নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভালো মানুষ হতে চাই

আমার অনেক কিছু হতে ইচ্ছে করে। যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, রাইটার। ইদানীং খুব সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে। :)

বাবুই_পাখি

আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব

বাবুই_পাখি › বিস্তারিত পোস্টঃ

আমার আঁকাআঁকি আর চিঠি লেখা

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

আমার আঁকা কিছু ছবি দিলাম।



১।







ধানক্ষেতে কৃষকের ব্যস্ততা



২।







বক পাখি



৩।







নবান্নের প্রস্তুতি



৪।







গ্রামের দৃশ্য



৫।







বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠিছে ঐ

মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই ?



৬।







বিআরটিসি বাস



৭।







বক হবে কচ্ছপে বাহ বা কি ফুর্তি

অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি

জিরাফের সাধ নাহি

মাঠে ঘাটে ঘুরিতে

ফড়িং এর ঢঙ ধরি সেও চায় উড়িতে ।



==========



০২-০৯-১৩



আজকে নানীর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। বলেছিলাম - এই নানীর যন্ত্রণায় আমি আর শান্তি পেলাম না। তখন আমার নানীও বলেছে ' আমি আর থাকব না তোদের সাথে। আজকেই চলে যাবো।' নানীর রাগ যাতে কমে আমি তাই নানীকে দুইটা চিঠি লিখেছি। কিন্তু নানী আমার সাথে অনেকক্ষণ কথা বলেনি।



প্রিয় নানী,



১।



তুমি মনে হয় অনেক কষ্ট পেয়েছ। কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার ভুল হয়ে গেছে। তুমি যদি বেশি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না। তুমি যেটা বলবে সেটাই শুনবো। দোকান থেকে যা আনতে বলবে, এনে দিবো। আমি তোমাকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।



২।



তুমি যতদিন পর্যন্ত আমার সাথে কথা বলবে না, আমি ততদিন পর্যন্ত তোমাকে চিঠি লিখতেই থাকবো।



ইতি

তোমার আদরের নাতি



========

আমার ছবি আঁকা দেখে আর চিঠি পড়ে কেউ কিন্তু হাসবে না।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ,
বাবুই তো দারুন ছবি আকো।
মুগ্ধ হলাম।
আরো অনেক অনেক ছবি দেখতে চাই।

নানীকে চিঠি ও ভালো লাগলো।
শ্রদ্ধা আর ভালোবাসা মাখা চিঠি।

ভালো থেকো।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বাবুই_পাখি বলেছেন: নানীকে চিঠি লিখতে আমারও ভালো লেগেছে। থ্যাংক ইউ

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

সমুদ্র কন্যা বলেছেন: তোমার আঁকা ছবিগুলো দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এত্ত এত্ত ছবি আঁকতাম তখন। খুব খুব সুন্দর এঁকেছো।

চিঠিগুলোও খুব সুন্দর।

অনেক অনেক আদর বাবুই।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বাবুই_পাখি বলেছেন: খালামনি, তোমার আঁকা ছবি গুলিও দিও

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

আদনান প্রীতম বলেছেন: খুব ভাল লাগল।

আচ্ছা, আমার একটা ছবি একে দিবে বাবুই সোনা?? =p~ =p~ =p~ =p~

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বাবুই_পাখি বলেছেন: কি ছবি চাও ?

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

মামুন রশিদ বলেছেন: বাব্বাহ!

বাবুই তো খুব চমৎকার ছবি আঁকে!

সব গুলো ছবি সুন্দর হয়েছে ।

বকচ্ছপ আর ফড়িংয়ের ঢংয়ে জিরাফের ছবি বেশি ভাল লেগেছে ।

যাক, ভালো লেগেছে চিঠি লিখে শেষ পর্যন্ত নানীর রাগ ভাঙ্গাতে পেরেছো ।

বাবুই তোমাকে এত্তগুলা আদর :)

ইতি,

আন্কেল ।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বাবুই_পাখি বলেছেন: তোমাকে কি আরও ছবি এঁকে দিতে হবে?

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় বাবুই,

নানিকে লেখা চিঠি আমি আগে পড়েছিলাম। তুমি এত কিউট করে লিখেছিলে, নানি নিশ্চয় বেশীক্ষন রাগ করে থাকতে পারেন নি! তোমার ছবি দেখে তো আমি অনেক মুগ্ধ! আমি আমার পিচ্চিদের আঁকা ছবি কিনে নেই, আমার ধারনা তুমি তোমার এই ছবিগুলো তোমার আম্মুর কাছে বিক্রি করে দিলে অনেক দাম পাবা, আর আম্মু কিনতে রাজী না হলে আমি কিনে নেব! আস্তে আস্তে ছবি বিক্রি করে তুমি যখন অনেক বড়লোক হয়ে যাবা, তখন তুমি একটা হাতির ছানা কিনে তার পিঠে চড়ে ঘুরতে পারবা! অনেক মজা হবে! কী বল?

