নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদল ৭৭৭

বাদল ৭৭৭ › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলা – ২০১৩

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

মুক্তধারা প্রকাশনীর জনক স্বর্গীয় চিত্তরঞ্জন সাহার হাত ধরে চালু হওয়া একুশে বইমেলা এখন বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। অবশ্য এখন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডেমী এ বইমেলার আয়োজন করে। আগে এ বইমেলা ১লা ফেব্রুয়ারীতে শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারী পর্যন্ত চলত, তবে ক্রেতা চাহিদার কারণে এখন পুরো ফেব্রুয়ারী মাস জুড়েই চলবে এই বইমেলা।



আমাদের দেশে বইমেলা বলতে একুশে বইমেলাকেই বোঝায়। বাংলাদেশের প্রকাশনা জগৎটাও এখন অনেকটা একুশে বইমেলা কেন্দ্রিক। লেখকগণ বইমেলা সামনে রেখে লেখেন, প্রকাশকও সেভাবে প্রস্তুতি নেন। এবারের বইমেলা নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে তার স্মৃতির প্রতি শদ্ধা নিবেদন করে এবং এবারের বইমেলার প্রধান বৈশিষ্ট্য হল, এই বইমেলায় কেবল প্রকাশকরাই অংশগ্রহন করতে পারবেন।



এ মেলা পাঠক-লেখকবৃন্দের সরাসরি যোগাযোগের একটি সুযোগ করে দেয়। মেলা চলাকালে লেখকগণ তাঁদের প্রকাশনা সংস্থার স্টলে আসেন, বই কেনার পর ভক্তদের বইয়ে অটোগ্রাফ দেন; এসব পাঠকের কাছে একটি বড় প্রাপ্তি।



এবারের বইমেলায় মোট ২৩৬টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর বাইরে ২০টি সরকারি প্রতিষ্ঠান এবং আটটি সেবামূলক প্রতিষ্ঠানেরও স্টল থাকবে। যার ১১৩টি এক ইউনিট, ৭৯টি দুই ইউনিট এবং ৪২টি তিন ইউনিট করে। এবারের মেলাতে গণমাধ্যমের জন্য স্টল, সরকারি ও স্বায়ত্তশাসিত, দমকল বাহিনী, প্রাথমিক চিকিৎসার জন্য হেলথ স্টল, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংস্থা, সেবামূলকসহ গণমাধ্যমের স্টলও থাকছে। এছাড়াও বাংলা একাডেমীর সঙ্গে একসঙ্গে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হচ্ছে। এবারের বইমেলার নীতিমালায় নিষিদ্ধ করা হয়েছে গতবারের সমালোচিত ডোরেমন, বারবি, পোকেমন ও মি. বিন-এর মতো পাইরেটেড বই।



মেলা সংক্রান্ত তথ্য:

মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারেন বাংলা একাডেমীর ওয়েবসাইট থেকে। যার ইউআরএল: Click This Link



মেলার সময়সূচী:

তারিখ: ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি।

সময়সূচী: ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে রাত ৯:০০ টা এবং ছুটির দিন সকাল ১১:০০ টা থেকে রাত ৯:০০ টা।



মেলার ১ম সপ্তাহে প্রকাশিত বইগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

পরিবেশ বন্ধু বলেছেন: বই মেলা হোক মানুষ ও জাতীর পথ প্রদর্শক
অনন্ত শ্রদ্ধা শহীদ স্মরণে
বাংলা ভাষা অক্ষয় যাদের রক্ত ঋণে ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

সরদার হারুন বলেছেন: আজিও জ্বালাই প্রদীপ তোমার সমাধি পরে
এখনও আসে যে জল আমার আঁখিটি ভরে ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

আরজু পনি বলেছেন:


Ekushey Book Fair 2012, Dhaka | Book | Online Dhaka Guide ...
Click This Link.
মুক্তধারা প্রকাশনীর জনক স্বর্গীয় চিত্তরঞ্জন সাহার হাত ধরে চালু হওয়া একুশে বইমেলা
এখন বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। অবশ্য এখন বাংলাদেশ সরকারের সংস্কৃতি
মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডমী এ বইমেলার আয়োজন করে। আগে এ বইমেলা ১লা
ফেব্রুয়ারীতে শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারী পর্যন্ত চলত, তবে ক্রেতা চাহিদার কারণে এখন
পুরো ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.