: nijere dakaite cace amar ay ace sei ace

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৩

বান_দর বলেছেন: আপ্নের নেকাত ম্যাজিক ম্যাজিক ভাব-বুজলাম্না কি কইবার চাচ্চেন?

৪| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০২

মুনতা বলেছেন: B-)) B-)) ;) :P

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৬

বান_দর বলেছেন: খালি হাসে! আপ্নারা দূঃস্কে কান্দেন্না ক্যা?

৫| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১২

বন পলাশের পদাবলী বলেছেন: মূর্দা স্ত্রীকে ভালোবাসা দেখাবার ছলে নিজ পরিবারের হাই লাইটস! 'অতি আদরের মনিজের' বিয়ার বিজ্ঞাপন।

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৫

বান_দর বলেছেন: সত্য কথায় বন্ধু বেজার!

৬| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২২

শামস৭৬০০ বলেছেন: বন পলাশের পদাবলী বলেছেন: মূর্দা স্ত্রীকে ভালোবাসা দেখাবার ছলে নিজ পরিবারের হাই লাইটস! 'অতি আদরের মনিজের' বিয়ার বিজ্ঞাপন।


সাথে আরো আছে " বিজয়ের এইমাসে তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।জাতির জনক বংগবন্ধুর ডাকে সামরা মুক্তিযূদ্ধে ঝাপিয়ে পরেছিলাম।"

বুঝলাম্না /:)

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৬

বান_দর বলেছেন: আসল কাহিনীতো ওইখানেই! বেটা মনে হয় রাজাকার আছিল-ধরা খাবার ভয়ে একখন "বংগবন্ধু" টেনে আনছে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৮

শিবলী১২৩ বলেছেন: "এই দীর্ঘ ১১ বছর একটি দিনও আমি তোমাকে ভুলে থাকতে পারিনি।সূখে-দূখে আনন্দ বেদনায় সর্বদা তুমি আমাদের মাঝে আছো"

এই অংশটুকু বাদ দিয়া তো ব্যাটা পুরাটাই নিজের গুষ্টির সুনাম গাইয়া গেলো। হায়রে, এইডারে কয় ফ্যামিলি পাবলিসিটি। শালা ব্যাটারে ধইরা লাইত্তানোর কাম আছিল

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৫

বান_দর বলেছেন: আওসল উদ্দেশ্যতো ফ্যামিলী পাবলিসিটিই। আমি বিজ্ঞাপন থেকে অনেক লেখাই বাদ দিয়েছি।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৪

শেষ তারা বলেছেন: এটা আজকের কোথায়? গতকালের পেপারের বিজ্ঞাপন। চোখে পড়ানোর জন্য ধন্যবাদ :)

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৬

বান_দর বলেছেন: আমি উল্লেখ করেছি-এটা গতকালের বিজ্ঞাপন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৯

ভজঘট বলেছেন: এই হালায় প্রধান মন্ত্রীর উপদেস্টা কারেন্ট চুর টাক্লু ইমামেনাত?

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৬

বান_দর বলেছেন: কি জানি বাপু!

১০| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৬

মেহদী১০ বলেছেন: সত্যিই টাসকি খাওয়ার মত ব্যাপার । আচ্ছ মরার পর কি পেপার পড়া বৈধ নাকি ??

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৮

বান_দর বলেছেন: মরারপর পেপার পড়বে কেমুন্ডুলা-হেইডাইতো বুঝিনা!

১১| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১২

গোধূলীর আলো বলেছেন: আপনাকে কিছু কড়া কথা শুনানোর ইচ্ছা ছিল। শুনালাম না।

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪০

বান_দর বলেছেন: আপ্নের কপাল ভাল-আমারে কড়া কথা শু্নানোর ধৃস্টতা দেখান্নি। কারন, কেউ আমারে কড়া কথা কইলে আমিও হেয়ের চৌদ্দগুষ্ঠীর সোগা মারতে দ্বিধা করিনা।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৪

পরিযায়ী বলেছেন: বিজয়ের এইমাসে তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতির জনক বংগবন্ধুর ডাকে আমরা মুক্তিযূদ্ধে ঝাপিয়ে পরেছিলাম। -আসল কাহিনী সেষ লাইনে।

১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪১

বান_দর বলেছেন: আমি কি কইবাম-পাব্লিকের চোপাতো কেউ বন করি রাখতে পারবোনা।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৪

গুপ্তঘাতক007 বলেছেন: ভালা তৈলমর্দন!

১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৫

বান_দর বলেছেন: এক্কেবারে খাটি সুরেশ সরিশার তেল!

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৮

বন পলাশের পদাবলী বলেছেন: আপনার কবিতা চ্রম হইচে।

১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৪

বান_দর বলেছেন: ইডাত কোবতে না-ঘান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.