নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু !!

মনিরুল ইসলাম বাবু

হুম

মনিরুল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

গুগল ট্রান্সলিটারেশন দিয়ে বাংলা টাইপ করা অভ্র অপেক্ষা বেশি আরামদায়ক ?

১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৩

বাংলা ব্লগে লিখতে বা মন্তব্য করতে গিয়ে সমস্যায় পড়লাম কারণ বাংলা টাইপ তো জানি না। এদিক ওদিক ব্রাউজিং করতে করতে গুগল ট্রান্সলিটারেশন আর অভ্রের কথা জানলাম ।গুগল ট্রান্সলিটারেশন দিয়ে বাংলা টাইপ করা অভ্র অপেক্ষা বেশি আরামদায়ক অন্তত দুইটাই ব্যবহার করার পর এই উপলদ্ধি । অভ্র ভার্সন ৫.১ এ এখন ওয়ার্ড সাজেশন আছে কিন্তু গুগল ট্রান্সলিটারেশনের ওয়ার্ড সাজেশন ফ্লেক্সিবল ও বেশি ইউজার ফ্রেন্ডলি। গুগল ট্রান্সলিটারেশনের ক্ষেত্রে কাছাকাছি উচ্চারণের একাধিক শব্দ থাকলে প্রথমে যেটা ব্যবহার করা হয় সেটা পরেরবার টাইপে প্রথম অপশনে রাখে ফলে বারবার নির্বাচনের ঝামেলায় যেতে হয় না । যেমন - প্রামাণ্য, পরের টাইপে pramanno লিখলেই হবে, নো সিলেকশন । এছাড়াও গুগল ট্রান্সলিটারেশন দিয়ে টাইপ করার সময় অনেক সময় পুরোটাও লিখা লাগে না । যেমন - প্রত্যুত্পন্নমতিত্ব । শুধু prottutpo লিখতেই কয়েকটা অপশন এসেছিলো, একটা নির্বাচন করলাম । এক্ষেত্রে অভ্রতে Prottutponnomotitto পুরোটাই লিখতে হয়েছিল । অভ্রতে অনেক সময় একটানে লিখতে গেলে অহেতুক যুক্তাক্ষরের সৃষ্টি হয় । গুগল ট্রান্সলিটারেশন দিয়ে যুক্তাক্ষর ও কঠিন শব্দ লেখায় বেশ আরাম । একটু গুগ্লালেই পাওয়া যাবে Download Google Transliteration Input Method (IME) এর লিঙ্ক, তারপর বাংলা ভাষা নির্বাচন করে ডাউনলোড করে ইনস্টল ।দরকার হলে পিসি রিস্টার্ট দিতে হতে পারে । তবে একটা ব্যাপার আমার অফিসে কিছু কলিগের পিসিতে ঠিকভাবে ইনস্টল করা গেছে আবার কয়েকটিতে ইনস্টল হয়নি । টেকি ভাইয়েরা হয়তো এ ব্যাপারে ভালো বলতে পারবেন । ও হ্যা, ডাউনলোড লিঙ্কের সাথে Installation Instructions দেয়া আছে সেটা হয়তো কোনো সমস্যায় কাজে দেবে ।

__________________________________________________
আরো কিছু কথা ঃ যেসব ইংরেজি বা বিশেষায়িত শব্দ বাংলাতে এডোপ্টেড হয়নি অথবা যেগুলো বাংলাতে খুব অপ্রচলিত সেগুলোর কিছু কিছু কিন্তু গুগল ট্রান্সলিটারেশন নেয় না । যেমন টেবিল লিখলে নেয় কিন্তু র‍্যাব কিংবা র‍্যানডম লিখলে নেয় না । সেক্ষেত্রে রেব বা রেন্ডম লেখা যেতে পারে । অভ্রে অবশ্য বাংলাতে এডোপ্টেড হয়নি এমন শব্দ লেখারও স্কোপ বেশি । গুগল ট্রান্সলিটারেশনে ফুল স্টপের মাধ্যমে দাড়িচিহ্ন মাঝে মধ্যে আসে না । সেক্ষেত্রে কি বোর্ডের শিফট চেপে দাড়িচিন্হের মত সোজা রেখা ব্যবহার করি ।

