নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখিব

দূক্ষাই গুঞ্জণ

কি লিখিব কালি নাই

দূক্ষাই গুঞ্জণ › বিস্তারিত পোস্টঃ

ছায়াপরী

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৫

ছায়াপরী

দূক্ষাই গুঞ্জন





পুরোনো সেই ঘর খানাতেই থাকি এখনও মন পেতে,

আসবে প্রিয়া সন্ধ্যে হলে রয়েছি যে চেয়ে দরজা পানে।

কালো কাপড়ে মুড়িয়ে আঁচল ছায়া পরী এলো শেষে,

শাল কাঠের ঐ ভাঙ্গা দোরের কড়া নাড়ছে সে আলগোছে ।

ঘাঁটি পড়া সেই করতালুতে চিবুক ধরব খুঁজে,

কেতুর চোখে চাহিব যখন মুদিয়া থাকবি সুখে ।

তোর নাকের পাশে তামাটে ঠোঁটেই এঁকে দেব কিছু যন্ত,

এলোপাথাড়ি চুল গুলো তুই তাকিয়ে দেখতেই মগ্ন ।

ঘন শ্বাঁসে বাঁধবে লড়াই, বুঝে নিতে চাস কড়ায় গন্ডায়,

সিনার মাঝে আটকে যখন করব গভীর আলিঙ্গন,

শীর্ণ খাঁচায় মুখ লুকিয়ে কেঁদেছিস ফুঁপিয়ে ফুঁপিয়ে তখন।

ভোর না হতেই চলে যাব বলে খেয়ে নিয়েছিস মাথা,

আজ মনে হয় লিখে রাখিনি কেন সে কথা প্রতিটি খাতার পাতায় ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.