নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অমর প্রেমের ঢেউ

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯


আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা ভূমিকম্প,
যাক হয়ে যাক শেষ হবে না তোমার আমার গল্প।
প্রলয়ঙ্করী ধ্বংসলীলা আসে যদি আসুক না,
ওই চোখে চোখ রেখে করে যাবো প্রেমের জল্পনা।

পারমানবিক বিস্ফোরণের ভয় নেই এই অন্তরে,
ভালোবাসার অশেষ সাহস অফুরান প্রানের ঘরে।
দাবানলে জ্বলে জ্বলুক বন বাদাড় এই পৃথিবী,
গহীন আঁধার নামে নামুক নাইবা উদয় হোক রবি।

গ্রহ তারা খসে পড়ুক ভ্রম্মান্ড হোক ধূলিসাৎ,
বিধ্বংসী সে মুহূর্তেও ছাড়বোনা ছাড়বোনা হাত।
পৃথিবীর সব দুঃখ কষ্ট আসতে চাইলে আসুক না,
মধুর প্রেমের ছোঁয়া দিয়ে ভুলিয়ে দেবো যন্ত্রণা।

চলার পথে আসে আসুক পাহাড় সমান বিপত্তি,
অভয় দিচ্ছি দেখিয়ে দেবো খাঁটি প্রেমের কি শক্তি।
সব ভীতি ভয় একত্রিত হয়ে করুক আস্ফালন,
অক্ষত রাখবে আমাদের প্রেমের তড়িৎ সঞ্চালন।

ভুবনের সব রাগ আর ক্রোধের একসাথে হোক আক্রমন,
সবই বিলীন হয়ে যাবে জাগলে প্রেমের শিহরণ।
এই পৃথিবীর সকল হাসির সকল খুশীর ভান্ডারে,
অমর হয়ে ভালোবাসার ঢেউ খেলে দুই অন্তরে।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়-ভালোবাসাময় কবিতা।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুণ দারুণ দারুণ !!

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর!

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.