গুগল ট্রান্সলিটারেশন লিঙ্ক

View this link

ভাষা নির্বাচন করে ডাউন লোড ও ইনস্টল । নরমালি ইনস্টলড না হলে ওই পেইজে Installation Instructions লিঙ্কও দেয়া আছে

অভ্র ৫.১ লিঙ্ক

View this link


তবে একটি ব্যাপার পরে লক্ষ করলাম, অফলাইনে গুগল ট্রান্সলিটারেশন ঝামেলা করে, অভ্র করে না




মন্তব্য ৩৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৩

সপ্তডিঙা বলেছেন: আসলেই ট্রাস্লিটারেট অনেক সহজ আর আধুনিক। বিশেষ করে এর বাংলা-স্পেলিং-সাজেশন টি অসাধারন। :) :)

১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

ময়নামতি বলেছেন: ভাল পোস্ট ++++

ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৩| ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০

রনয় বলেছেন: ঠিক আমিও এটা ইউস করি B-)

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো জেনে ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭

ক্ষত্রিয় বলেছেন: গুগল ট্রান্সলিটারেশন দিয়ে ঃ,ৎ এবং চন্দ্রবিন্দু দিয়ে শব্দ লেখে কেমনে বলতে পারবেন ??আমি এইটা নিয়া সমস্যা ফেইস করতেছি !

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চাঁদ - Chand । হঠাৎ - hothat । নিঃ - nih

দেখুন তো আপনার কাজ হয় কিনা | সামুতে ৎ টাইপ হয়েছে তবে আমার ল্যাপটপে ওয়ার্ডে হঠাৎ এর ৎ আসেনা, সেক্ষেত্রে ত ব্যবহার করি |

৫| ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০০

ক্ষত্রিয় বলেছেন: চাঁদ...নিঃশব্দ :D
কিন্তু আমার তো ওয়ার্ড বা সামু কোনটাতেই হঠাত্‍ আসল না :(

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চাঁদ , নিঃশব্দ - এইতো সামুতে আসছে | আমার ল্যাপটপ এর ওয়ার্ডেও আসছে | (চাঁদ chand, nihshobdo নিঃশব্দ: ওয়ার্ড থেকেই পেস্ট করে দিলাম )| আপনার বিষয়টা বুঝতে পারছি না | সুলায়্মানি লিপি বা হালের কোনো বাংলা ফন্ট আপনার পিসিতে ইনস্টল করতে হবে কিনা বুঝতে পারতেছি না |

৬| ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১

ক্ষত্রিয় বলেছেন: চাঁদ , নিঃশব্দ......ঠিকই আছে...আমি লেখতে পারছি!!!!!!!...সেইজন্য ধন্যবাদ :)


কিন্তু হঠাত্‍ শব্দ নিয়া প্রবলেম...এইটা আমার ওয়ার্ড বা সামু কোনটাতেই আসতেছে না :(আপনার সামুতে অইল কেমনে বুঝলাম না !!

ও হ্যা পিসিতে সোলায়মান লিপি ইন্সটল করা আছে।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @ক্ষত্রিয় - আপনার সমস্যা সোজা পথে সমাধান না হলে আরেকটা তরিকা তো হাতের কাছেই । গুগল ট্রান্সলিটারেশনের পাশাপাশি অভ্র দ্বিতীয় অপশন হিসেবে রাখুন ।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ক্ষত্রিয় বলেছেন: কিন্তু হঠাত্‍ শব্দ নিয়া প্রবলেম.

