নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

আকস্মিক

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭


প্রকৃতি জাগ্রত হঠাৎ হল বিব্রত,
আকস্মিকতায় মগ্ন বাধ্য বিস্মিত।
অনাগত আগামী ধর্মের গোঁড়ামি,
সহস্র অজুহাতে আদালতে আসামী।

বিবর্ণ প্রকৃতি অপূর্ণ প্রভৃতি,
শত অনুনয় তবু পাচ্ছেনা নিষ্কৃতি।
বৃষ্টির সন্ধ্যায় ব্যয় হয় সঞ্চয়,
বিঘ্ন ঘটাতে স্মৃতি থাকে অব্যয়।

রক্তিম গোধূলি সূর্য বেখেয়ালি,
রাত্রির আঁধারেরা যে আলোর কাঙালি।
মিটিমিটি জ্বলে তা সুদূর ঐ গগনে,
প্রভাতে ঠাই নেয় প্রকৃতির চরণে।

নিবিড় এই বন্ধন হৃদয়ের স্পন্দন,
দিবালোক হারিয়ে রাত্রির ক্রন্দন।
অশ্রুতে ভেসে যায় পর্বত বক্ষ,
ঝর্ণার ধারা তবু বয় অতি সূক্ষ্ম।

অপরুপ সজ্জায় সজ্জিত প্রকৃতি,
ক্রোধে জ্বললে মেলে না নিষ্কৃতি।
আভাষে ভর করে চলমান দাম্ভিক,
বিজলি চমকায় আকাশে আকস্মিক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই।
ভাল থাকুন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মনে হলো, ছন্দের মিল খুঁজতে গিয়ে কবিকে বেশ স্ট্রাগল করতে হয়েছে এবং কিছু জায়গায় অন্ত্যমিলের সন্ধানে এমন কিছু শব্দ বসানো হয়েছে যা কবিতার চরণকে একটি অর্থহীন বাক্যে পরিণত করেছে। যেমন, দ্বিতীয় স্তবকের প্রথম বাক্যে প্রভৃতি কথাটা।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমি খুবই লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

নজসু বলেছেন:


মান অভিমান নিয়েই আমাদের জীবন।
হাসি কান্না মিশে আছে সবার সাথে।
...........................................
কবিতার কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই
রেগে গেলেন তো হেরে গেলেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.