![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন অবসর পেলে ঠিকই উড়াল দেব
জানালার ফাঁক গলে বেড়িয়ে পরব সেদিন
স্বল্প কিংবা পূর্ণদৈর্ঘ্য
মৃত্যু-ঘুম-মৃত্যু উপেক্ষা করে-
চলে যাব একদিন।
বহুমাত্রিক এবং খণ্ডিত
রাত্রি-স্বপ্ন-রাত্রি জাল ছিড়ে-
সরলরেখায় ছুটে চলব।
সুদৃশ্য ড্রয়িং রুমের অবিনশ্বর ফুলে
সাজানো ফুলদানীতে
গাঢ় -অচল- গাঢ় বসা থেকে ফের
উঠে দাঁড়াব;
হয়ত সরু-দুর্বল পায়ে
দানবীয় শক্তিতে দেয়ালে লাথি মেরে
একদিন ঠিকই ঘাসফড়িঙের দলে ভিড়ব
অতিযান্ত্রিক পাখনায় চেপে
উত্তর হাওয়ায় গাঁ ভাসিয়ে
চলে যাব জংলী ফুলের দেশে।
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮
বাউন্ডুলে ঝড় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০
ছায়াহরিণ বলেছেন: বাহ! দারুণতো!!
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
বাউন্ডুলে ঝড় বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
বাউণ্ডুলে ঝড়,
দুর্দান্ত প্রকাশ! কবিতার আবেগময় ভাবগতি, অনিন্দ্য পুষ্পময়!