![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব
২৩-১১-২০১৩
আমার গতকাল অনেক আনন্দ হয়েছিলো। আমি আর আম্মু ঢাকা গিয়েছিলাম বসুন্ধরা সিটি মার্কেট এ। আমার ডিসেম্বরের ৪ তারিখ জন্মদিন। কিন্তু ১ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে তাই আম্মু আগে আগেই আমার সব গিফট কিনে দিয়েছে।
আমার পায়ের জুতো খুঁজে পাচ্ছিলাম না। কোনও জুতোই লাগে না। Mostafa Mart ,Apex,Infinity,Bay Emporium কোথায় আমার পায়ের মাপে জুতো পাই না। আমার মনে হয়েছিলো আমার দিনটাই বোধ হয় খারাপ যাবে। কিন্তু অনেক কষ্টে আম্মু আর আমি আমার পায়ের জুতো খুঁজে পেয়েছি। ব্লু কালার Sports Shoe । অনেক সুন্দর। তারপর একটা জ্যাকেট কিনেছি। একটা কিটক্যাট কিনেছি, ওইটা নতুন ফ্লেভার। তারপর আমরা সিনেপ্লেক্সে একটা সিনেমা দেখেছি। আমরা প্যাকেজে টিকিট কিনেছি। তাই একটা ছোট পপ কর্ন আর একটা টিশার্ট গিফট পেয়েছি। ঐ কার্টুন টা কামিং সুন। আম্মু বলেছে ওটাও দেখতে নিয়ে যাবে। এই যে এই টিশার্ট গিফট পেয়েছি -
আমরা যেদিন গিয়েছি তার আগের দিন Planes কার্টুন টা শেষ হয়ে গিয়েছিল। না হলে ঐটাই দেখতাম। বলো তো নিচের কোন ছবি টা আমরা দেখেছি -
অনেক সুন্দর ছবি। এটা থ্রী ডি । হলে ঢোকার সময় আমাদের চশমা দিয়েছিলো। আমি ভেবেছিলাম বাসায় ফেরার সময় চশমা নিয়ে আসবো কিন্তু সিনেমা শেষ হবার পর ঐ লোকেরা চশমা ফেরত নিয়ে নিয়েছে। এই সিনেমাটা দেখেছি আমরা -
সিনেমার হিরোকে আমার ভালো লাগছে। অনেক স্মার্ট আর হ্যান্ডসাম। তার মাসলও সুন্দর। আম্মুকে জিজ্ঞেস করে জেনেছি তার নাম চার্লি হুন্নাম। ওদের বসকেও ভালো লেগেছে। সিনেমাতে যে কাইজু সমুদ্রের প্রাণী সেটা দেখতে অনেক পচা। কিন্তু রোবটটা অনেক সুন্দর। পুরা সিনেমা আমার অনেক ভালো লেগেছে।
তারপর আমরা খাওয়াদাওয়া করেছি।
এটা কিন্তু আসল হট ডগ না। তখন খাবারের জন্য অপেক্ষা করেছিলাম। আমরা ফ্রায়েড রাইস, ভেজিটেবলস, চাটনি, সালাদ আর চিকেন সাসলিক খেয়েছি।
তারপর আমার নানীর জন্য গিফট কিনেছি। আম্মু চুড়ি কিনেছে মেটাল চুড়ি সেগুলির নাম। সারার ২২ তারিখ জন্মদিন ছিল, তাই ওর জন্য চুলের ব্যান্ড কিনেছি। আমি আমার জন্য চুলের জেল কিনতে চেয়েছিলাম। আম্মু দেয় নাই।
আমরা মোবাইলের দোকানে অনেক মোবাইল দেখেছি। আই ফোন ফাইভ দেখেছি। আমি স্যামসাং এর একটা গ্যালাক্সি ট্যাব থ্রী গিয়ার কিনতে চেয়েছিলাম। আম্মু বলেছে এসবের বয়স আমার হয় নাই। কিন্তু আমি বড় হলে ঠিকই কিনবো। একটা নোকিয়া লুমিয়াও চেয়েছিলাম কিনতে। সেটাও কিনে দেয় নাই।
তারপর আমরা আইসক্রিম খেয়েছি মোভেন পিকে। আমি ক্যারামেল ফ্লেভার খেয়েছি। এক স্কুপ ১৭৫ টাকা। মজার আইসক্রিম। আমাকে আম্মু বলেছিল আজিজ মার্কেট থেকে টিনটিন এর একটা বই কিনে দিবে। কিন্তু শপিং করে টাকা শেষ তাই আর কিনে দেয় নাই। আমার টিনটিন এর ৭ টা বই আছে। আমি ২০ টা সিরিজ জমাতে চাই। আমি ঘ্যান ঘ্যান করেছিলাম তাই আম্মু বলেছে -
এখন টিনটিন কিনলে ৪ তারিখ কেক কিনে দিবো না।
তাই আমি মেনে নিলাম আম্মুর কথা। চকলেট কেক কিনবো জন্মদিনে। আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, ঐ দোকানের কেকে অনেক মজা।
আম্মু আমাকে ডায়েরি লেখা হোম ওয়ার্ক দিয়েছিলো। আমি তাই লিখলাম। অফিস থেকে ফিরলে পুরস্কার হিসাবে দুইটা চকলেট দিবে বলেছে। আমি প্যাসিফিক রিম ছবির রোবটও এঁকেছি। কালার করা হয় নাই। আমি আর্টিস্ট হতে চাই না। আমার স্বপ্ন ক্রিকেটার হবো জাতীয় দলের। আম্মু বলেছে ক্রিকেটারদেরও পড়াশুনা করতে হয়। মুশফিক নাকি অনেক ভালো স্টুডেন্ট। আমিও আগের চেয়ে অনেক ভালো স্টুডেন্ট হয়েছি। ১০ টা ক্লাস টেস্টের মধ্যে ৭ টায় আমি ২০ এ পুরো ২০ ই পেয়েছি। আমাদের ক্লাস ক্যাপ্টেন মাত্র ৩ টা তে ২০ পেয়েছে।
