![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ভাই দয়াকরে একটু দাঁড়াবেন ?
@ জি আমাকে বলছেন ?
# হ্যাঁ ভাইজান আপনাকেই বলছি ।
@ জি আমার তো একটু তাড়া আছে , বলুন কি বলবেন !
# আমি এসেছি রুপভান টিভি থেকে ।
@ ও রুপভান টিভি থেকে ?
# জি ভাইজান, ছোট্ট একটা সাক্ষাৎকারের জন্য আপনাকেই দরকার ।
@ তাইলে আপনার কাছে কি চিরুনী আছে ?চুলটা একটু সাইজ কইরা নিতাম ।
# এই নিন চিরুনী ।
লাইট, ক্যামেরা, আকশান
# ভাইজান এই যে এত এত গাড়ী চলছে রাস্তা দিয়ে ! তার মধ্যেই পারাপার হতে যাচ্ছেন, কারণ কি ?
@ কারন তো আছেই, আপনি চোখে দেখেন না ? এই যে জন গুরুত্ব পূর্ণ রাস্তায় ফুট ওভার নেই ।
# তাহলে সরকার কে আমাদের টিভির মাধ্যমে আপনার প্রতিক্রিয়া বলুন ।
@ সরকার তো এদিকে তাকাবার সময় নাই ।
এই কথা শোনার পর সরকার ফুট ওভার তৈরী করে দিলেন । কিছু দিন পরে ~~~
এই যে ভাই দয়াকরে একটু দাঁড়াবেন ?
@ জি আমাকে বলছেন ?
# হ্যাঁ ভাইজান আপনাকেই বলছি ।
@ জি আমার তো একটু তাড়া আছে , বলুন কি বলবেন !
# আমি এসেছি রুপভান টিভি থেকে ।
@ ও রুপভান টিভি থেকে ?
# জি ভাইজান, ছোট্ট একটা সাক্ষাৎকারের জন্য আপনাকেই দরকার ।
@ তাইলে আপনার কাছে কি চিরুনী আছে ?চুলটা একটু সাইজ কইরা নিতাম ।
# এই নিন চিরুনী ।
লাইট, ক্যামেরা, আকশান
# এই যে ফুট ওভার দেখতে পাচ্ছেন ! কিন্তু সেটা ব্যবহার না করে রিস্কনিয়ে রাস্তা পার হচ্ছেন কেন ?
@ এত্ত উঁচু ফুট ওভারে উঠতেই পা ব্যাথা হয়ে যা, তাই ~~~~~~
সরকার এই কথা শুনে, কিছু এরিয়ায় এস্কেলেটর বসিয়ে দিল ফুট ওভারে, যাকে বলে চলন্ত সিঁড়ী ।
এই যে ভাই দয়াকরে একটু দাঁড়াবেন ?
@ জি আমাকে বলছেন ?
# হ্যাঁ ভাইজান আপনাকেই বলছি ।
@ জি আমার তো একটু তাড়া আছে , বলুন কি বলবেন !
# আমি এসেছি রুপভান টিভি থেকে ।
@ ও রুপভান টিভি থেকে ?
# জি ভাইজান, ছোট্ট একটা সাক্ষাৎকারের জন্য আপনাকেই দরকার ।
@ তাইলে আপনার কাছে কি চিরুনী আছে ? চুলটা একটু সাইজ কইরা নিতাম ।
# এই নিন চিরুনী ।
লাইট, ক্যামেরা, আকশান
# ভাইজান ফুট ওভার ব্যবহার না করে ? রিস্ক নিয়ে রাস্তা পার হচ্ছেন কেন ?
@ ভাই ফুট ওভার তো আমি যেই দিক দিয়ে যাব তার থেকে মেলা দূরে, আর সময় বেশী লাগে বলেই
পায়ে হেঁটেই রাস্তা পার হই ।
©somewhere in net ltd.