নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভালো মানুষ হতে চাই

আমার অনেক কিছু হতে ইচ্ছে করে। যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, রাইটার। ইদানীং খুব সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে। :)

বাবুই_পাখি

আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব

বাবুই_পাখি › বিস্তারিত পোস্টঃ

মনোপলি আর ক্রিকেট টুর্নামেন্ট

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

২৭/১০/১৩



প্রিয় আম্মু,



আমি অনেকদিন পর ডায়েরি লিখছি। আশা করি তোমার শরীর খারাপ ভালো হয়েছে। আমি ভালো আছি। আমি ইদানীং ভালো ক্রিকেট খেলছি। আর আম্মু জানো সিয়াম না খেলতে গেলে অনেক চোরামি করে। খালি নিজেই আগে খেলতে নামে, আমাকে নামতে দেয় না। আর মনোপলি খেলায়ও অনেক চোরামি করে। তুমি যে খেলার দলিল গুলি আমাকে দিয়ে দিয়েছ আমি খুব খুশী হয়েছি। আর আমার দিনগুলো আজকাল ভালো যাচ্ছে। আর তুমি কি আমাকে একটা জিনিস বানিয়ে খাওয়াতে পারবে? চিকেন টিক্কা। আর আমার কম্পিউটারে গেমস এনে ভরে দিবে।



আর কালকে জানো কি হয়েছিলো ? আমি আমার ধনী হবার মজার খেলা মেলায় গিয়ে আগে কিনে ফেলেছি। কিন্তু সিয়ামের Video Games কিনতে গিয়ে এতো সময় লেগেছে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পরে আরেক দোকানে গিয়ে কষ্ট করে কিনলাম। তারপর বাড়ির পথে চললাম। পরে পৌঁছে গেলাম। তারপর আমি পড়াশুনা শেষ করে খেললাম। তুমি তখন অফিসে ছিলে তো। ধনী হবার মজার খেলা খেলতে গিয়ে সিয়াম কিনল ৫ টি দলিল আর আমি কিনলাম ৪ টি দলিল। পরে খেলা শেষ হয়নি কিন্তু ও বলে যে ও জিতে গিয়েছে। আমি বলেছি চোরামি চলবে না। পরে রাগ করে আমি আর খেলিনি। আমার সাথে সবসময় এমন ও করে সিয়াম।



আজ এ পর্যন্তই। আবার পরে। Good Bye



তোমার বাবুই সোনা



২৪/০১/১৪



নতুন স্কুলের কিছুই ভালো লাগে না। টিচারগুলি খারাপ। গালি মারে স্টুডেন্টদের। এই স্কুলটা আমার একটুও ভালো লাগে না। খুব খারাপ। আইনশৃঙ্খলা বোধ কিছুই নেই। পচা কলা স্কুল। আম্মু বলেছে , অপেক্ষা করো, কয়দিন পরেই ভালো লেগে যাবে। আমি জানি তো আমার ভালো লাগবে না। আমি আজ সকালে আম্মুর বাজার করে দিয়েছি। ১০০ টাকা দিয়েছিলো। একটা অলিম্পিয়া পাউরুটি আর দুই হালি ডিম কিনার পর ৫ টাকা বেঁচে গিয়েছে। আম্মু বলেছে ওই টাকাটা আমার। আমি কাল স্কুলে গিয়ে একটা ললি আইসক্রিম কিনে খাবো। অরেঞ্জ ফ্লেভার আমার পছন্দের।



এবার খেলার কথায় আসা যাক। আমি ২০১৩ সালের ডিসেম্বর মাসে একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিলাম আমি বিজয়ী হয়েছি। টুর্নামেন্টে আমার মোট রান ছিল ৪৩। আমি একটা ক্রেস্ট পেয়েছি। খেলাধুলায় এটা আমার প্রথম বিজয় এবং পুরষ্কার।









আজকেও খেলা আছে কিন্তু কোনও পুরস্কারের ব্যবস্থা নেই। আমি আজ জিতে দেখাবই। আমার আর্টিস্ট হবার ইচ্ছা নাই এখন। ক্রিকেটার হতে চাই। আমার সমাপনি পরীক্ষা শেষ হলে আমি ক্রিকেট কোচিং এ ভর্তি হবো। কিন্তু আম্মু সুযোগ পেলেই ডায়েরি লিখতে বলে। আমার সাহত্যিক হবার ইচ্ছা নাই।



আবার পরে কথা হবে। বাই

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, বাজার করতে পারো।
এটা দারুন। মাকে হেল্প করাটা দারুন কিছু।

স্কুল ভালো লাগবে কিছুদিন পর।
গালিবাজ ক্লাশমেটদের এভয়েড করে তোমার মত মানসিকতার এক দুজনকে পেয়ে যাবা অবশ্যই। আর টিচাররাও তাদের ভুল বুঝবে আশা করছি।


ভালো থেকো।

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৪১

বাবুই_পাখি বলেছেন: আম্মুকে বলেছি সিক্সে উঠলে আমি আমার পুরানো স্কুলে চলে যাবো। এই এখনকার স্কুলে সবাই খালি চিল্লাফাল্লা করে। আমার কান ব্যথা করে

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

মামুন রশিদ বলেছেন: তোমার ক্রেস্ট অনেক সুন্দর । ক্রিকেট খেলা চালিয়ে যাও, আরো অনেক ক্রেস্ট পাবে ।

শুভেচ্ছা বাবুই পাখি :)

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৪

বাবুই_পাখি বলেছেন: সমাপনি পরীক্ষা শেষ হলে আমি সারাদিন ক্রিকেট খেল্ব।আম্মু বলেছে ছুটি দিবে এক মাস। আমরা টুর্নামেন্ট ছাড়বো

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: স্কুলে তাড়াতাড়ি একটা বন্ধু হয়ে যাক তোমার। একা একা কিছু করে মজা নেই, বন্ধু হলে সবাই মিলে অপছন্দ করবে স্কুলটাকে, ঠিক আছে :) ?