আমার আঙুল ব্যথা করছে। কিন্তু না লিখলে চকলেট পাবো না। দুপুরে তাই ঘুমাইনি। বিকেলে মাঠে খেলতে যাবো। আজ আমি ওপেনিং এ খেলবো।
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
আমিনুর রহমান বলেছেন:
তোমরা মা - বেটা এত্তগুলা পচা। ঢাকায় এসে কেনাকাটা করো , সিনেমা দেখো আবার মজার মজার খানা খাও আর আমাদের বলো না। তোমাদের দুজন্কেই মাইনাস। এরপর ঢাকায় এসে যদি মামার সাথে দেখা না করো তা হলে তোমাদের সাথে আড়ি। ভালমত পড়াশোনা করো অনেক বড় হও। ভালোবাসা ও আদর রইল।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
মামুন রশিদ বলেছেন: প্রিয় বাবুই পাখি,
টি-শার্ট খুব সুন্দর হয়েছে! স্মার্ট লাগছে তোমাকে ।
সিনেপ্লেক্সের লোকগুলো এত্তগুলা পঁচা! তোমাকে সান গ্লাসটা দিয়ে দিলেই পারতো
তোমার জন্ম দিনের আগাম শুভেচ্ছা!
ও, জন্মদিন কেমন কাটলো, এটা আমাদের জানাবে কিন্তু । পরীক্ষা শেষ হলেই না হয় জানাইও ।
এত্তগুলা আদর তোমার জন্য । ভালো করে পরীক্ষা দিও
ইতি,
আন্কেল
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
মেঘের কথকতা বলেছেন: দিনটা যেমন তোমার ছিল শুধু, আমিও লগইন করলাম শুধুই তোমার জন্য। ভালো লাগল খুব।
জন্মদিনের আগাম শুভেচ্ছা বাবুই।
অদিতি
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় বাবুই পাখি, অসম্ভব মজা করেছ তো তাহলে, আমারই অনেক হিংসা হচ্ছে! দারুণ একটা দিন গিয়েছে তোমার! জন্মদিনের আগাম শুভেচ্ছা রইলো!
মাথায় জেল দিওনা মামা, বিপদ হয়ে যাবে! কিছুদিনের মধ্যেই সব চুল পড়ে টাক হয়ে যাবা, তখন যত সুন্দর মাসলই বানাও না কেন, কোনো কাজ হবে না! সাবধান!
অনেক অনেক আদর রইলো!
তোমার লেখা পড়ে খুব ভালো লেগেছে!
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক আনন্দের দিন পার করলা।
জন্মদিনের আগ্রিম শুভেচ্ছা।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২
বোকামন বলেছেন:
আপনি ব্লগিং করছেন জেনে অনেক ভালো লাগলো ।
তা হোম ওয়ার্কে কত মার্কস পেলেন জানাবনে কিন্তু
পেসেফিক রিম ম্যুভিটি আমিও দেখেছি !
কাইজু নামের দানবটি আসলেই পচা !
আপনার আম্মু সত্যি কথাই বলেছে- ক্রিকেটারদেরকেও পড়াশুনা করতে হয় ।
আসলে সবাইকেই পড়া-লিখা করতে হয়, বাবুই-পাখি পড়ালিখা না শিখলে বাসা বানাতো কী করে ! হূম ! হাহাহ :-)
শুভকামনা রইলো
ভালো থাকুন ।।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
শুঁটকি মাছ বলেছেন: বাবুই তুমি একটা সত্যিকারের শিশু!!!!!!ভাল থেকো বাবুইপাখি!!!!!!
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
অপ্রচলিত বলেছেন: তুমি তো অনেক সুন্দর করে গুছিয়ে লেখ। অনেক মজা পেলাম পড়ে। দোয়া করি যেন এমন অনেক দিন আসে তোমার জীবনে
অনেক অনেক আদর আর শুভ কামনা।।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬
সুলতানা সাদিয়া বলেছেন: বাবুই তোমাকে আমি নেংটুকালে কোলে নিয়েছি!!!আর সেই বাবুই তুমি ডায়েরি লেখো, ব্লগিং আর ফেসবুকিং কর? আমারে তুমি বুড়ি বানায় দিলা???
১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
আরজু পনি বলেছেন: বাবুই বাবাটার জন্যে অনেক দোয়া আর আদর রইল ।।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা মজা পেলাম মামা তোমার লেখা পড়ে। ভালো থাকো। ভালো করে পরীক্ষা দাও।

অগ্রিম শুভ জন্মদিন