# হঠাৎ - এই যে সামুতে হচ্ছে | আপনি hothat টাইপ করেছিলেন কি ?
"হঠাৎ" যদি নাও আসে গুগল তো "হঠাত" - অপশনও দিচ্ছে

৯| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫

ময়নামতি বলেছেন: মনির ভাই ধন্যবাদ আপনার পোস্টের জন্য আসলে আমার এবিষয়টি সম্পর্কে তেমন জানা নেই ।
এমন একটি শিক্ষা মূলক পোস্টে আপনাকে তিনটি +++

ভাল থাকবেন।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো আপনার কথা , ধইন্না পাতা লন টাটকা টাটকা

১০| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২১

হুপফূলফরইভার বলেছেন: আল্লাহর দুনিয়ার কত কিছু যে অজানা~

;) ;) ;) ;) ;)
নিরন্তর ধইন্যা~ কামে লাগব

১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাইরে নিরন্তর ধইন্যা দিলেন - পরে তো ধইন্যা পাতায় ডুইবা যামু। হা - হা- হা

১১| ১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০১

এম আই টু বলেছেন: আপনাকে ধন্যবাদ + + +

১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১২| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮

কুন্তল_এ বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক কাজের পোষ্ট। + :D

২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩২

প্রলাপ বলেছেন: কিছু শব্দ লেখা যায় না। যেমন ড়্যাব।

২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: "ড়্যাব" এরকম কোন শব্দ কি বাংলা ভাষায় আছে ? আমার জানা নেই । কেউ জানেন কি? থাকলে এই শব্দের মানে কি ?

১৪| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৯

প্রলাপ বলেছেন: ড়্যাব মানে RAB (rapid action battalion) । র্যাব বা র ্যাব লেখার চেয়ে এইটা ভালো।

২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাসায় ল্যাপটপে গুগল ট্রান্সলিটারেশন ইন্সটলড আছে । মন বলছে "র‍্যাব" ঠিকভাবে লিখতে পারার কথা । চেষ্টা করে জানাব । এই মুহূর্তের ব্যবহৃত পিসিতে গুগল ট্রান্সলিটারেশন ইন্সটলড হয় না ।

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৫১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: যেসব ইংরেজি বা বিশেষায়িত শব্দ বাংলাতে এডোপ্টেড হয়নি সেগুলো কিন্তু গুগল ট্রান্সলিটারেশন নেয় না । যেমন টেবিল লিখলে নেয় কিন্তু র‍্যাব কিংবা র‍্যানডম লিখলে নেয় না । সেক্ষেত্রে রেব বা রেন্ডম লেখা যেতে পারে ।সাধারণত বাংলা শব্দের শুরুতে "র‍্যা" উচ্চারণ থাকে না বলে গুগল এটা সাজেস্ট করছে না । র্যাব লেখার চাইতে রেব লেখাই তো ভালো মনে হয় ।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @ প্রলাপ ভাই, দেখি ট্রাই করে র‍্যাব ....................

ভাই, জটিল জিনিস বের করেছেন । র‍্যাব লিখতে গিয়ে গুগল ট্রান্সলিটারেশনে কাছাকাছি হয় রেব ( Reb টাইপে) । মনে হয় সাধারণত বাংলা শব্দের শুরুতে "র‍্যা" উচ্চারণ থাকে না বলে গুগল এটা সাজেস্ট করছে না । random লিখলে হলে টাইপ করতে হচ্ছে rendom - রেন্ডম ।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪০

সোহরাব সুমন বলেছেন: গুগল ট্রান্সলেটর ইউজের অভিজ্ঞতা নাই ! আর বিজয় কিবোর্ড ছাড়া তো বাংলা লেখার কথা কল্পনাই করতে পারি না তার পরেও লিঙ্ক দিলে ট্রাই করে দেখতাম ........

