![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব
০১-০৪-২০১৬
সকাল - ১০.৫৮ মিনিট
আজ এপ্রিলের এক তারিখ। আজকে আমার অনেক কিছু করার plan আছে। আজকে আমরা সবাই মিলে বসুন্ধরা সিনেপ্লেক্সে যাবো সিনেমা দেখতে। সিনেমাটির নাম Batman vs Superman " Dawn of Justice "। অনেকদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম সিনেমাটা দেখার জন্য। আম্মু আব্বু সবাই ব্যস্ত থাকে বলে আমার বসুন্ধরায় যাওয়া হচ্ছিলো না। আজকে কিছুক্ষণ পরে আমরা বাসা থেকে বের হবো। সিনেমা দেখে আমি আমার মতামত লিখবো। আম্মুর এক ফ্রেন্ড বলেছে আমার রিভিউ পেলে সেই মামাটাও সিনেমাটা দেখবে। আমি ব্যাটম্যান আর সুপারম্যানের আগের সব পর্ব দেখেছি, কমিকসও পড়েছি।
আজ আমরা অনেক ঘুরবো, খাবোও। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে। আবহাওয়াটাও সুন্দর খুব। গত দুই দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। রাতের বেলায় ঝড়ের মতো বাতাসও হয়। গরম লাগে না। আমার ঘুমোতে অনেক ভালো লাগে এজন্য। কিন্তু সকাল ৮টায় কোচিং থাকে বলে অনেক সকালে উঠতে হয়। কষ্ট লাগে উঠতে। বৃষ্টি পড়লে মনটা ভালো হয়ে যায়। পাখির কলকাকলিতে মনটা কেমন উদাস হয়ে যায়। আম্মু জানতে চেয়েছিল ছোটদের মন উদাসের সময় কি কি ভাবনা আসে। এটা আমি আম্মুকে ব্যাখ্যা করতে পারিনি।
আজকে সকালে আমি ঘুম থেকে উঠে পড়াশুনা করিনি। শুক্রবারে শুধু অমি মামার কাছে ড্রয়িং করি সন্ধ্যায়। অমি মামার হোম ওয়ার্কও কমপ্লিট করে ফেলেছি। উপরের দুইটা আর্ট অমি মামা করেছে। নিচের হাতিটা আমি এঁকেছি। আম্মু আব্বু বলেছে আমার হাতিটা নাকি বেশি সুন্দর হয়েছে।
আজকে সকালে আমি একটা গল্পের বই পড়েছি। এবার বইমেলা থেকে কিনেছিলাম। বইটার নাম " এ জার্নি টু দ্য সেন্টার " । বাংলায় এর নাম পাতালপুরীতে যাত্রা। আমি ১১৩ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। মোট ১৩৯ পৃষ্ঠা। পড়ে অনেক আনন্দ পাচ্ছি, বইমেলা থেকে এবার অনেক গুলো বইও কিনেছি।
আমি সিনেমা দেখা নিয়ে অনেক এক্সাইটেড।
রাত ১০ টা
মনটা অনেক খারাপ হয়েছে। আমরা সিনেমার টিকিট পাইনি। একটা সিনেমার টিকিটও ছিল না। শুধু বাংলা সিনেমা কৃষ্ণপক্ষ ছিল। আম্মুর দেখার শখ ছিল কিন্তু আমি আর আব্বু কঠিন ভাবে " না" করেছি। ব্যাটম্যানের টিকিট না পেয়ে ভেবেছি কুংফু পান্ডা থ্রী দেখবো। সেটারও টিকিট নাই। ডেডপুলেরও টিকিট নাই। আমার দিনটা এমন যাবে কে জানতো! আগে টিকিট না কাটলে এই সিনেমা দেখা যাবে না। আমি অনেক কান্না করেছিলাম। আম্মু চুপি চুপি সেই ছবি তুলেছিল পরে বাসায় এসে মোবাইলে দেখেছি। আমার প্রিয় পিৎজা খেতেও আমার ভালো লাগেনি। পরে মোস্তফা মার্টে গিয়ে কয়েকটা গাড়ি কিনেছি। এই গাড়ির কার্টুন সিনেমাটা আমি দেশের বাইরে থাকতে হলে দেখেছিলাম।
এখন আর লিখতে ভালো লাগছে না। আমি ব্যাটম্যানের সিনেমার ট্রেইলর ৩০ মিনিট রাব্বি ভাইয়ার মোবাইলে দেখেছিলাম।
বাই।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