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বাবুই_পাখি বলেছেন: হ্যাঁ মজা হবে। তুমি আমার ছবি কিনবে ? আমি আম্মুর কাছে একটা ছবি বিক্রি করেছি মুক্তিযুদ্ধের ২০০ টাকা পেয়েছি। আমি আম্মুর কাছে আরও ছবি বিক্রি করতে চাই কিন্তু আম্মু নিতে চায় না।আবার পরে কথা বলবো।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬

শ্যামল জাহির বলেছেন:




বাবুই পাখি, ছবি আঁকি-
মন করিছ জয়,
নানীর সাথে দুর্ব্যাবহার-
আর না যেন হয়!

শোনবে নানী যা বলিবে-
লক্ষ্মী নাতির মত,
করবে আশা পূর্ণ তুমি-
তেমনি অবিরত।

*********************

নানীকে মান ভাঙ্গানো চিঠি আর আঁকা ছবি অনেক অনেক সুন্দর হয়েছে।
শুভ কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

বাবুই_পাখি বলেছেন: তোমার ছড়া টা অনেক সুন্দর । আমার মজা লেগেছে

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাবুই তোমার আঁকার হাত তো দারুণ! বিশেষ করে কাজলা দিদির ছবিটা দেখে তো আমি থ হয়ে গেছি।

ভেবে দেখ তো, আর্টিস্ট হওয়া যায় কি না!

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বাবুই_পাখি বলেছেন: আমার তো আঁকতে এখন আর ভালো লাগে না

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

না পারভীন বলেছেন: বাহ এত সুন্দর ছবি আর চিঠি :-B :-B

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

বাবুই_পাখি বলেছেন: থ্যাংক ইউ

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বক হবে কচ্ছপে বাহ বা কি ফুর্তি
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি
জিরাফের সাধ নাহি
মাঠে ঘাটে ঘুরিতে
ফড়িং এর ঢঙ ধরি সেও চায় উড়িতে ।

শুভেচ্ছা মামা !
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে , অনেক দোয়া রইলো !

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বাবুই_পাখি বলেছেন: আচ্ছা। তুমি ছবি আঁকতে পারো ?

১০| ২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন ছবিগুলো বেচা-কেনার কথা। আচ্ছা আমাদের এখানে একটা ছবির দোকান থাকলে কেমন হয়? যে দোকানে কেবল ছবিই বিক্রি হবে। অবশ্য ছবিরহাটেও বিক্রির চেষ্টা করা যেতে পারে।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বাবুই_পাখি বলেছেন: ঠিক আছে

১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: এই যে বাবুই, আপনাকে আপনার মামা- খালামনিরা সেই কবে আপনার ছবি চিঠি নিয়ে কমেন্ট করেছে, আপনি উত্তর দিচ্ছেন না কেন ? বেশি ব্যস্ত হয়ে গেছেন বাবা ?

আপনার নানীর চিঠি পড়ে আমি খুব মজা পেয়েছিলাম

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

বাবুই_পাখি বলেছেন: উত্তর দিলাম তো । আমার লিখতে হাত বেথা করে তো

১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

এম মশিউর বলেছেন: প্রিয় বাবুই সোনামনি,

আমি তোমার আর্টের একজন বড় ফ্যান! ফেসবুকে অনেক আগেই তোমার আঁকা ছবি দেখেছি। B-)

তোমার আঁকা একটা ছবি গিফট করবে? :)





(ভক্তের আবদার রাখতে হয় কিন্তু।) :P

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

তোমার ছবির হাত অনেক ভাল।
ফেবুতে অনেক আগেই দেখেছি। আর সুন্দর সুন্দর ছবি আঁক সেই দোয়া রইলো।


হ্যাপি ব্লগিং!!! :)

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

শান্তির দেবদূত বলেছেন: মামা, তুমিতো অনেক ভাল ছবি আঁক আর অনেক ভাল চিঠি লেখ। তুমি কি আমার একটা ছবি এঁকে দিবে, এলিয়েন এলিয়েন টাইপ ছবি :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

নক্ষত্রচারী বলেছেন: আর্টিস্ট,

তোমার ছবিগুলো খুবি সুন্দর!! মুগ্ধ হয়ে রইলাম !

অপেক্ষায় রইলাম .... পুনর্মুগ্ধতার ।
শুভকামনা রইল অনেক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.