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:২৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @সোহরাব সুমন: আমি বাংলা টাইপের কী বোর্ডের কমান্ড জানি না । গুগল ট্রান্সলিটারেশন আর অভ্র ৫.১ থাকাতে মাঝে মধ্যে বাংলা লেখার প্রয়োজন হলে নিজেই টাইপ করতে পারি ।

গুগল ট্রান্সলিটারেশন লিঙ্ক
http://www.google.com/ime/transliteration/

ভাষা নির্বাচন করে ডাউন লোড ও ইনস্টল । নরমালি ইনস্টলড না হলে ওই পেইজে Installation Instructions লিঙ্কও দেয়া আছে

অভ্র ৫.১
http://www.omicronlab.com/avro-keyboard.html

১৭| ২১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:৩১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @সোহরাব সুমন: আমি বাংলা টাইপের কী বোর্ডের কমান্ড জানি না । গুগল ট্রান্সলিটারেশন আর অভ্র ৫.১ থাকাতে মাঝে মধ্যে বাংলা লেখার প্রয়োজন হলে নিজেই টাইপ করতে পারি ।

গুগল ট্রান্সলিটারেশন লিঙ্ক

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৮

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি প্রথম থেকেই অভ্র ব্যবহার করি।
অভ্যস্ত হয়েছি তাই অন্য কিছু ভাবছি না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: দুইটার ব্যবহারবিধি একই রকম, ইংরেজি টাইপাবেন, বাংলা বেরুবে , সো ব্যাপার না । আমি মূলত গুগল ট্রান্সলিটারেশন ব্যবহার করি, কারণ অভ্রতে অনেক সময় সাধারণ শব্দ টাইপ করতে গেলেও যুক্তাক্ষর হয়ে যায়, সো ট্রান্সলিটারেশনে আমি কিছু সময় বাঁচাতে পারি। ক্ষেত্রবিশেষে অভ্র ব্যবহার করি যেসব ইংরেজি বা বিশেষায়িত শব্দ বাংলাতে এডোপ্টেড হয়নি যেমন টেবিল লিখলে নেয় কিন্তু র‍্যাব কিংবা র‍্যানডম লিখলে গুগল ট্রান্সলিটারেশনে নেয় না ।

গাছেরটাও খাই তলারটাও কুড়াই । সিওর না প্রবচনটা উপযুক্ত হল কিনা । হা হা হা

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৩

আরজু পনি বলেছেন: খুব দরকারী পোস্টের জন্য ++++++++++

আমার মতো নবীণ ব্লগারদের খুব কাজে লাগবে :) :) :) :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কাজে লাগলে স্বার্থক মনে হবে । দুটোই ডাউনলোড করে রেখে দিন , দুইটায় মিলে কিছু বাড়তি সুবিধা পাবেন । যেমন দ্রুত টাইপিংয়ে্র জন্য গুগল ট্রান্সলিটারেশন আবার অফলাইনে বেশি কাজ করলে অভ্র ।

২০| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৮

বালক বন্ধু বলেছেন: আমি ফিক্সড কিবোর্ড লেআউট ব্যবহার করি। অন্য ভাষার বর্ণ দিয়ে নিজের ভাষার বর্ণ লিখবো তা আমি একেবারেই পছন্দ করি না।

২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ফিক্সড কিবোর্ড লেআউটটা ট্রাই করা হয়নি ।

২১| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @ চিকন আলি, মন্তব্যটা আমি মুছে দিয়েছিলাম । হয়ত কোন মন্তব্য ফিরায় আনতে গিয়া এইটা আইসা পড়ছে । যাইহোক্, উক্ত নিক দ্বারা আমাকে গালি দেওনের শানে নযুল হইল তারই ব্লগে আমার সাথে যুক্তিতে না পাইরা গালি দিছিল এই পোস্টে । । তার গালি দেইখা তার ব্লগে তারে কিছু কইতে যামু ওমা !! গিয়া দেখি তার এই নিক ব্যানড ।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

htusar বলেছেন: ভাল পোস্ট ।কাজে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.