নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখিব

দূক্ষাই গুঞ্জণ

কি লিখিব কালি নাই

দূক্ষাই গুঞ্জণ › বিস্তারিত পোস্টঃ

পরামর্ষক

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৩

গেদু চাচার ফল বাগানে প্রতি রাত্রেই চোর এসে ফল চুরী করে নিয়ে যায় । তাই দেখে গেদু চাচা গঞ্জে থেকে তারকাঁটার বেড়া কিনে এনে ঘিরে দিল বাগানটি । কয়দিন বেশ ভালই চলছে । কোন চোর আর আশে পাশে নেই । ও দিকে চোর ব্যাটারা ফল চুরী করতে না পেরে ঘরের খাবার যোগাড় করতে পারছেনা । এক জনের পরামর্ষের সাহায্য নিয়ে তারা ফন্দি আঁটল । আজ রাত্রে তারা আবার চুরী করবে । তখন আনুমানিক অনেক রাত । চোর দুই জন, গেল গেদু চাচার ফল বাগানের ধারে গিয়ে দেখে অনেক ফল পেকে আছে । কিন্তু পরামর্ষকের কথামত কাজ না করলে, ভবিষ্যতে বিপদে পড়লে আর পরামর্ষ দেবেনা, এবার ছাপ বলে দিয়েছে । এদিক সে দিক দেখে শুনে এগিয়ে গেল । পরামর্ষকের কথা মত কাজও করল ।

পরের দিন গেদু চাচার মাথায় হাত ! একটা ফলও চুরী হয়নি ! কিন্তু ফল চুরী রোধের আধার হিসেবে ব্যবহার করেছিলো যেই জিনিস ? সেটাই চুরী হয়ে গেল ? হাইরে এক্সক্লুসিভ পরামর্ষক ! তোরে আর কি বলব ??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৪৪

মাইরালা বলেছেন: হাহাহা :D :D :D :D

চুরি ঠেকানোর যন্ত্রটাই চুরি হল শেষে!!!!!!!!

২| ২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৫৬

দূক্ষাই গুঞ্জণ বলেছেন: পরামর্শক তো তাই করলেন দাদু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.