![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার ফুলের মাঝে আছে
সুবাসিত,
গন্ধ ভরা শত নামে তারা
পরিচিত।
একটি ফুলের সুবাস ভরা
মায়ার-
মতো,মানুষ তাহারে অধিক
চিনেরে,
নামটি যে তাহার রজনীগন্ধা
ফুল।
স্রষ্টার অসীম সৃষ্টি আছে
এই ফুলে,
কতনা প্রাণ জুড়ায় মোর এর
মাঝে
যত রাগ থাকুক না,সব গেছে
সেজে-
দয়ার নামক এক পৃথিবীর
কাছে।
উল্লাস মোর দূর্বলতা তাহার
কাছে,
কি যেন হয় বুঝিনা তাহা,মোর
প্রাণে।
হয়তো প্রকৃতী মোরে ক্ষোভ
হয়ে টানে,
তুমি প্রেমিক প্রকৃতি মানুষ
এখানে-
আসুন মোষাই বাসুন ভালো
নিশ্চুপে,
প্রকৃতি প্রেমিক রসিক মানুষ
যপে।
©somewhere in net ltd.