![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করবো.. আশা করি আপনাদের ভাল লাগবে -
১৩ এপ্রিল ২০১২ - রাত ১.০৫ [ আনুমানিক ]
আমি দুবাই থেকে আবুদাবীর উদ্দেশ্যে রওনা করলাম - আমার সাথে টয়োটা করোলা ২০১২ মডেলের একটি সাদা গাড়ী - আমার গাড়ী চালানোর খুব শখ - তাই শখের বশেই বলতে পারেন গাড়িটা কিনেছি। রাতের বেলায় খুবই ঘুড়াঘুড়ি করতাম- তেমনি সেইদিন ও দুবাইথেকে আমার এক বন্ধুর সাথে দেখা করে আবুধাবী ফিরছিলাম।
যাই হোক আমি ঠিকঠাক মতই রওনা করে ছিলাম। সাথে ছিল আমার এক বড় ভাই। যাই হোক আমারা রওনা হলাম......
আমরা গান্তুত [ ডুবাই ও আবুধাবীর বাইপাস] রোডে এসে পৌছালাম রাত ২.১৪ মিনিচের মত হবে।
চলতে চলতে হঠাত দেখলাম আমার গাড়ির আশে পশে আর কিছুই দেকা যাচ্ছে না। আস্তে আস্তে পুরা এরিয়া কুয়াশায় গাড়ো হয়ে গেল - আমি গাড়ির স্পিড কমিয়ে ১২০ এ নিয়ে আসলাম।
রাস্তার সামণে ফোক লাইট জালিয়ে ও ভাল দেখতে পাচ্ছিলাম না। যদি কুয়াশা না থাকে তাহলে ঐ রাস্তা পার হতে মোটামুটি ২০ মিনিচের মত লাগে।
কিন্তু আশ্চর্য হলাম আমি ছিক তখনই যখন আইডিয়া করলাম আমি গাড়ি প্রায় ৩০ মিনিটের ও ওপরে চালাচ্ছি। এই বাপ্যার টা আমার পাশে বসে থাকা আমার ভাইটিও লক্ষ করছে কিন্তু সে আমাকে তেমন কিছুই বললনা।
হঠাত - আপছা আপছা দূর থেকে দেখলাম রোডের বাম পশে - কোন একটা কিছু দাড়িয়ে আছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম একটা মহিলা হাতদিয়ে ইশারা করছে।
মহিলা আমাকে বলছে উনি আবুধাবী যাবেন - পিছনে ওনার ভিলা দেখিয়ে বলল - এটা আমাদের ভিলা - আমার গাড়ি টা কাজ করছেনা ! আমাকে একটু লিফট দিবেন -
আমি আর না করলাম না - মহিলাকে বললাম উঠেন -
মহিলাকে উঠিয়ে আবার চলতে শরু করলাম - প্রায় ২০ মিনিট পর মহিলা বলল আমি আর যবোনা আমাকে একানে নামিয়ে দও - আমি ও গাড়ি ব্রেক করে ওনাকে কোন প্রশ্ন না করে নেমে যতে বললাম। কিন্তু তখনও চারদির কুয়াশায় ঢাকা। আমি গাড়ি ছেড়ে লুকিং গ্লাসের দিকে তাকিতো অবাক! দেখলাম পিছনে কেউ নেই। তখন আমি একটু ভয় পেলাম। আরও ভয় পেলাম প্রায় ফজরের আজানের টাইম হয়ে গেছে আমি গাড়ি প্রায় ১ ঘন্টার মত চালিয়েছি। রাস্তাও শেষ হচ্ছেনা ।
অবশেষে রাস্তাও শেষ হলো - আর আস্তে আস্তে কুয়াশাটাও কেটে গেল। আমরা মেইন রোডের মুখ দেখলাম। প্রায় ৪.৪০ এর দিকে রুমে আসলাম । এসেই ঘুমিয়ে গেলাম ---
ঘুম খেকে উঠে ঘটলো সবচেয়ে আজব ঘটনা । গত রাতের কথা মনে হলো আর সবচেয়ে অবাক ব্যপার হলো - যেটা আমার মনে হলো গান্তুত বাই পাসেকো কোন ভিলা নেই আছে শদু দুপাশে মরুভূমি....আর তাহলে নেই মহিরাটা ই বা কে । আমার রাস্তা শেষ ই বা হচ্ছিলনা কেন?
প্রশ্ন আপনাদের কাছে?
০৩ রা মে, ২০১২ রাত ২:৫৫
বাবা নুড়া বলেছেন: আপনি যা মনে করেন - তবে আপনি আপনার পরিচিত বেউ যদি আবুধাবী থাকে ! উনাকে জিগ্গাসা করতে পারেন কুয়াশার ব্যপারে।
২| ০৩ রা মে, ২০১২ রাত ৩:০০
নতুন বলেছেন: কিছুদিন আগে আমিও কয়েক জন বন্ধুর সাথে আবুধাবী থেকে ফেরার পথে খুবই ঘন কুয়াশা পেয়েছিলাম.....