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

বাবুই_পাখি বলেছেন: আমার এখনকার স্কুল টা আমার কোনোদিনই ভালো লাগবে না আমি জানি

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: চিকেন টিক্কা বানিয়ে কিন্তু খাইয়েছি। আর গেমস এর সমাধানও পেয়েছ কিন্তু।

কিন্তু পচা কলা স্কুল !!! এসব কী ! B:-)

সাহিত্যিক হবার দরকার নাই বাবা। যেটা ভালো লাগে তাই হও, কিন্তু নিজের ভালো লাগার, মন্দ লাগার কথা ডায়েরিতে লিখে রাখা খারাপ না। বড় হয়ে নিজের পুরনো লেখ আগুল যে পড়তে কতো ভালো লাগবে চিন্তাও করতে পারবে না। তোমার প্লে প্লাসের, টু, থ্রীর রেজাল্ট কার্ড গুলো যখন দেখো নিজেও বোঝো কতো আনন্দ তোমার হয়। এজন্য ডায়েরি লিখতে বলি।

দেখি আজকে তোমার ক্রিকেট আপডেট কী তুমি মাঠ থেকে এলেই জানতে পারবো

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

সুমন কর বলেছেন: তুমি এখন কোন ক্লাসে পড়ো? তোমার ডায়েয়ীর কথা ভাল লাগল।
আর তুমি যা বলেছ, একজন ভাল মানুষ হও।
ভালো থেকো।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

বেলা শেষে বলেছেন: Hai, i am also learning from you... so teach me only good Thing. Up to next time- Salam & Respect to you. Thenk you very much.

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

ইসতিয়াক অয়ন বলেছেন: // আম্মু সুযোগ পেলেই ডায়েরি লিখতে বলে। আমার সাহত্যিক হবার ইচ্ছা নাই। //

জোর করে ছেলেকে সাহিত্যিক বানানোর চেষ্টা । কেস ঠুকে দেয়া হবে কিন্তু !!!

B-)) B-)) B-))

ভাল থাকুক আপনার বাবুই পাখি :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সোজা কথা বলেছেন: খুব ভালো লাগল লেখা পড়ে।স্কুলে দ্রুত কিছু ভালো বন্ধু জুটুক আর তোমার ঝোলায় আরো কিছু সুন্দর সুন্দর ক্রেস্ট জমা হোক এই কামনা করি।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সাহিত্যিক হতে যেমন ধৈর্য লাগে তেমন লাগে ক্রিকেটেও। ক্রিকেটে ভালো খেললে লম্বা একটা সময় ক্রিজে বা মাঠে থাকতে হয়। সে সময় অনেকের খিদে লাগে। (আমার লাগতো) খিদে নিয়েও মাঠে টিকে থাকতে হয়। আরামে কিছুই হয় না, যে কোনো ভালো কিছু করতে হলে মনোযোগ আর আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রম করতে হয়।

আগের চেয়ে তোমার স্মার্টনেস অনেক বেড়েছে, লেখাতেই তা ফুটে ওঠে। আর দুনিয়াটা স্মার্টদের দখলে।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মেরি পপিনস বলেছেন: শুভকামনা বাবুইয়ের জন্যে :)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

ইখতামিন বলেছেন: তোমার আজকের খেলার খবর কী...

নতুন স্কুলটা ধীরে ধীরে ভালো লাগবে। একটু ধৈর্য ধরো....

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সিয়ামের চোরামী চলতেই থাকবে বাবুই, মাঝে মাঝে ওকে শিক্ষা দেয়ার জন্য তুমি নিজেই চোরামী করতে পারো!
আর নতুন স্কুল কিন্তু সত্যি দুই দিন পর ভালো লেগে যাবে!
ক্রিকেটার বাবুই এর জন্য দোয়া!
সাহিত্যিক হলানা কিন্তু ডায়েরী লিখলে তোমাকে আমরা সবাই পরামর্শ দিতে পারি নাকি?
মাঝে মাঝে ডায়েরী লিখবে!!

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

বাবুই_পাখি বলেছেন: আমি সন্ধ্যা ৬-৩০ এ কোচিং থেকে পড়ে বাসায় এসেছি। এখন আবার পড়তে বসবো। কালকে স্কুলে ম্যাথ এক্সাম। আমি সবার উত্তর পরে লিখবো। আমার জন্য দোয়া করবে। ক্লাস ফাইভে অনেক পড়াশুনা করতে হয়

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

সমুদ্র কন্যা বলেছেন: পচা কলা স্কুল...হাহাহা দারুণ কথাতো! নিজের মত একটা বন্ধু বানিয়ে নাও, দেখবে পচা কলা স্কুলটাও কত্ত ভাল লাগে। :)

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ক্লাস ফাইভে অনেক পড়াশুনা করতে হ:) :) :)
ঠিক ঠিক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.