নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভালো মানুষ হতে চাই

আমার অনেক কিছু হতে ইচ্ছে করে। যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, রাইটার। ইদানীং খুব সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে। :)

বাবুই_পাখি

আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব

বাবুই_পাখি › বিস্তারিত পোস্টঃ

আমার ডায়েরি

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

৩০/১২/২০১৪

আজ আমার খুব টেনশন হচ্ছে। আজ দুপুরে আমার পিএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এখন মাত্র সকাল ৯ টা বাজে। টেনশনে পেটের ভিতর কাঁপছে। টেনশন কমাতে ডায়েরি লিখছি। আম্মু বলেছে লিখতে, তাহলে পেট কাঁপা বন্ধ হবে। আম্মু বাসায় থাকলে আমার টেনশন কমতো। আল্লাহ আমাকে সাহায্য করো আমি যাতে ভালো রেজাল্ট করি। আমার জন্য সবাই দোয়া করবে প্লিজ।

বাবুই

৩০/১২/২০১৪

আমি আম্মুকে অনেকবার ফোন দিয়েছি।একবার সাড়ে ১২ টায়। এরপর ১ টার সময়। ইন্টারনেটে এখনো রেজাল্ট আসেনি। আম্মু স্কুলেও গিয়েছিলো। সেখানেও রেজাল্ট আসেনি। এরপর আম্মু আমাকে দুপুর ২ টার সময় ফোন দিয়ে বলেছে আমি জিপিএ ৫ পেয়েছি। আমি শুনে অনেক কেঁদেছি। আম্মু বারবার জিজ্ঞেস করছিলো আমি কাঁদছি কেন। আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি স্কুলে চূড়ান্ত মডেল টেস্টেও কোনোদিন সব সাবজেক্টে এ প্লাস পাইনি। ভেবেছিলাম পিএসসি এক্সামেও পাবো না। সমাজ নিয়েও ভয় পেয়েছিলাম। কিন্তু আমি সব সাবজেক্টে এ প্লাস পেয়েছি। আমি অনেক খুশি। নিজের উপর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। আমি আশা করছি ক্লাস সিক্সেও সব সাবজেক্টে এ প্লাস পাবো। আমি জানি আমি পাবো। আমি পুরো বই খুব ভালো মতো পড়ি। আম্মু এখনো বাসায় ফিরেনি। বলেছে আমার জন্য গিফট নিয়ে আসবে। আর পরে আরও গিফট দিবে, যেমন - সিনেপ্লেক্সে সিনেমা দেখাবে থ্রি ডি, চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে, হট হুইলসের গাড়ি কিনে দিবে, কিন্ডার জয়ের ডিম কিনে দিবে।

০৬/০১/২০১৫

আমি আজকে অনেক খুশি। আম্মু বন্ধু মুনমুন খালামনি আমাকে অনেক কিছু গিফট করেছে আমার ভালো রেজাল্টের জন্য। জেরি আর ডোরিমনের ইরেজার, দুইটা শার্প্নার, দুইটা পার্ক চকলেট, অনেক সুন্দর একটা গোল্ডেন কালারের পেন, দুইটা কিন্ডার জয়, একটা লেইস চিপসের বক্স, স্টিকারের পাতা এগুলি সব র‍্যাপিং করে দিয়েছে। আমি আবার ভালো রেজাল্ট করবো। আবার গিফট পাবো।

আমার স্কুলের নতুন ক্লাস শুরু হয়েছে সিক্সের। আমি আজকে সব বই পেয়েছি। দুইটা বই খারাপ পড়েছে, এক পাতায় পরের পাতার প্রিন্ট পড়ে নষ্ট হয়ে গেছে। বইএর প্রথম পাতা, সব পাতা অনেক পাতলা। আমি এই স্কুলে বেশিদিন পড়বো না। আইডিয়ালে ট্রান্সফার হয়ে যাবো পরে। আম্মু কয়েকদিন আগে আমাকে কয়েকটা বই কিনে দিয়েছিলো। এর মাঝে সুনীল গঙ্গোপাধ্যায় এর কাকাবাবু ও সন্তুর বইটা পড়ে শেষ করেছি। আম্মু বলেছে বই পড়ে রিভিউ লিখতে। আমার এসব লিখতে ভালো লাগে না।

এখন বাই।

বাবুই

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমারও আগে অনেক টেনশন হতো। তুমি কি ফেলুদার বই পড়ো বাবুই?

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

শাহরীয়ার সুজন বলেছেন: মাশাল্লাহ! আমাদের বাবুইয়ের মনের সকল ইচ্ছে পূর্ণ হোক।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

নুর ইসলাম রফিক বলেছেন: সরি ব্যস্থতার জন্য পুরোটা পড়োতে পারলাম না।

প্রিয়তে রেখে লিলাম।
পরে পড়ে নেব।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

জিপিএ ৫ এর জন্য শুভেচ্ছা বাবুই :)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । :) :) :)

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৫

সুলতানা সাদিয়া বলেছেন: ইস আমাকে কেউ এত্ত গিফট দিলে গিফটের জন্যে হলেও আমাকে পড়তে হতো!
একদিন এসে হাই বলে যেও।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাবুই কি খবর তোমার?

৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২২

রুদ্র জাহেদ বলেছেন: বাবুই তোমার জন্যে শুভকামনা রইল...

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমি গিফট করলেও আমার নাম হয় না। আফসোস আর আফসোস :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.