নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বামী-স্ত্রীর কর্মক্ষেত্র এক অফিসে হলে তারচেয়ে আনন্দের সংবাদ আর কী হতে পারে! প্রতিদিন একসঙ্গে রেডি হয়ে অফিসে যাওয়া, একসঙ্গে লাঞ্চ করা ও একসঙ্গে অফিস শেষে ঘুরতে যাওয়া কিংবা শপিংটাও সেরে ফেলা যায় খুব সহজেই। তবে স্বামী-স্ত্রীর একসঙ্গে কাজের যেমন সুবিধা আছে, তেমনি আছে নানা অসুবিধাও। কীভাবে তা সামলাবেন, তার পরামর্শ নিয়ে এবারের আয়োজন। জানাচ্ছেন খালেদ আহমেদ
* পার্সোনাল আর প্রফেশনাল লাইফ সম্পূর্ণ আলাদা রাখুন। বাড়িতে স্বামী-স্ত্রী কিন্তু অফিসে আপনারা কলিগ। এই কথাটি সব সময় মাথায় রাখার চেষ্টা করুন।
* যতটা সম্ভব অফিসে নিজেদের মধ্যে একটা ফর্মাল রিলেশনশিপ বজায় রাখাই শ্রেয়।
* অফিসে ব্যক্তিগত কারণে একে অপরের সঙ্গে সময় না কাটানোই ভালো।
* অফিসের কাজে যাতে কোনো মতেই ব্যক্তিগত সম্পর্কের ছায়া না পড়ে। বিয়ে হয়েছে মানেই যে, নিজের আলাদা কোনো সার্কেল থাকবে না, তা নয়।
* মাঝেমধ্যে আলাদা আলাদা অফিস যাতায়াত করুন।
* অফিসের কোনো কথা কখনও বাসা পর্যন্ত টেনে নিয়ে আসবেন না।
* স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া যদি ভালো থাকে এবং একে অপরের বন্ধু হয়ে উঠতে পারেন, তবে ছোটখাটো সমস্যা কখনও আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে না।
দৃষ্টি আকর্ষণ: ঢাকার তথ্যের ভুবনে সবাইকে স্বাগতম। ঢাকার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আমরা প্রতিনিয়ত সংগ্রহ ও আপডেট করে চলেছি। জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্যটি। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
মোঃ নুর রায়হান বলেছেন: আমারও তাই মনে হয়।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
বিভ্রান্ত??? বলেছেন: আমরা দুই জন ও একই অফিসে আছি।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
হাঁসি মুখ বলেছেন: আপনি কি ভুক্ত ভোগী