![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব
আমি রকিব হাসানের বৈজ্ঞানিক গোয়েন্দা কাহিনী ‘ ডেথসিটির ড্রাগন’ এই বইটা আজকে পড়ে শেষ করেছি। বইটা পড়তে আমার মোট তিন দিন লেগেছে। আমি ঠিক করেছি আমি আর বই পড়বো না। কারণ বই পড়লেই আম্মু বলবে বইটা কেমন লেগেছে এই বিষয়ে লিখতে। কিন্তু বিষয়টা তো আমার মাথায় আছে, ওইটা লিখলে কি হবে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু বলেছে এটাকে রিভিউ বলে। আমার সাহত্যিক হবার ইচ্ছা নাই। কিন্তু আম্মু খালি পড়তে বলে, লিখতে বলে। স্কুলের বইও, গল্পের বইও।
এই বইতে মোট আটটি চরিত্র আছে। প্রথম ছয়জন হলো গোয়েন্দা। তাদের নাম হলো গ্র্যাহাম, নিমো, রিয়া, কারিনা, রোডা ও জোসেফ। আর বাকি দুইটা চরিত্র হলো ড্রাগন। তারা মা ও ছেলে। মায়ের নাম জেড্রা। ছেলেটির নাম ম্যাক্রন। তাদের মধ্যে এক গোয়েন্দা রিয়া ড্রাগন মা আর ছেলেকে ধোঁকা দিয়েছিলো। ম্যাক্রন তাদেরকে গুপ্তধনের নকশা দিয়েছিলো। তারপর সবাই মিলে গুপ্তধনের খোঁজে পাহাড়ে যায়। সেখানে একটা শুকতারা তাদের পথ দেখাতে সাহায্য করেছিলো। শুকতারা সাহায্য করলে গুপ্তধনের পাহাড়ের দরজা খুলবে। তারপর সবাই মিলে পাহাড়ে উঠলো। কিন্তু লিডার গ্র্যাহাম উঠলো না। কারিনা, জোসেফ, নিমো, রোডা উঠলো। তারপর সবাই গুহাতে ঢুকল।
গুহাটা খুব অন্ধকার ছিলো। কিছুদূর যাবার পর সেখানে একটা পুকুর দেখা গেলো। সে পুকুরটা যেন কেমন ছিল! আর তারপাশে ছিল একটা ড্রাগন। কিন্তু সবাই সাবধানে সেখানে গেলো এবং গুপ্তধন নিলো। সেখান থেকে তারা সোনা, রূপা আর পান্না নিলো। হঠাৎ ঐ পাহাড়ের গুহা বন্ধ হয়ে যাচ্ছিলো। তারপর জেড্রা উঠে কারিনা ও জোসেফকে ধরল এবং সবাই একে একে বের হয়ে গেলো। পরে তারা তাদের অভিযান সফল করলো। তারা সব গুপ্তধন ড্রাগনকে দিয়ে দিলো। এর আগে তারা মা ড্রাগন কে একবার মেরেছিল, এজন্য লিডার আর বাকি সবাই জেড্রার কাছে ক্ষমা চেয়েছিল।
বইটা অনেক বড়। ১২৬ পৃষ্ঠা। আমি আর লিখতে পারবো না আম্মু। যা লিখেছি ওইটুকুই গল্প। তারপর শেষ।
তোমার বাবুই
১৪/০৬/২০১৪
২| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: আহারে, কত কষ্ট করেছে ছেলেটা! বইয়ের রিভিউ লেখা কি সহজ কথা!
হ্যাঁ, তুমি পেরেছ । চমৎকার রিভিউ লিখেছো । আমি এই বইটা আগে পড়িনি, তোমার রিভিউ পড়ে বইটা পড়তে খুব ইচ্ছে হচ্ছে ।
ভালো থেকো আন্কেল । শুভ কামনা
৩| ১৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিলে তো বিপদে ফেলে! ভাবছিলাম তোমার জন্য একটা রিভিউ লিখবো কিন্তু তুমি এতো ভালো রিভিউ লেখো যে আমি দ্বিধায় পড়ে গেলাম আমি তোমার মতো ভালো লিখতে পারবো কিনা।
শুভ রাত্রি মামা।
৪| ১৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিভিউ ভালো লেগেছে! চমৎকার।
৫| ১৬ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল হয়েছে। সুন্দর। নিয়মিত ডায়রি লিখ বলেই এত সুন্দর করে লেখা সম্ভব হয়েছে ।
৬| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭
সাদরিল বলেছেন: কিব হাসানের তিন গোয়েন্ডা সিরিজের কাকাতুয়া রহস্য, ঘড়ির গোলমাল। ইন্দ্রজাল, রক্তচক্ষু, এইগুলি পড়বা।
৭| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২০
অপর্ণা মম্ময় বলেছেন: হুম কষ্ট করে হলেও যে শেষ পর্যন্ত লিখেছ এজন্য গিফট পাওনা থাকলো।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
সুলতানা সাদিয়া বলেছেন: আসসালামু আলাইকুম। পরীক্ষাতো শেষ হলো। বার্থ ডেও চলে গেল। এবার একটু আধটু লেখালিখি চলুক। মাকে বল ডায়েরির পাতা কম্পোজ করে দিতে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩২
ডেজার্ট রেইন বলেছেন: এখন যে কি হাবিজাবি লিখে!!!