নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাই বাবু

সভ্যসমাজের অনেক মিথ্যা, অসভ্যতা, নোংরামি, ভণ্ডামি প্রভৃতি গতানুগতিকতার বাইরে প্রতিটি পাগল তাদের মনের মধ্যে স্বতন্ত্রতা বজায় রেখে এক-একটি জগত তৈরি করেছে যা সাধারণ মানুষের বোধগম্য নয়।

রাশেদুল ইসলাম বাবু

সভ্যসমাজের অনেক মিথ্যা, অসভ্যতা, নোংরামি, ভণ্ডামি প্রভৃতি গতানুগতিকতার বাইরে প্রতিটি পাগল তাদের মনের মধ্যে স্বতন্ত্রতা বজায় রেখে এক-একটি জগত তৈরি করেছে যা সাধারণ মানুষের বোধগম্য নয়।

রাশেদুল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বাংলা মাসের নামকরণ

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯

রাই বাবু:

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে। এই নাম সমূহ গৃহীত হয়েছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ "সূর্যসিদ্ধান্ত" থেকে।বাংলা মাসের এই নামগুলি হচ্ছে -
১. বৈশাখ - বিশাখা নক্ষত্রের নাম অনুসারে
২. জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে
৩. আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে
৪. শ্রাবণ - শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে
৫. ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে
৬. আশ্বিন - অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে
৭. কার্তিক - কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে
৮. অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে
৯. পৌষ - পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে
১০. মাঘ - মঘা নক্ষত্রের নাম অনুসারে
১১. ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে
১২. চৈত্র - চিত্রা নক্ষত্রের নাম অনুসারে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.