নেক্সাস বলেছেন: বাহ বাবুই পাখির ডাইরী চমৎকার। মন খারাপের কিছু নাই। আরেকদিন দেখা যাবে
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: আহারে! সিনেমা দেখতে না পারাটা কষ্টের ব্যাপার বৈ কি।
তুমি তো খুব সুন্দর ছবি আঁকতে পারো! একদম এ+
৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
উল্টা দূরবীন বলেছেন: মন খারাপের দিনে মন ভালো রাখার উপায় খুঁজে পাওয়া বেশ দুষ্কর।
প্রত্যেকটা লাইন ভালো লেগেছে।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: কুটিকালে বৃস্টিরাতে আমিও উদাস হতাম। তখন খালি চোখ বন্ধ করে বৃস্টিদের ফোটা গুনতাম আর ভাবতাম আকাশ থাকে জিউস নামের এক বডি বিল্ডার মেশিনের পানি মারতেছে পৃথিবীতে। পরে ভাবলাম খায়া দায়া কাম নাই সে পানির গোলা মারবে কেন? কারন গরম কালে বৃস্টি পড়তো তাই দুনিয়ার মাটি হারকিউলিসের জন্য ঠান্ডা রাখতে হবে
এমুন উল্টা পাল্টা চিন্তা।
বাবুই মিয়ারে বইলেন নেক্সট টাইম অবশ্যই দেখবে ব্যাটম্যান আর সুপারম্যানের কিলাকিলি
লেখা বরাবরই সেইরাম উদাস হইছে
কুটিকালে মায়ের আদর পাওয়া সব পোলাই একটু অভিমানী আর উদাস আর কেয়ারীং হয় মনে হয়!
৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১
বন্যলোচন বলেছেন: মুভি দেখতে গিয়া আমিও ফিরে এসেছি কয়েকবার। সিনে কমপ্লেক্সের সিস্টেম সুবিধার না। নেক্সট বার গিয়ে দেখতে পারবা ইনশাল্লাহ।
হাতিটা খুবই হাতিশীল হয়েছে। আমি এখনো হাতী আঁকতে পারি না। দাঁতঅলা পেটফোলা ঘোড়া হয়ে যায়। একটা শর্টকাট টিউটোরিয়াল করে আমাকে শিখায়ো।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:২৬
রিপি বলেছেন:
ভালো লেগেছে কথাগুলি। কিউট।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২
মহা সমন্বয় বলেছেন: মনটা অনেক খারাপ হয়েছে। আমরা সিনেমার টিকিট পাইনি। একটা সিনেমার টিকিটও ছিল না।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহালে, আমার কাছে টিকেট থাকলে তোমাকে দিয়ে দিতাম। আমারও বৃষ্টি দেখলে মন উদাস হত ছোট বেলায়, এখনো হয়। আমি বুঝি বড়ই হতে পারলাম না।
অনেক অনেক ভালোবাসা আর আদর রইবে এতো মিষ্টি লেখার জন্য। ভালো থাকো সবসময়। অনেক অনেক শুভকামনা।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: ভেবেছিলাম আবার যাবো সামনের সপ্তাহে কিন্তু স্কুল আর কোচিং মিলিয়ে আবার বাবুইএর এক্সাম শুরু হয়েছে। তাই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বাবুইএর ডায়েরি পড়তে আমারও অনেক মজা লাগে। আমি জানি বড় হয়ে ও যখন ওর এই ব্লগ দেখবে আর লেখা পড়বে নিশ্চয়ই ওরও ভালো লাগবে।
১১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ডাউনলোডের এই যুগে মন খারাপ হবে কেন?
১২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২০
কালীদাস বলেছেন: ক্ষুদ্র বালক নীরব কেন?
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লাগলো নির্দোষ কিছু কথা শুনতে। প্লাস।