![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
কখন আসে কার আবেদন
কার সাথে কোন রাত্রি যাপন,
হাসি মুখে কষ্ট চেপে
কখন কাকে করে আপন!
প্রাণের নাকি দেহের ক্ষুধায়
আপন ছেড়ে পরকে শুধায়?
ব্যর্থতাকে পুঁজি করে
সার্থকতার নিশান কোথায়?
প্রাণের দাবী বিপর্যস্ত
কিসের দায়ে অপদস্থ?
উজাড় করে মুক্তি চেয়ে
নিঃস্ব ঘরে রিক্ত হস্ত!
সুখ হয়েছে অচিন পাখী
ইচ্ছে তাঁরে বেধে রাখি,
দেহ দিয়ে সত্ত্বা দিয়ে
অবশেষে শুধুই ফাঁকি!
পরম শান্তির নিবেদনে
মাতম নেশার আবেদনে,
সব হারিয়ে একা পথে
ভীড়ের মাঝে নির্বাসনে!
বলতে শুনি কথার কথা
কবে হবে সেই মমতা?
দেহ আত্মা বিলিয়ে দিয়ে
খুঁজে পাবে সার্থকতা?
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাজার গোলাপের শুভেচ্ছা জানাই আপনেকে। ভাল থাকুন। ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছড়া।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন প্রিয় নুর ভাই। ভাল থাকবেন। শুভ রাত্রি।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮
হাবিব বলেছেন: ভালো লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ স্যার। ভাল থাকুন।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তব-জীবন চিত্র। ভালো লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ রাহমান ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫
ল বলেছেন: চমৎকার কবিতা