নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভালো মানুষ হতে চাই

আমার অনেক কিছু হতে ইচ্ছে করে। যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, রাইটার। ইদানীং খুব সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে। :)

বাবুই_পাখি

আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব

বাবুই_পাখি › বিস্তারিত পোস্টঃ

আমার ডায়েরি - ২

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২


২৭/১০/২০১৫

আমার মাঝে মাঝে কিছু ব্যাপার নিয়ে অনেক রাগ হয়। আমি আম্মুর সাথে নাহলে আমার কাজিনদের সাথে,আমার নানির সাথে অনেক জোরে ধমক দিয়ে কথা বলি। একটু কিছু হলেই কেঁদে ফেলি। এজন্য আমার কাজিনরা আমাকে ক্ষেপায়। সবচেয়ে বেশি ঝগড়া হয় আমার নানির সাথে। আম্মু সন্ধ্যার পর অফিস থেকে বাসায় ফিরলে নানি খালি আম্মুকে বিচার দেয়। তখনো আমার অনেক রাগ হয়। অবশ্য আমার আম্মু আমাকে সবসময় বকা দেয় না। আর কখনো মারেও না। আম্মু সবসময় বলেছে আমি বাসায় ফিরলে তুমি বা তোমার নানি আমাকে কেউ নালিশ দিবে না। রাতে আম্মু আমাকে অনেক বুঝায়। আমাকে এটাও বলেছে এসব আমার বয়ঃসন্ধিকালের লক্ষণ। আমার শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইতে এই বয়সন্ধিকাল শব্দটা পেয়েছি। আমাদের একটা চ্যাপ্টার আছে এই বিষয়ে। আম্মু কিছু বিষয় আমাকে বুঝিয়ে দিয়েছে। আর বাকি বিষয় পরে বুঝাবে বলেছে। কিন্তু আমি সব ব্যাপার গুলো জানতে আগ্রহী। বলেছে আমি ক্লাস সেভেন বা এইটে উঠলে ভালো ভাবে বুঝতে পারবো।

আমি জোরে জোরে ,ধমক মেরে কথা বলতে চাই না। কথায় কথায় কেঁদে ফেলতে চাই না। কিন্তু আমার মামাতো ভাই বোন গুলো আমাকে অনেক ডিস্টার্ব করে। তাই আমার রাগ ওঠে। কিন্তু আমার খালাতো ভাই রাফি ভাইয়া অনেক ভালো। রাফি ভাইয়া ক্লাস টেনে পড়ে। কয়দিন আগে রাফি ভাইয়া আমাদেবাসায় বেড়াতে এসেছিলো। কিন্তু সিয়াম এসে রাফি ভাইয়াকে তাদের বাসায় চুপি চুপি নিয়ে চলে গেছে, রাতে ওদের বাসায় ঘুমাতে হবে এজন্য। ঐদিন আমার খুব মন খারাপ হয়েছিলো। তারপর গত পরশু দিন আমিও আমার খালামনির বাসায় গিয়ে বেড়িয়েছি। রাতে রাফি ভাইয়া আর রাব্বি ভাইয়ার সাথে কম্পিউটারে গেমস খেলেছি । ক্রিকেটের গেমস টা আমার অনেক পছন্দ। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি আমাদের গ্রামের বাড়ি আর খালামনিদের বাসায় বেড়াতে যাবো। আমার খালামনি অনেক মজার মজার খাবার বানাতে পারে, খালামনি অনেক আদর করে আমাকে।

আজকে বিদায়। আর লিখবো না।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪

ময়না বঙ্গাল বলেছেন: আমিও একজন ভালো মানুষ হতে চাই । আপনি বাবুই পাখী তো । তাই আর কি । বরকত হোক আপনার ভাই । সামনে মতচিন্তা বিনিময়ে টাইম চাই ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: বাবুই, তুমি জীবনের একটা গুরুত্বপুর্ণ সময় পার করছো। এই সময়টায় মায়ের গাইডেন্স ভালোভাবে ফলো করবা। কিছু পরিবর্তন আসবে, প্রথমে খুব বদখত লাগতে পারে, পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে যাবে। তোমার জন্যে শুভকামনা রইলো।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

মামুন রশিদ বলেছেন: বাবুই একটা লক্ষ্ণী ছেলে ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

এহসান সাবির বলেছেন: শুভ কামনা।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৬

রুদ্র জাহেদ বলেছেন: শুভকামনা...

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

নিমগ্ন বলেছেন: বাঃ খুব ভাল তো। তুমি এগিয়ে যাও, এই কামনা করি সর্বদা___ :)

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২০

আরজু পনি বলেছেন:

দোয়া রইল তোমার জন্যে ।
আমারও দুটো বাবু আছে ।

৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: খেলাধুলা আর বন্ধু বান্ধব: জীবনের মজা এখানেই। আর নিজের আদব কায়দায় ফুটে ওঠে মানুষটা কেমনে হবে। খুব সাবলীল লেখা তোমার। আমাদের সময় ব্লগ ছিলো না। তবে থাকলেও এমন লিখতে পারতাম না!


অসাধারন এবং প্রানবন্ত ডায়েরী। বড় হয়ে একসময় নিশ্চয়ই এগুলো পড়বে এবং ভাববে কত সুন্দর দিন গুলো কেটেছে তোমার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.