কুয়াশা খুবই ঘন ছিলো বলেই হয়তো আপনি মহিলাকে দেখতে পারেন নাই...
আর হয়তো মহিলা হেটে সরে গিয়েছিলো...
আর যেহেতু কুয়াশা ছিলো... গাড়ী আসলে অত বেগে চালাচ্ছিলেন না... গতি ৭০- ৮০--১০০ তে চলে আসে.... আর তাই বেশি সময় লেগেছিলো....
আর " গান্তুত " এর ব্যপারটা বলতে পারবো না... আমি ৩/৪ বার গিয়েছি আবুধাবি তাই অত খেয়াল নাই...
০৩ রা মে, ২০১২ রাত ৩:০৮
বাবা নুড়া বলেছেন: এই কুয়াশর ব্যপার টা @রোবান মাহমুদ@ ভাইরে একটু বুঝান
৩| ০৩ রা মে, ২০১২ রাত ৩:৩৩
সাহোশি৬ বলেছেন: আরে ভাই, ভূত দেখছিলেন। তো মহিলাটা কি সুন্দরী ছিল?
আমি কোনদিন আবুধাবী বা দুবাই যাই নাই তাই সেখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে কোন ধারণ নাই। এত রাতে একা একটা মহিলার দুইজন পুরুষ মানুষের কাছে লিফট চাওয়া কি দুবাই আবুধাবীতে স্বাভাবিক?
আপনি বিদেশী মানুষ, এত রাতে কেউ লিফট চাইলেই কি এত সহজে রাজী হয়ে যাওয়া উচিৎ? দুবাই আবুধাবীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি এতই ভালো?
মহিলার ভিলাটার পাশে কি আর কোন বাড়ী ঘর দেখেন নাই? মহিলার বাসায় মহিলা একা থাকে না পরিবার নিয়ে থাকে জিজ্ঞেস করেন নাই?
২০ মিনিট পর মহিলা কোথায় নেমে যাতে চাইল? ধূধূ মরুভূমিতে?
কিছু মনে করবেন না, আপনার লেখায় অনেক ফাঁক আছে যেই ফাঁকগুলোর জন্য মনে অনেক প্রশ্ন আসছে। দয়া করে একটু বিস্তারিত লিখুন। মহিলাকে যেখান থেকে তুললেন সেখানকার বর্ণনা, মহিলার বর্ণনা, গাড়িতে মহিলার সাথে কি কোন কথাই হয় নাই? মহিলাকে যেখানে নামিয়ে দিলেন সেই জায়গাটার বর্ণনা দিতে পারেন।
আবুধাবী থেকে দুবাইয়ের দূরত্ব কত? আপনি কত কিমি স্পিডে গাড়ি চালিয়েছিলেন?
০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩৮
বাবা নুড়া বলেছেন: হুম ! ব্যপারটা এতটা জটিল নয়।
৪| ০৩ রা মে, ২০১২ ভোর ৪:০৭
সাইফুল ইসলাম নিপু বলেছেন: ++
৫| ০৩ রা মে, ২০১২ ভোর ৪:৪১
সাইফুল আলী বলেছেন: আপনি কি জানেন তা ঝাতি জানতে চায়
৬| ০৩ রা মে, ২০১২ সকাল ৮:৫৭
আহসান২০২০ বলেছেন: পুরাই ফাপইরা গল্প। শিরোনাম হওয়া উচিত ছিল আমার গাড়ির বিজ্ঞাপন ও কল্পনা প্রসুত জার্নি।
০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৪
বাবা নুড়া বলেছেন: সরকিছু বুঝে বুঝে আগে বলে ফেলার খ্যমতা দারুন ---
৭| ০৩ রা মে, ২০১২ সকাল ৯:১০
রেজোওয়ানা বলেছেন: এটা কোন ব্যাপার হলো?
আপনি শাকচুন্নীর খপ্পরে পরেছিলেন
৮| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:২৬
ঝটিকা বলেছেন: ঐটাতো পেত্নি ছিল,আপনার ঘাড় মটকে রক্ত খেল না কেন?
৯| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩০
মুহিব বলেছেন: ব্যাপারটা তো খুবই সহজ। বালাগাল ওয়ালা বি কামালেহি . . . .
১০| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০০
রং রিয়াজ বলেছেন: এই একই গল্প অনেক শুনেছি।
ধুর ভয় লাগল না।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১২ রাত ২:৫১
রোবান মাহমুদ বলেছেন: মিথ্যা ভুয়া আজগুবি হা হা হা
এ রকম একটা ঘটনার পর আপনি আর আপনার ভাই ঐ রাতে ঘুমাতে পারতেন না। আর মরুভূমিতে কুয়াশা পাইলেন কই !! হা হা